For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

AFC Cup : বসুন্ধরা কিংসের বিরুদ্ধেও জয় অধরা বেঙ্গালুরু এফসির, ড্রয়ে নক আউটের আশা কার্যত শেষ ছেত্রীদের

এএফসি কাপে বসুন্ধরা কিংসের সঙ্গে ড্র করে মাঠ ছাড়ল বেঙ্গালুরু এফসি।

  • |
Google Oneindia Bengali News

শত চেষ্টা করেও এএফসি কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে জয় হাসিল করতে পারল না বেঙ্গালুরু এফসি। শনিবারের ড্র এবং এটিকে মোহনবাগানের দুর্দান্ত জয়ের পর টুর্নামেন্টের নক আউটে পৌঁছনোর রাস্তা সুনীল ছেত্রীদের জন্য বন্ধই হয়ে গেল বলা চলে। ম্যাচের ফলাফল ০-০। একাধিক গোলের সুযোগ তৈরি করেও সেগুলি কাজে লাগাতে না পারার হতাশা ম্যাচ শেষে বেঙ্গালুরু অধিনায়কের চেহারায় ধরা পড়ে।

AFC Cup : বসুন্ধরা কিংসের বিরুদ্ধেও জয় অধরা বেঙ্গালুরু এফসির, ড্রয়ে নক আউটের আশা কার্যত শেষ ছেত্রীদের

গত ম্যাচের থেকে রণনীতিতে সামান্য বদল আনেন বেঙ্গালুরু এফসি-র কোচ মার্কো পেজ্জাউয়োলি। শনিবার মালদ্বীপের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে ৪-৩-৩ ছকে দল সাজিয়ে এদিন সুনীল ছেত্রীদের তিনি মাঠে নামিয়েছিলেন। উদান্তা সিংয়ের পরিবর্তে এদিন বিদ্যাসাগর সিংকে প্রথম থেকে নামানো হয়। তাঁর সঙ্গে সুনীল ছেত্রী ও ক্লেইটন সিলভাকে জুড়ে দিয়ে প্রথম থেকেই আক্রমণে উঠতে থাকে বেঙ্গালুরু এফসি। সুরেশ সিংয়ের ওপর উইং থেকে গতি বাড়িয়ে উঠে আসার দায়িত্ব দেওয়া হয়েছিল। মাঝমাঠে খেলা ধরার দায়িত্ব অর্পিত ছিল ফারুক বাট ও জয়েশ রানের ওপর। অন্যদিকে বসুন্ধরা কিংসও একই ছকে দল সাজিয়ে মাঠে নেমে বেঙ্গালুরু এফসি-কে বেগ দেওয়ার চেষ্টা করে। ফলে দুই দলের আক্রমণ ও প্রতি আক্রমণে ম্যাচের প্রথম থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকে।

ম্যাচের প্রথমার্ধেই গোল করার নিশ্চিত সুযোগ পেয়ে গিয়েছিল বেঙ্গালুরু এফসি। প্র্রতিবারই বোঝাপড়ার অভাবে, নয়তো প্রতিপক্ষের দুর্দান্ত ডিফেন্সে আটকে যান সুনীল ছেত্রীরা। বেশ কয়েকটি সহজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন বেঙ্গালুরু এফসি-র অধিনায়কও। অন্যদিকে বসুন্ধরা কিংসের আক্রমণ রুখে দলের নিশ্চিত পতন রুখে দেন বেঙ্গালুরু এফসি-র গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু। রক্ষণভাগও আঁটোসাঁটো করে রাখে নীল জার্সির দল। ফলে গোলশূন্য অবস্থাতেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে দুই দলের মধ্যে আরও হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। আক্রমণ এবং প্রতি আক্রমণ ও তীব্র প্রতিদ্বন্দ্বিতার আবহে ম্যাচে লড়াই চলতে থাকে। তবে দ্বিতীয়ার্ধে প্রধান্য বেশি কায়েম করে বেঙ্গালুরু এফসির। অপেক্ষাকৃত কম আক্রমণে ওঠে বসুন্ধরা কিংস। শত চেষ্টা করেও ম্যাচে গোল পেতে ব্যর্থ হন সুনীল ছেত্রীরা। দ্বিতীয়ার্ধে তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করেও কাঙ্খিত গোল থেকে বঞ্চিত হয় বেঙ্গালুরু। অন্যদিকে প্রতি আক্রমণে উঠে বেশ কয়েকবার কাছাকাছি পৌঁছেও গোল পেতে ব্যর্থ হয় বসুন্ধরা কিংস।

ম্যাচে ৪৯ শতাংশ বলের দখল নিজেদের কাছে রাখে বেঙ্গালুরু এফসি। গোলমুখে ১৪টি শট নিলেও মাত্র তিনটি লক্ষ্যে রাখতে পারেন সুনীল ছেত্রীরা। এই ফলাফলের পর দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে এএফসি কাপের ডি গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু এফসি। শনিবারের ড্র এবং এটিকে মোহনবাগানের দুর্দান্ত জয়ের পর টুর্নামেন্টের নক আউটে পৌঁছনোর সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেল সুনীল ছেত্রীদের। গোল পার্থক্যে অনেকটা পিছিয়ে থাকায় মাজিয়ার বিরুদ্ধে আগামী ম্যাচ বড় ব্যবধানে না জিতলে এবং বসুন্ধরা কিংস বড় ব্যবধানে না হারলে ইন্টার জোনাল সেমিফাইনালে পৌঁছতে পারবে না বেঙ্গালুরু।

English summary
AFC Cup : Neck to neck fight between Bengaluru FC and Bashundhara Kings ended with draw
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X