For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Seria A: দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের ইতালির সেরা এসি মিলান

Seria A: দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের ইতালির সেরা এসি মিলান

Google Oneindia Bengali News

দীর্ঘ এক দশকের প্রতীক্ষার অবসান, ১১ বছর পর ফের ইতালির সেরা এসি মিলান। ইউরোপীয় ফুটবলের ঐতিহ্যশালী এই ক্লাব সাসুয়লো'কে ৩-০ গোলে হারানোর সঙ্গেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সিরি এ জিতে নিল জালাটান ইব্রাহিমোভিচরা।

Seria A: দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের ইতালির সেরা এসি মিলান

রবিবার ছিল সিরি 'এ'-এর খেতাব নির্ণায়ক দিন। একই সঙ্গে খেলতে নেমেছিল এসি মিলান এবং তাদের অন্যতম প্রধান প্রতিপক্ষ ইন্টার মিলান। এই ম্যাচে ড্র করলেই লিগ চ্যাম্পিয়ন হয়ে যেত এসি মিলান, অপর দিকে ইন্টারকে খেতাব জিততে হলে হারতে হত এসি'কে এবং তাদের জিততে হত। তবে শেষ পর্যন্ত লাল জার্সিধারীদের জয়ের ফলে ইন্টার জিতলেও লিগ টেবলে কোনও পরিবর্তন হয়নি।

এ দিন ম্যাচে ১৭ মিনিটে অলিভার জিরুর গোলে এগিয়ে যায় এসি মিলান। দুর্ধর্ষ গোলটি করেন ফ্রান্সের তারকা স্ট্রাইকার। এই গোলের ১৫ মিনিটের মধ্যে আবারও গোল পায় জিরু। রাফায়েল লিও-র পাস থেকে দক্ষতার সঙ্গে তিন কাঠিতে বল রাখতে ভুল করেননি ৩৫ বছর বয়সী ফুটবলার। এই গোলের চার মিনিটের মাথায় ফের গোল পায় এসি মিলান। তবে, এক্ষেত্রে জিরু নন, গোলটি আসে ফ্র্যাঙ্ক কেসিয়ার পা থেকে। এই গোলের নেপথ্যেও রয়েছেন রাফেয়েল লিও। তাঁর পাস থেকেই গোলটি পায় মিডফিল্ডার কেসিয়া।

Seria A: দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের ইতালির সেরা এসি মিলান

প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকা এসি মিলান দ্বিতীয়র্ধে আরও গোল তুলে আনার লক্ষ্যে ঝাঁপালেও লাভ হয়নি। দ্বিতীয়য়ার্ধে সাসুয়লো যেমন ব্যবধান কমাতে পারেনি, তেমনই ব্যবধান বাড়াতে পারেনি এসি মিলান। যেখানে শুধু এক পয়েন্ট পেলেই চলত, সেই পরিস্থিতিতে স্টিফানো পিওলি'র দল বড় ব্যবধানে জয় তুলে নিয়ে খেতাব জয়ের সেলিব্রেশনে মাতলো প্রতিপক্ষের মাঠেই। এই নিয়ে ১৯ বার সিরি 'এ' খেতাব জিতল এসি মিলান।

এ দিন ইন্টার মিলান ৩-০ ব্যবধানে ঘরের মাঠে হারায় সাম্পদোরিয়াকে। ইন্টার দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের ডিফেন্সের দূর্গে চিড় ধরাতে পারেনি। প্রথমার্ধ ছিল গোল শূন্য। কিন্তু দ্বিতীয়ার্ধে ৮ মিনিটের ঝড়ে সমস্ত ম্যাচের রঙ বদলে দেয় নীল জার্সিধারীরা। ১২ মিনিটে তিনটি গোল করে ইন্টার মিলান। ৪৯ মিনিটে ইভান পেরিসিচের গোলে এগিয়ে যায় ইন্টার মিলান। ৫৫ মিনিটে নীল জার্সিধারীদের হয়ে দ্বিতীয় গোলটি করেন জোয়াকিন কোরিয়া। দুই মিনিটের মধ্যে দ্বিতীয় গোল করে এবং ইন্টারের তৃতীয় গোলটি করে ম্যাচের ভাগ্য লিখেদেন কোরিয়া। ৩৮ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে এসি মিলান লিগ সিরি এ চ্যাম্পিয়ন হল। ৮৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করল ইন্টার। তৃতীয় এবং চতুর্থ স্থানে শেষ করা নেপোলি এবং জুভেন্তাসের পয়েন্ট যথাক্রমে ৭৯ এবং ৭০।

English summary
AC Milan clinched their first Serie A title in 11 years after earning a 3-0 final-day victory against Sassuolo with a double from Olivier Giroud and one from Franck Kessie.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X