For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপের আয়োজক কাতারের সঙ্গে মউ সই করার পথে ভারত, কল্যাণের নেতৃত্বে নব জাগরণ শুরু ভারতীয় ফুটবলে

বিশ্বকাপের আয়োজক কাতারের সঙ্গে মউ সই ভারতের, কল্যাণের নেতৃত্বে নব জাগরণ শুরু ভারতীয় ফুটবলে

Google Oneindia Bengali News

বর্তমানে কাতার সফরে রয়েছেন সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের নব নির্বাচিত সভাপতি কল্যাণ চৌবে। ভারতীয় ফুটবলের নিয়মাক সংস্থার সর্বোচ্চ পদে বসার পর থেকেই দেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একের পর এক বৈঠক সারছেন কল্যাণ। বর্তমানে দুবাইয়ে তিন দিনের সফরে গিয়ে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাতের পর ভারতীয় ফুটবলে অগ্রগতি আনার আনার জন্য কাতার ফুটবল সংস্থার সঙ্গে স্ট্র্যাটেজিক মউ সাক্ষর করতে চলেছে ভারত।

কাতারের সঙ্গে মউ সই ভারতের:

কাতারের সঙ্গে মউ সই ভারতের:

ফিফা বিশ্বকাপ ২০২২-এর আসর বসতে চলেছে কাতারে। বিশ্ব ফুটবলের সব থেকে বড় ইভেন্টকে ঘিরে সেজে উঠেছে কাতার। চলছে শেষ মুহূর্তের তুলির টান। সেই কাতারের সঙ্গে এআইএফএফ সভাপতি হওয়ার পর স্ট্যাটেজিক মউ চুক্তি সাক্ষর করলেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে এবং কাতার ফুটবল সংস্থার সভাপতি শেখ হামাদ বিন খলিফা বিন আহমেদ আল-থানি। ফেডারেশনের নতুন সচিব সাজি প্রভাকরণও এ দিন ছিল কল্যাণের সঙ্গে। এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে পেন্যান্টস তুলে দেন কাতারের সভাপতির হাতে।

কল্যাণের সঙ্গে উপস্থিত ছিলেন সাজি প্রভাকরণ:

কল্যাণের সঙ্গে উপস্থিত ছিলেন সাজি প্রভাকরণ:

সভাপতি কল্যাণ চৌবের সঙ্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন এআইএফএফ সচিব সাজি প্রভাকরণ। সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের সচিব সাজি প্রভাকরণ এআইএফএফ-এর পক্ষ থেকে একটি মেমেন্টো তুলে দেন শেখ হামাদ বিন খলিফা বিন আহমেদ আল-থানির হাতে। নতুন এই মউ চুক্তি সাক্ষরের ফলে কৌশলগত দিক থএকে কাতার এবং ভারত একে অপরকে বিভিন্ন ভাবে সাহায্য করবে।

সাংবাদিক সম্মেলনে এআইএফএফ সভাপতি:

সাংবাদিক সম্মেলনে এআইএফএফ সভাপতি:

কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের সর্বোচ্চ কর্তার সঙ্গে সাক্ষাতের পর কল্যাণ চৌবে সাংবাদিক সম্মেলনে বলেছেন, "কাতার ফুটবল সংস্থার সভাপতিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ভারতের সঙ্গে কাতার ফুটবলের সমন্বয়ের বিষয়ে মূল্যবান আলোচনার জন্য। দীর্ঘমেয়াদি ভিত্তিতে এই সমন্বয় সাধন দুই দেশের পক্ষেই উপকৃত হবে। আশা করবো আগামী দিনে দু'দেশের এই বন্ধন আরও দৃঢ় হবে।"

ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাৎ:

ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাৎ:

গত শুক্রবার ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাৎ করেন কল্যাণ চৌবে। ভারতীয় ফুটবলে ভবিষ্যত পরিকল্পনা, রোডম্যাপ এবং কোন পথে এগোতে চাইছে এআইএফএফ তা নিয়ে ইনফান্তিনোর সঙ্গে আলোচনা হয় কল্যাণের। দীর্ঘ সময় দু'জনের মধ্যে এই আলোচনা হয়। অদূর ভবিষ্যতে ভারতে আসার কথা রয়েছে ফিফা সুপ্রিমোর। সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর কল্যাণ জানিয়েছেি তাঁর কমিটির মেয়াদের ১০০ দিনের মাথায় ভবিষ্যতের রোডম্যাপ প্রকাশ করা হবে।

আমেরিকায় স্প্যানিশ ফ্লেভার, ইউএস ওপেনে লড়াকু জয় ১৯ বছরের আলকারেজেরআমেরিকায় স্প্যানিশ ফ্লেভার, ইউএস ওপেনে লড়াকু জয় ১৯ বছরের আলকারেজের

English summary
AIFF and QFA enter strategic alliance for mutual benefit.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X