For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের শীর্ষ লিগের তকমা পাওয়া আইএসএলে ওড়িশাকে ১ গোলে হারাল নর্থইস্ট

দীর্ঘদিনের বিতর্ক, টানাপোড়েন, আলাপ-আলোচনা শেষে আই লিগ নয়, আইএলএল-কেই দেশের সেরা লিগের তকমা দিল এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি।

  • |
Google Oneindia Bengali News

দীর্ঘদিনের বিতর্ক, টানাপোড়েন, আলাপ-আলোচনা শেষে আই লিগ নয়, আইএলএল-কেই দেশের সেরা লিগের তকমা দিল এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি। ভিয়েতনামের ডা নাং-এ আইএসএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দিনই টুর্নামেন্টের চলতি মরশুমের গুরুত্বপূর্ণ ম্যাচে ওড়িশা এফসি-কে ২-১ গোলে হারিয়েছে নর্থইস্ট ইউনাইটেড।

আইআইটি দিল্লিতে জন কেরি

আইআইটি দিল্লিতে জন কেরি

ভারত সফরে এসেছেন মার্কিন বিদেশ সচিব জন কেরি। এদিন তিনি দিল্লি আইআইটি-র ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করবেন ও কথা বলবেন।

এআইএফএফ-র সিদ্ধান্ত

এআইএফএফ-র সিদ্ধান্ত

আই লিগের পরিবর্তে ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল-কে ভারতের শীর্ষ ফুটবল টুর্নামেন্ট ঘোষণা করেছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা এআইএফএফ। দেশের দুই লিগকে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিল ভারতীয় ফুটবল সংস্থা।

বার্লিনে বালোচদের বিক্ষোভ

বার্লিনে বালোচদের বিক্ষোভ

বালুচিস্তানে পাকিস্তান সরকারের বর্বরতার বিরুদ্ধে বালোচ সমর্থকেরা জার্মানির বার্লিনে বিক্ষোভ প্রদর্শন করছেন বলে জানা গিয়েছে।

বিরুদ্ধে বিদ্রোহ

বিরুদ্ধে বিদ্রোহ

এআইএফএফ-র সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয় ইস্টবেঙ্গল, মোহনবাগান সহ ছয়টি আই লিগ খেলা ক্লাব। ভারতীয় ফুটবল সংস্থার সিদ্ধান্ত অনৈতিক বলে দাবি তুলে তারা এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি-র দ্বারস্থ হয়। এশিয়ার সর্বোচ্চ ফুটবল নিয়ামক সংস্থাকে এআইএফএফ-র বিরুদ্ধে চিঠিও লেখে দেশের ওই ছয় ক্লাব।

কানপুরের হাসপাতালের সুপার সাসপেন্ড

কানপুরের হাসপাতালের সুপার সাসপেন্ড

সন্তান চিকিৎসা না পেয়ে বাবার কাঁধেই মারা গিয়েছে। এই খবর জানার পরই সারা দেশে মঙ্গলবার হইহই পড়ে গিয়েছিল। সেই ঘটনায় কানপুরের হাসপাতালের চিফ মেডিক্যাল সুপারিনটেনড্যান্টকে সাসপেন্ড করা হল।

 এএফসি-র প্রাথমিক প্রতিক্রিয়া

এএফসি-র প্রাথমিক প্রতিক্রিয়া

প্রাথমিক ভাবে এআইএফএফ-র সিদ্ধান্ত স্থগিত করার নির্দেশ দেয় এএফসি। কেন আইএসএল-কে দেশের সেরা লিগ ঘোষণা করার হল, এআইএফএফ-র কাছে এর জবাব চায় এএফসি। পাল্টা চিঠি দিয়ে এর উত্তর দেয় ভারতীয় ফুটবল সংস্থাও।

পাপুয়া নিউ গিনিতে ফের ভূমিকম্প

পাপুয়া নিউ গিনিতে ফের ভূমিকম্প

পাপুয়া নিউ গিনিতে ফের ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৮। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

শনিবারের বৈঠক

শনিবারের বৈঠক

ভিয়েতনামের ডা নাং-এ এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি-র কার্যকরী কমিটির বৈঠকে আইএসএল নিয়ে আলোচনা হয়। সেখানে ইন্ডিয়ান সুপার লিগকেই প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা এআইএফএফ। ভারতীয় ফুটবল সংস্থার দেওয়া লিগের রোড ম্যাপও স্বীকৃতি দিয়েছে এএফসি।

সিঙ্গুর মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রায়

সিঙ্গুর মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রায়

আজ সিঙ্গুর মামলা নিয়ে নিজের রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। নিয়ম মেনে সিঙ্গুরে টাটাদের জমি দেওয়া হয়েছিল কিনা এই বিষয়ে আজ রায় দেবে বিচারপতি গোপাল গৌড়া ও বিচারপতি অরুণ মিশ্রর বেঞ্চ।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ

এর অর্থ, আইএসএল জয়ী দল এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে সরাসরি প্রবেশ করতে পারবে। অন্যদিকে আই লিগ জয়ী দল শুধু এএফসি কাপে খেলার যোগ্যতা অর্জন করতে সক্ষম হবে।

টেট মামলার রায়দান পিছল

টেট মামলার রায়দান পিছল

হাইকোর্টে আজ প্রাথমিকে টেট মামলার রায়দান ছিল। বিচারপতি সি এস কারনানের এজলাসে বেলা ১১টা নাগাদ রায় ঘোষণার সম্ভাবনা ছিল। কিন্তু বিশেষ কারণে আজ রায়দান হচ্ছে না। নতুন করে ওঠা কিছু প্রশ্নের ভিত্তিতে পিছোল টেট মামলার রায়দান।

নর্থইস্টের জয়

নর্থইস্টের জয়

আইএসএল-র চলতি মরশুমের গুরুত্বপূর্ণ ম্যাচে ওড়িশা এফসি-কে ২-১ গোলে হারিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড। জয়ী দলের হয়ে গোল করেছেন নর্থইস্টের মার্কি তথা ঘানার বিশ্বকাপার আসামোয়া গিয়ান ও রিদিম টিয়াং। ওড়িশার হয়ে গোল করেন হার্নান্ডেজ।

কলকাতায় ধর্ষণ

কলকাতায় ধর্ষণ

কলকাতায় ফুটপাথবাসী ১২ বছরের কিশোরীকে অপহরণ করে, গণধর্ষণের পর খুনের অভিযোগ। গ্রেফতার দুই ওলা চালক। ধৃতদের নিয়ে গিয়ে তপসিয়া খাল থেকে কিশোরীর দেহ উদ্ধার করল পুলিশ।

রবিবারের ম্যাচ

রবিবারের ম্যাচ

রবিবার আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে চেন্নাইইন এফসি ও মুম্বই সিটি এফসি। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ফুটবল প্রেমীরা।

সিঙ্গুর রায় নিয়ে উচ্ছ্বসিত মমতা

সিঙ্গুর রায় নিয়ে উচ্ছ্বসিত মমতা

বাম আমলে সিঙ্গুর জমি অধিগ্রহণ অবৈধ। ১২ সপ্তাহের মধ্যে কৃষকদের জমি ফেরত দেওয়ার নির্দেশ, আজ ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। জনস্বার্থে নেওয়া হয়নি জমি, জানিয়েছে আদালত। এই রায়কে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

English summary
AFC approves ISL as top league, North-East beat Odisha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X