For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

AFC Asian Cup 2023: এএফসি থেকে শুভেচ্ছা বার্তা ভেসে এল ভারতের জন্য

এএফসি থেকে শুভেচ্ছা বার্তা ভেসে এল ভারতের জন্য

Google Oneindia Bengali News

চূড়ান্ত বাছাই পর্ব শেষে এএফসি এশিয়ান কাপে জায়গা করে নেওয়া ভারত সহ এশিয়ার অন্যতম সেরা এগারো দলকে শুভেচ্ছা জানালেন এশিয়া ফুটবল কনফেডারেশন (এএফসি)-এর সভাপতি শেখ সলমন বিন ইব্রাহিম আল খালিফা।

AFC Asian Cup 2023: এএফসি থেকে শুভেচ্ছা বার্তা ভেসে এল ভারতের জন্য

এশিয়া ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগীতায় নিজেদের জায়গা করে নেওয়ার জন্য ছয়টি সেন্ট্রালাইস গ্রাউন্ডে মোট ২৪টি দেশ লড়াই চালিয়েছে বাছাই পর্বে। যার মধ্যে থেকে গ্রুপ 'এ'-এর বিজয়ী হিসেবে জর্ডান, গ্রুপ 'বি'-এর বিজয়ী হিসেবে প্যালেস্তাইন, গ্রুপ 'সি'-এর বিজয়ী হিসেবে উজবেকিস্তান, গ্রুপ 'ডি'-এর বিজয়ী হিসেবে ভারত, গ্রুপ 'ই'-এর বিজয়ী হিসেবে বাহরিন এবং গ্রুপ 'এফ'-এর বিজয়ী হিসেবে তাজিকিস্তান কোয়ালিফাই করেছে মূল পর্বে। এছাড়া ছয়টি গ্রুপ থেকে দ্বিতীয় স্থানে শেষ করা সেরা পাঁচটি দল হংকং, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, কিরঘিজস্তান মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত করেছে।

যোগ্যতা অর্জনকারী দলগুলিকে শুভেচ্ছা জানিয়ে এএফসি'র সভাপতি শেখ সলমন বিন ইব্রাহিম আল খালিফা বলেছেন, "এশিয়ার ফুটবল মহলের তরফ থেকে আমি এই ১১ জনকে স্বাগত জানাই। নিঃসন্দেহে অন্যতম চ্যালেঞ্জিং বাছাই পর্ব হিসেবে এই কোয়ালিফায়র এশিয়া ফুটবলের ইতিহাসে স্থান করে নেবে।"

AFC Asian Cup 2023: এএফসি থেকে শুভেচ্ছা বার্তা ভেসে এল ভারতের জন্য

ভারত সহ যেই ছয়টি দেশ এই যোগ্যতা অর্জনকারী পর্ব সুষ্ঠ ভাবে আয়োজিত করতে মারাত্মক দায়বদ্ধতার পরিচয় দিয়েছে সেই ছয়টি দেশের ফুটবল অ্যাসোসিয়েশনকে শুভেচ্ছা জানিয়ে এএফসি সভাপতি বলেছেন, "আমি আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই ছয়টি মেম্বার অ্যাসোসিয়েশনকে। তাদের জন্যই সফল ভাবে এই বাছাই পর্ব আয়োজন করা সম্ভব হয়েছে।"

এই ১১টি যোগ্যতা অর্জনকারী দল এশিয়া ফুটবলের সর্বোচ্চ খেলাব জয়ের জন্য লড়াই করবে অস্ট্রেলিয়া, চিন, কাতার, ইরান, ইরাক, জাপান, দক্ষিণ কোরিয়া, লেবানন, ওমান, সৌদি আরব, সিরিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহী এবং ভিয়েতনামের বিরুদ্ধে।

English summary
AFC President congratulates 11 teams that qualifies for the main event of AFC Asian Cup 2023 after successfully completing of AFC Qualifier 2022.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X