For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চ্যাম্পিয়ন্স লিগের সেরা আট, ফের দাপট স্প্যানিশ ক্লাবদের

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ৮ টি দল লড়াই করবে। ফের একবার স্প্যানিশ ক্লাবদেরই দাপট। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটে কোন কোন দল পৌঁছবে তা ইতিমধ্যেই স্থির হয়ে গেল। বুধবার গভীর রাতে বার্সেলোনা ও বায়ার্নের সাফল্যের পরেই আটটি দল নিজেদের জায়গা কোয়ার্টার ফাইনালে পাকা করে নিল।

চ্যাম্পিয়ন্স লিগের সেরা আট, ফের দাপট স্প্যানিশ ক্লাবদের

টটেনহ্যাম হস্পারকে হারিয়ে ৪-৩ গোলের গড়ে শেষ আটে পৌঁছেছে ইতালির দল জুভেন্তাস। তারা ছাড়া শেষ আটে পৌঁছেছে ইতালির আরও একটি দল এএস রোমা। তারা শাখাতার দোনেস্কের সঙ্গে ২-২ করলেও অ্যাওয়ে গোলের সুবাদে তারা শেষ আটের ছাড়পত্র পেয়েছে।

এদিকে ইংলিশ ক্লাবদের মধ্যে থেকে শেষ আটে এসেছে দুটি ক্লাব একটি ম্যানচেস্টার সিটি। তারা বাসেলের বিরুদ্ধে ৫-২ গোলের গড়ে জিতে নিয়ে পেয়েছে টিকিট। তাদের সঙ্গী ইংলিশ ক্লাবের মধ্যে থেকে হতে পেরেছে একমাত্র লিভারপুল। অথচ লড়াইতে ছিল টটেনহ্যাম হস্পার, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো হেভিওয়েট ক্লাবগুলি। তারা শেষ ষোলর গন্ডি পেরোতে পারেনি।

চ্যাম্পিয়ন্স লিগের সেরা আট, ফের দাপট স্প্যানিশ ক্লাবদের

জার্মান ক্লাবদের একমাত্র প্রতিনিধি বায়ার্ন মিউনিখ। তারা দুরন্ত পারফরম্যান্স দিয়ে পেয়েছে কোয়ার্টার ফাইনালের টিকিট। তাদের গোলের গড় সবচেয়ে ঈর্ষণীয়। বেসিকতাসের বিরুদ্ধে ৮-১ গোলে জিতেছে তারা।

এদিকে স্পেনের তিনটি ক্লাবের তিনটিই প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে। অর্থাৎ এটাই দেখার বিষয় বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, সেভিয়া তিনজনেই সুযোগ পেয়েই কাজে লাগিয়েছে। রিয়াল জিতেছে পিএসজি-র গাঁঠ টপকে। বার্সা হারিয়েছে হেভিওয়েট চেলসিকে। অন্যদিকে সেভিয়া হারিয়েছে ইংলিশ জায়ান্ট ম্যান ইউকে। অর্থাৎ ধারেভারে সমান তালের দলের সঙ্গে লড়াই করেই এরা পৌঁছেছে শেষ আটে।

ফের একবার বিশ্বকে দেখিয়েছে তারা এখন ইউরোপীয় ফুটবলে সবচেয়ে ধারাবাহিক।

English summary
8 clubs will be fighting in quarter final of Champions League. Again it is Spanish club's supremecy.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X