For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোনাল্ডোকে ছাঁটাই করার পথে ম্যান ইউ, দেওয়া হবে না চুক্তির বাকি টাকাও

রোনাল্ডোকে ছাঁটাই করার পথে ম্যান ইউ, দেওয়া হবে না চুক্তির বাকি টাকাও

Google Oneindia Bengali News

চুক্তি লঙ্ঘনের অভিযোগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাঁটাই করতে চলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এমনটাই খবর ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেলের সূত্রে। এই রিপোর্টে এ-ও উল্লেখ করা হয়েছে যে চুক্তি বাকি ১৬ মিলিয়ন পাউন্ড রোনাল্ডোকে দেবে না ক্লাব কর্তৃপক্ষ। সম্প্রতি ব্রিটিশ সাংবাদিক পিয়ের্স মরগ্যানকে দেওয়া রোনাল্ডোর একটি সাক্ষাৎকার ম্যানচেস্টার ইউনাইটেডের কঙ্কালসার চেহারাটা সামনে এনে দিয়েছে।

 লিওনেল মেসির সম্পর্কে কী ভাবেন তিনি, বিশ্বকাপের আগে অন্তরের অনুভূতি প্রকাশ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ব্রিটিশ সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে রোনাল্ডো জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড এবং বর্তমান কোচ এরিক টেন হেগের ব্যবহারে তাঁর নিজেকে 'প্রতারিত' মনে হয়েছে। পাশাপাশি তিনি এ-ও জানিয়েছে, ক্লাবের মধ্যে দুই-এক জন এমন রয়েছেন যাঁরা চান না রোনাল্ডো ক্লাবের হয়ে খেলুন। ক্লাবের মালিকপক্ষ গ্লেজার্স পরিবারকেও একহাত নিয়েছেন রোনাল্ডো। গ্লেজার্স পরিবার ক্লাব সম্পর্কে উদাসনী বলেছেন রোনাল্ডো। ৩৭ বছর বয়সী রোনাল্ডোর এই সাক্ষাৎকার তখন প্রথম নজরে আসে যখন তিনি জানান, যেই সম্মানের তিনি যোগ্য সেই সম্মান ম্যানচেস্টার ইউনাইটেড তাঁকে দেয়নি।

রোনাল্ডোর দেওয়া সাক্ষাৎকারের ভিত্তিতে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছিল, উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে ক্লাব। ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, "ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সম্প্রতি সাক্ষাৎকারকে কেন্দ্র করে ক্লাব পদক্ষেপ নেওয়া শুরু করেছে। পুরো বিষয়টা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা কোনও মন্তব্য আর করব না।" এর আগে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছিল পুরো বিষয়টা সামনে আসার পর তারা প্রতিক্রিয়া দেবে।

ম্যান ইউ-এর বর্তমান কোচ এরিক টেন হাগের সম্পর্কে রোনাল্ডো বলেছিলেন, "ওর প্রতি আমার কোনও সম্মান নেই কারণ ও আমায় সম্মান দেয়নি। আপনার যদি আমার প্রতি সম্মান না থাকে আমারও কখনওই কোনও সম্মান থাকবে না আপনার জন্য। আমার মনে হয় সমর্থকদের সত্যিটা জানা উচিৎ। আমি ক্লাবের জন্য সেরাটা চাই। কিন্তু ক্লাবের মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যেটা (আমাদের) সর্বোচ্চ স্তরে পৌঁছতে দিচ্ছে না সিটি, লিভারপুর আর এখন আর্সেনালের মতো। আমার মনে হয় এই ক্লাবের শীর্ষে থাকা উচিৎ কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হচ্ছে নয়।"

ভিডিও: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে বিশ্বকাপ খেলতে চলা পোল্যান্ড দলকে এসকর্ট করে সীমানা পার করাল এফ ১৬ বিমানভিডিও: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে বিশ্বকাপ খেলতে চলা পোল্যান্ড দলকে এসকর্ট করে সীমানা পার করাল এফ ১৬ বিমান

English summary
According to reports Manchester United can sack Cristiano Ronaldo for Breach of Contract.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X