চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল: পরিসংখ্যানে বায়ার্ন মিউনিখ বনাম পিএসজি লড়াই, হেড টু হেড
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আজ মুখোমুখি বায়ার্ন মিউনিখ-পিএসজি। জার্মান দল বায়ার্ন ষষ্ঠ বার চ্যাম্পিয়ন হবে নাকি প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) প্রথমবার ফাইনাল খেলতে নেমে চ্যাম্পিয়ন হতে ইতিহাস লিখতে চলেছে? রবার্ট লেওয়ানডস্কি নাকি নেইমার, কার হাতে ট্রফি শোভা পেতে চলেছে, তা আজ রাতে জানা যাবে।

বায়ার্নের সামনে এলিট ক্লাবে প্রবেশের সুযোগ
ফাইনালে শক্ত গাঁট পিএসজিকে হারাতে পারলে বায়র্ন মিউনিখ সামনে চুতর্থ ক্লাব হিসেবে ষষ্ঠবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেতে পারে। এর আগে ৬ বা তার বেশিবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে মাত্র ৩টি ক্লাব। সেই তালিকায় রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও লিভারপুলের নাম রয়েছে।

ক্লাব প্রতিষ্ঠার পঞ্চাশ বছরে কী ইতিহাস লিখতে পারবে পিএসজি
বিশ্বজুড়ে ফ্যানেদের মনে ঠিক এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। ক্লাব প্রতিষ্ঠার পঞ্চাশতম বর্ষে এসে নেইমার-এমবাপ্পেরা ক্লাবকে চ্যাম্পিয়ন করলে নতুন ইতিহাস লিখতে পারে প্যারিস সেন্ট জার্মেইন।

চ্যাম্পিয়ন্স লিগে দুই দলের প্রথম দেখা
১৯৯৪-৯৫ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে সর্বপ্রথম মোকাবিলা করেছিল এই দুই দল। গ্রুপপর্বের দুই ম্যাচেই জিতেছিল পিএসজি। নিজেদের মাঠে ২-০ গোলে ও বায়ার্নের মাঠে গিয়েও ১-০ গোলে পিএসজি ম্যাচ জিতেছিল।

দ্বিতীয় দেখা
১৯৯৭-৯৮ চ্যাম্পিয়ন্স লিগে দুই দলের আবারও দেখা হয়। প্রথম লেগে নিজেদের মাঠে পিএসজিকে ৫-১ গোলে বায়ার্ন বিধ্বস্ত করে। দ্বিতীয় লেগে নিজেদের মাঠে আবার বায়ার্নকে ৩-১ গোলে হারায় পিএসজি।

২০০০-০১ মরসুমে সাক্ষাৎ
২০০০-০১ মরসুমে আবারও দুই দল মুখোমুখি হয়। প্রথম লেগ জিয়েছিল পিএসজি। দ্বিতীয় লেগে নিজেদের মাঠে আবার বায়ার্ন জয় পায়।

সাম্প্রতিক সময়ে সাক্ষাৎ
সাম্প্রতিক সময়ে দুই দল ২০১৭-১৮ চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে মুখোমুখি হয়েছিল। প্রথম লেগে নিজেদের মাঠে উরুগুয়ের স্ট্রাইকার এডিনসন কাভানি, ব্রাজিলের রাইটব্যাক দানি আলভেস ও উইঙ্গার নেইমারের গোলে জিতে যায় পিএসজি। দ্বিতীয় লেগে বায়ার্ন ম্যাচ জিতেছিল।

চ্যাম্পিয়ন্স লিগে সাক্ষাতের পরিসংখ্যান
দুই দল চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি ৮ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে পিএসজির ৫ বার জয় পেয়েছে ও বায়ার্ন ৩ বার জয় পেয়েছে। একটি ম্যাচ ড্র হয়। পিএসজির গোল- ১২ ও বায়ার্নের গোল- ১১ টি। প্রসঙ্গত দুই দলের সবগুলো লড়াইই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে হয়েছে।
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বায়ার্ন বনাম পিএসজি লড়াই: ম্যাচ কখন কোথায় দেখবেন?