For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

AFC Asian Cup qualifier: কম্বোডিয়ার বিরুদ্ধে নামার আগে চূড়ান্ত আত্মবিশ্বসী ইগর স্টিম্যাচ

কম্বোডিয়ার বিরুদ্ধে নামার আগে চূড়ান্ত আত্মবিশ্বসী ইগর স্টিম্যাচ

Google Oneindia Bengali News

বুধবার এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী মূল পর্বের ম্যাচে কম্বোডিয়ার বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ভারত। কোয়ালিফায়ারে কম্বোডিয়া ছাড়াও আফগানিস্তান এবং হংকং-এর বিরুদ্ধে খেলতে হবে টিম ইন্ডিয়াকে। এই গ্রুপে ভারত যদি চ্যাম্পিয়ন হতে পারে সরাসরি কোয়ালিফাই করে যাবে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে। দ্বিতীয় স্থানে শেষ করলেও সুযোগ থাকবে। তবে, সেক্ষেত্রে নির্ভর করতে হবে অন্যান্য গ্রুপের দ্বিতীয় স্থানে শেষ করা দলগুলির উপর। সেরা পাঁচটি দ্বিতীয় স্থানে শেষ করা দল চূড়ান্ত পর্বে জায়গা করে নেবে।

AFC Asian Cup qualifier: কম্বোডিয়ার বিরুদ্ধে নামার আগে চূড়ান্ত আত্মবিশ্বসী ইগর স্টিম্যাচ

ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ বলেছেন, "আমরা আশা করি বড় সংখ্যায় সমর্থকেরা ভারতীয় দলের সমর্থনে স্টেডিয়াম ভরাবে। আমাদের লক্ষ্য থাকবে প্রথম থেকে আক্রমণ করার এবং প্রতিপক্ষকে চেপে ধরার। আমাদের ম্যাচের নিয়ন্ত্রণ হাতে তুলে নিতে হবে এবং আমাকে বলতেই হবে যে আমরা তৈরি তার জন্য। আমাদের কিছু লুকানোর নেই। একজন কোচ হিসেবে আমার কাছে এটা গুরুত্বপূর্ণ নয় যে কে গোল করছে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা গোল করছি। সাম্প্রতিক সময়ে আমাদের প্রতিপক্ষ বাহরিন, বেলারুশ এবং জর্ডান টেকনিক্যালি আমাদের থেকে এগিয়ে এটা স্বীকার করে নিতে হবে। আমরাও সুযোগ পেয়েছিলাম কিন্তু সেটাকে কাজে লাগাতে পারিনি। আমাদের অনেক তরুণ ফুটবলার রয়েছে যাঁরা জাতীয় দলের জার্সির চাপ অনুভূত করেছে।"

এ দিন ব্লু টাইগার্সদের অন্তিম লগ্নে এসে গোল হজম করার বিষয়েও মুখ খুলেছেন ইগর স্টিম্যাচ। তিনি বলেছেন, "আমি এই বিষয়ে চিন্তিত নই কারণ আমরা ৯০ মিনিট লড়াই করার জন্য প্রস্তুত রয়েছি। নিজেদের শক্তির উপর আমরা কাজ করেছি এবং তা আমাদের কাজে আসছে।" অপর দিকে, এই বিষয়ে এ দিন সাংবাদিক সম্মেলনে স্টিম্যাচের সঙ্গে আসা সন্দেশ ঝিংঘানও মুখ খুলেছেন। তিনি বলেছএন, "প্রতিটা দলই ক্লিনশিট রাখতে চায়। প্রতিটা দলই একটা মানসিকতা নিয়ে মাঠে নামতে চায়। রক্ষণের ফুটবলাররাই রক্ষণ করবে এই রকম কোনও ধারণা আধুনিক ফুটবলে নেই। গোটা দলকেই ঘুরিয়ে ফিরেয় সবটা করতে হয়। স্ট্রাইকার হলেন প্রথম ডিফেন্ডার যেখানে গোলরক্ষক প্রথম আক্রমণভাগের খেলোয়াড়।"

AFC Asian Cup qualifier: কম্বোডিয়ার বিরুদ্ধে নামার আগে চূড়ান্ত আত্মবিশ্বসী ইগর স্টিম্যাচ

ইগর স্টিম্যাচ জানিয়েছেন, রাহুল ভেকে ছাড়া কম্বোডিয়ার বিরুদ্ধে ম্যাচের জন্য দলের বাকিজের পাওয়া যাবে। ছোট চোট পাওয়ায় ১১ দিন ধরে অনুশীলন করতে পারেননি ভেকে। তিনি হয়তো প্রথম ম্যাচে কম্বোডিয়ার বিরুদ্ধে খেলতে পারবেন না।

ভারতের প্রতিপক্ষ কম্বোডিয়ার কোচ হিরোসি রিউ জানিয়েছেন, তাঁর ছেলেরা তৈরি দেশের বাইরে ভাল পারফর্ম করার জন্য। তিনি বলেছেন, "আমরা কোথায় খেলছি তা আমাদের কাছে বড় বিষয় নয়। আমরা নিজেদের সেরাটা দেব।"

English summary
AFC Asian Cup qualifier: Preview of the match between India and Cambodia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X