চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজির হারে শহর জুড়ে বিক্ষোভ, গাড়ি পুড়িয়ে গ্রেফতার সমর্থকরা
প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে নেমে আসা জাগিয়েছিল পিএসজি। শেষ পর্যন্ত অবশ্য ১ গোলের ব্যবধানে নেইমারদের ম্যাচ হারতে হয়েছে। বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ফাইনাল হেরে চোখে জল ধরে রাখতে পারেননি নেইমার-এমবাপ্পেরা। পিএসজি ফুটবলাররা মাঠেই কেঁদে ফেলেন। দলের হার মেনে নিতে পারলেন না সমর্থকরাও।

প্যারিস শহর জুড়ে বিক্ষোভ
দলের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হারে প্যারিস শহরজুড়ে ফ্যানদের বিক্ষোভের ছবি ধরা পড়েছে। শহরের বিভিন্ন জায়গায় ক্ষুব্ধ ফ্যানেরা আগুন জ্বালিয়ে দেয়।

গাড়ি পুড়িয়ে দিলেন সমর্থকরা
ফরাসি দলের অনুগামীরা রাস্তাঘাটেও ব্যাপক তাণ্ডব চালিয়েছে। একাধিক গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে।পুলিশ তাঁদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ লাগে।

৮০ জনের বেশি গ্রেফতার
বিক্ষোভকারীরা পুলিশের ভ্যানের দিকে ক্রমাগত পাথর ছুড়তেও থাকেন। বিক্ষোভের এই ঘটনার পুলিশ ৮০ জনের বেশি সমর্থকদের গ্রেফতার করেছে।

পিএসজির স্বপ্নভঙ্গ
প্রসঙ্গত ক্লাবের ৫০ বছরের ইতিহাসে এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলতে নেমেছিল পিএসজি। পিএসজির দুই সেরা তারকা নেইমার-এমবাপ্পেরা সেরাটা দিলেও স্বপ্নপূরণ করতে পারলেন না। ফাইনালে খেলার অভিজ্ঞতার অভাবেই ইতিহাস লেখা হল না নেইমারদের।

বায়ার্নের গোল
ম্যাচের ৫৯ মিনিটে জশুয়া কিমিচের ক্রসে হেডে বায়ার্ন মিউনিখের হয়ে কাঙ্খিত গোলটি করেন কোম্যান। আর সমতা ফেরাতে পারেনি পিএসজি। ফরাসী ক্লাবের রক্ষণে কয়েক সেকেন্ডের ভুলে ম্যাচের একমাত্র গোলটি করে যান কোম্যান।ফাইনালে পিএসজির একের পর এক আক্রমণ করলেও বায়ার্নের তেকাঠিতে আক্রমণ সামলে দেন নয়্যার।