চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বায়ার্ন বনাম পিএসজি লড়াই: ম্যাচ কখন কোথায় দেখবেন?
বছরে এমন রাত একবারই আসে। স্বপ্নের ম্যাচের অপেক্ষায় ফুটবল ফ্যানেরা। আজ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল মহারণ। যেখানে জার্মান বনাম ইতালিয় ক্লাবের ডুয়েলে ইতিহাস লেখার সামনে নেইমাররা। একদিকে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজি, অন্যদিকে টুর্নামেন্টে অপ্রতিরোধ্য বায়ার্ন মিউনিখ। ফাইনালে পিএসজিকে হারাতে পারলে ষষ্ঠবারের জন্য বায়ার্নের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে। অন্যদিকে প্রথমবার ফাইনাল খেলে শক্তিশালী বায়ার্নকে হারাতে পারলে ক্লাবের পঞ্চম বছর প্রতিষ্ঠা বর্ষে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস লিখবে এমবাপ্পেরা। ম্যাচ নিয়ে সব তথ্য একনজরে।

ম্যাচ কখন শুরু
ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখুন। ভারতীয় সময়ে আজ ১২. ৩০ মিনিটে ম্যাচ দেখবেন। মাঠের লড়াইয়ে এমন ম্যাচ খুব কমই হয়ে থাকে। তাই আজ রাত জাগা মিস করবেন না।

ম্যাচ কোথায় হবে?
করোনা ভাইরাসের কারণে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের সব ম্যাচ পর্তুগালের লিসবনে আয়োজিত হচ্ছে। আজকের ফাইনালেও তার ব্যতিক্রম হবে না। ফাইনালের ম্যাচটি লিসবনে, পর্তুগিজ ক্লাব বেনফিকার ঘরের মাঠ এস্তাদিও দা লুজে হতে চলেছে।

কোন চ্যানেলে দেখবেন?
ভারতীয় ফুটবল ফ্যানেরা ম্যাচটি টিভির পর্দায় সোনি টেন ২ চ্যানেলে দেখতে পারবেন। পাশাপাশি সোনি লিভ অ্যাপে ম্যাচের লাইভ স্ট্রিমিংও দেখা যাবে।

চ্যাম্পিয়ন্স লিগ প্রতিযোগিতায় পিএসজির সর্বোচ্চ সাফল্য কী ছিল?
পিএসজি এবার প্রথমবারের মতো ফাইনালে উঠেছে। এর আগের সর্বোচ্চ সাফল্য ছিল ১৯৯৪-৯৫ মরসুমে, সেবার পিএসজি সেমিফাইনাল খেলেছিল। দুই লেগ মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে এসি মিলানের কাছে ৩-০ গোলে হেরেছিল পিএসজি।

রিয়াল মাদ্রিদের পর সবচেয়ে বেশি ফাইনাল
রিয়াল মাদ্রিদের পরে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলছে বায়ার্ন মিউনিখ। ১১ বার ফাইনালে জার্মান দল। বায়ার্ন মিউনিখ এর আগে পাঁচ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে।
একই দলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি ও নেইমার? স্বপ্ন দেখছেন ফুটবল ফ্যানেরা