For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশ নিতে চলা ভারত সহ অন্যান্য দল এবং এআইএফএফ-কে শুভেচ্ছা জানাল এএফসি

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশ নিতে চলা ভারত সহ অন্যান্য দল এবং এআইএফএফ-কে শুভেচ্ছা জানাল এএফসি

Google Oneindia Bengali News

বিশ্ব মহিলা ফুটবলের শ্রেষ্ঠ উদীয়মান তারকাদের নিয়ে বিশ্ব প্রথম সারির ফুটবল খেলিয়ে দেশগুলিকে নিয়ে ফিফার সর্বোচ্চ টুর্নামেন্ট যুব বিশ্বকাপের আগে এশিয়ার অংশগ্রহণকারী দেশগুলিকে শুভেচ্ছা জানাল এএফসি। এশিয়া ফুটবলের সর্বোচ্চ সংস্থা এশিয়া ফুটবল কনফেডারেশের সভাপতি শেখ সলমন বিন ইব্রাহিম আল খালিফা এশিয়া থেকে এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে চলা প্রতিটি দলকে শুভেচ্ছা পাঠিয়েছেন।

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশ নিতে চলা ভারত সহ অন্যান্য দল এবং এআইএফএফ-কে শুভেচ্ছা জানাল এএফসি

মহিলা ফুটবলের ভবিষ্যৎ তারকাদের নিয়ে হতে চলা এই টুর্নামেন্ট শুরু হচ্ছে ১১ অক্টোবর এবং চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। মোট তিনটি শহরে এই প্রতিযোগীতা আয়োজিত হবে। ভুবনেশ্বর, গোয়ার ফতোরদা, নভি মুম্বই-এই তিন শহরে আয়োজিত হবে ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ। এএফসি সভাপতি শেখ সলমন বলেন, "এশিয়ান ফুটবল পরিবারের পক্ষ থেকে আমি ভারত, জাপান, চিন এবং অপর ১৪ এএফসি ম্যাচ অফিসিয়ালকে সাফল্যের জন্য শুভ কামনা জানাই।"

ভারতীয় ফুটবলের প্রশংসা করে তিনি আরও বলেন, "ভারতে ফুটবল, বিশেষ করে মহিলা ফুটবল সাম্প্রতিক সময়ে প্রচুর উন্নতি করেছে, এবং আমি নিশ্চিত এই প্রতিযোগীতা আরও তরুণ নারীদের ফুটবল খেলার প্রতি আকৃষ্ট করবে এবং তাঁদের উৎসাহিত করবে। স্থানীয় আয়োজকরা, এআইএফএফ এবং ভারত সরকার এই প্রতিযোগীতাকে সফল ভাবে আয়োজন করার জন্য অনেক বছর ধরে প্রস্তুতি নিয়েছে এবং আমি নিশ্চিত আমরা স্মরণীয় একটি প্রতিযোগীতার সাক্ষী হতে চলেছি, যার প্রভাব শুধু ভারতীয় ফুটবলেই নয় সারা বিশ্বের ফুটবলে থাকবে।"

প্রতিযোগীতার শেষ ছয়টি সংস্করণের মধ্যে তিন বার অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ জিতেছে এশিয়ার দেশ। ১১ অক্টোবর ভারতীয় সময়ে রাত ৮টায় আয়োজক দেশ ভারত মুখোমুখি হবে আমেরিকার। ভারত গ্রুপে নিজেদের পরবর্তী দু'টি ম্যাচ খেলবে মরক্কো এবং ব্রাজিলের বিরুদ্ধে। তিন ম্যাচই খেলা হবে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে।

English summary
AFC President sends well wishes to India, AIFF and other AFC Nations for FIFA U-17 Women's World Cup.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X