For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফার্স্ট ডিভিশনে আত্মপ্রকাশেই DHFC-কে চ্যাম্পিয়ন দেখতে চান, আইএসএল খেলার লক্ষ্যও স্থির অভিষেকের

Google Oneindia Bengali News

কথা দিয়েছিলেন, কথা রাখলেন। ১ বৈশাখে বারপুজোর মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। ক্লাবের জার্সি ও লোগো প্রকাশ অনুষ্ঠানেও চাঁদের হাট। বারপুজোয় উপস্থিত ছিলেন সাংসদ স্বয়ং। এরপর তিনি আগামী দিনের লক্ষ্যও স্থির করে দিলেন। ক্লাবে স্বাগত জানালেন দল-মত নির্বিশেষে সকলকেই।

অভিষেকের ক্লাবের আত্মপ্রকাশ

অভিষেকের ক্লাবের আত্মপ্রকাশ

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আজ যেমন নববর্ষ, তেমনই গুড ফ্রাইডে, রমজান মাসে রোজাও চলছে। এই পবিত্র দিনে সমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে আমাদের স্বপ্নের ক্লাব যাত্রা শুরু করল। ২০১৯ সালে ঘোষণা করেছিলাম, আমরা একটি ফুটবল ক্লাব শিগগিরই শুরু করব। ২০১৭ থেকে এমপি কাপ শুরু করেছি। তা দেখে শুধু বাংলাতেই নয়, বাংলার বাইরেও এমএলএ কাপ, এমপি কাপ হচ্ছে। ফলে ডায়মন্ড হারবার আজ যা ভাবে, ভারতের বাকি অংশ কাল তা ভাবে। কোভিডের কারণে ২০২০ সালে আর ক্লাব চালু করা যায়নি। ২০২১ সালের এমপি কাপ শেষের দিন আমি বলেছিলাম, যত শীঘ্র সম্ভব ফার্স্ট ডিভিশন ক্লাব তৈরি করব। পরিকাঠামোগত যে মানদণ্ড আইএফএ চেয়েছিল তা আমরা জমা দিয়েছি। যুব, প্রবীণ, নবীন সকলের স্বতঃস্ফূর্ততা, ভালোবাসায় এমপি কাপ নতুন উচ্চতায় পৌঁছেছে। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবও আত্মপ্রকাশের বছরেই ফার্স্ট ডিভিশন খেলবে।

সকলেই স্বাগত

সকলেই স্বাগত

ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বলেন, আমাদের ক্লাবে বিজেপি, তৃণমূল কংগ্রেস, সিপিআইএম, কংগ্রেস সকলেই স্বাগত। রাজনীতি করলেও স্বাগত, রাজনীতি না করলেও স্বাগত। শান্তি, শৃঙ্খলা, সংহতি যাঁরা বজায় রাখতে চান জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সকলেই এই ক্লাবে স্বাগত। রাজনীতি যার যার ফুটবল সবার। তিনি আরও বলেন, এমপি কাপ করতে গিয়ে উপলব্ধি করেছি যে ধরনের প্রতিভা এই গ্রাম বাংলায় রয়েছে তাঁদের জন্য সঠিক প্ল্যাটফর্ম করতে হবে। তাহলেই তাঁদের প্রতিভার প্রতি সুবিচার করতে পারব। তাঁদের উন্নততর করে তুলতে আমাদের দায়বদ্ধতা, দায়িত্ব রয়েছে। ১ মাসের মধ্যে কলকাতা ফুটবল লিগ চালু হচ্ছে। চ্যাম্পিয়ন হতে হবে। আমরা খুব দ্রুত মানুষের হৃদয়ে স্থান করে নিতে পারব। ভারতের ফুটবল যাতে উন্নত মানের হয়, ডিএইচএফসি নতুন উচ্চতায় পৌঁছাতে পারে, সে কাজে সকলের সহযোগিতাও প্রার্থনা করেন অভিষেক।

লক্ষ্য আইএসএল

লক্ষ্য আইএসএল

অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য স্থির করে দিয়েছেন। তিনি বলেন, শুধু সিএফএল নয়, আই লিগ, আইএসএলেও যাতে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব খেলতে পারে তার সবররম ব্যবস্থা করতে হবে। মোহনবাগানের সহ সভাপতি কুণাল ঘোষকে উদ্দেশ করে অভিষেক বলেন, মোহনবাগানের সঙ্গেও খেলা হবে! ৪-৫ বছরের মধ্যে নতুন উচ্চতায় পৌঁছাবে এই ক্লাব। প্রতিভাদের মেলে ধরার প্ল্যাটফর্ম হয়ে। এখানকার ফুটবলারদের বাইরে খেলার জন্য নিয়ে যাওয়া হয়। আমাদের ক্লাব তৈরির মূল উদ্দেশ্য, সঠিকভাবে প্রতিভার প্রতি সুবিচার করতে পারি।

চ্যাম্পিয়নের টার্গেট

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ ডেরেক ও'ব্রায়েন, প্রসূন বন্দ্যোপাধ্যায়, ক্লাবের সভাপতি গৌরাঙ্গ বন্দ্যোপাধ্যায়, সচিব মানস ভট্টাচার্য, কোচ কৃষ্ণেন্দু রায়, প্রাক্তন ফুটবলার রহিম নবি এবং কয়েকজন বিধায়ক-সহ জনপ্রতিনিধিরা। অভিষেক কৃষ্ণেন্দু রায়কে বলেন, চ্যাম্পিয়ন হওয়ার মতো ভালো দল তৈরি করুন। কৃষ্ণেন্দু রায় বলেন, সাংসদ যেভাবে কথা দিয়ে কথা রেখেছেন তা প্রশংসনীয়। আমি আমার সেরাটাই দেব, কোনও খামতি রাখব না। তিনি যেভাবে সবরকম ব্যবস্থা করেছেন তাতে তাঁর স্বপ্নপূরণে আমরা সকলে মিলে নিজেদের উজাড় করে দিতে প্রস্তুত।

(ছবি- ডিএইচএফসি ফেসবুক)

English summary
Abhishek Banerjee Has Launched Diamond Harbour Football Club. MP Of Diamond Harbour Wants To Participate In ISL In Near Future.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X