For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৯ জুলাই রাজ্যজুড়ে লকডাউন! করোনা কাঁটা সরিয়ে অনলাইন মোহনবাগান দিবসে কী কী অনুষ্ঠান থাকছে?

২৯ জুলাই রাজ্যজুড়ে লকডাউন! করোনা কাঁটা সরিয়ে অনলাইন মোহনবাগান দিবসে কী কী অনুষ্ঠান থাকছে?

  • |
Google Oneindia Bengali News

রাত পোহালেই ২৯ জুলাই, ঐতিহাসিক মোহনবাগান দিবস। মেরিনার্স ভক্তদের কাছে গর্বের দিন। কিন্তু করোনা মহামারী এবছর সেই উৎসব কেড়ে নিচ্ছে। অন্যবারের মতো এবছর ময়দানে এসে প্রিয় ক্লাবের জন্য স্লোগান তোলা সম্ভব নয়। কর্তারা এবছর একটু অন্যরকমভাবে মোহনবাগান দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছেন, যেখানে অনলাইনে অংশ নিতে পারবেন আপনিও।

অমর একাদশের স্মরণে ভারচুয়াল অনুষ্ঠান

অমর একাদশের স্মরণে ভারচুয়াল অনুষ্ঠান

ক্লাবের পক্ষ থেকে বুধবারের মোহনবাগান দিবস উপলক্ষ্যে কী কী অনুষ্ঠান থাকছে জানানো হয়েছে। অনলাইনে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে অমর একাদশকে স্মরণ করা হবে। সোশ্যাল মিডিয়ায় মোহনবাগানের অফিশিয়াল পেজ রয়েছে। সেই পেজেই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে ফ্যানেরা মোহনবাগান দিবসের অনুষ্ঠান দেখতে পারবেন।

মোহনবাগান দিবস উপলক্ষে অনুষ্ঠানে কী কী থাকবে?

মোহনবাগান দিবস উপলক্ষে অনুষ্ঠানে কী কী থাকবে?

পুরো অনুষ্ঠানটাই যখন অনলাইনে, তাই দিনের শুরু থেকে টক শোয়ের উপর জোর দেওয়া হচ্ছে। একশো বছরের মোহনবাগান ইতিহাস, ফুটবলারদের বিভিন্ন কাহিনি, দল বদলের কাহিনি, ট্রফি জয়ের বিভিন্ন মুহূর্ত নিয়ে ক্লাবের প্রাক্তন কিংবদন্তিরা টক শোয়ে কথা বলবেন।

সেলিব্রিটি ফ্যান, ক্লাব কর্তারাও টক শোয়ে থাকছেন

সেলিব্রিটি ফ্যান, ক্লাব কর্তারাও টক শোয়ে থাকছেন

এখানেই শেষ নয়, সেলিব্রিটি ফ্যান, ক্লাব কর্তারাও টক শোয়ে অংশ নেবেন। পাশাপাশি মোহনবাগান দিবস উপলক্ষ্যে যাঁদের সম্মানিত করা হবে, তারাও ক্লাবকে ঘিরে তাঁদের অভিজ্ঞতা, ভালোবাসা সবকিছু অনলাইন চ্যাট শোয়ে শেয়ার করবেন।

২৯ জুলাই রাজ্যজুড়ে লকডাউন

২৯ জুলাই রাজ্যজুড়ে লকডাউন

প্রসঙ্গত ২৯ জুলাই বুধবার রাজ্যজুড়ে করোনা লকডাউন রয়েছে। করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া রুখতে রাজ্যে এখন সাপ্তাহিক দুদিন লকডাউন করা হচ্ছে। গত সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার লকডাউন ছিল। চলতি সপ্তাহে এবার বুধবার সপ্তাহের প্রথম লকডাউন রয়েছে।

মোহনবাগান রত্ন কারা পাচ্ছেন

মোহনবাগান রত্ন কারা পাচ্ছেন

প্রসঙ্গত, এবার হকির কিংবদন্তি গুরবক্স সিং এবং প্রাক্তন ক্রিকেটার পলাশ নন্দীকে মোহনবাগান রত্নে সম্মানিত করা হবে। সেরা সিনিয়র ফুটবলারের পুরস্কার পাবেন জোসেবা বেইতিয়া।

অঞ্জন মিত্র স্মৃতি পুরস্কার

অঞ্জন মিত্র স্মৃতি পুরস্কার

এই প্রথম অঞ্জন মিত্র স্মৃতি পুরস্কার শুরু করছে ক্লাব। প্রথম বছর আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়ের হাতে এই সম্মান তুলে দেওয়া হবে।

English summary
29 July Corona LockDown In West Bengal, How Mohun bagan Day will organise
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X