For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আকাশপথে ব্যাঙ্গালোর থেকে গোয়া চলুন ৯৯০ টাকায়!

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

এয়ার এশিয়া
বেঙ্গালুরু, ৩০ মে: পাঁচ হাজার টাকা নয়, মাত্র ৯৯০ টাকা গুনলেই এ বার উড়োজাহাজে চেপে যেতে পারবেন বেঙ্গালুরু থেকে গোয়া! অন্তর্দেশীয় বাজারে পা রেখে এ কথা ঘোষণা করল এয়ার এশিয়া। আগামী ১২ জুন প্রথম যে উড়ানটি এখান থেকে গোয়া যাবে, তাতে পাওয়া যাবে এই সুবিধা। এতে ধরা থাকছে যাবতীয় কর এবং সারচার্জ।

বিভিন্ন আন্তর্জাতিক রুটে খুব অল্প ভাড়ায় যাত্রী পরিবহণ করে অনেক দিন আগেই নজরে এসেছে এয়ার এশিয়া। এ বার তাদের লক্ষ্য ভারতের ঘরোয়া বাজার ধরা। তাই এয়ার এশিয়া ইন্ডিয়া পুরোদমে কাজ শুরু করে দিয়েছে। গতকালই এয়ার এশিয়া ইন্ডিয়ার সিইও মিত্তু চন্দালিয়া বলেছিলেন, বাজারদর থেকে অন্তত ৩৫ শতাংশ কম দামে টিকিট বিক্রি করবেন তাঁরা। কিন্তু বেঙ্গালুরু-গোয়া রুটে বাস্তবে আরও কম দামে টিকিট বিক্রি করার কথা ঘোষণা করা হল। এই রুটে চালু ভাড়া পাঁচ হাজার টাকা হলেও সব কর, সারচার্জ ধরে এয়ার এশিয়া ৯৯০ টাকা ভাড়া ধার্য করেছে।

বিমান সংস্থাটি জানিয়েছে, চেন্নাই-কলকাতা-চেন্নাই, বেঙ্গালুরু-কলকাতা-বেঙ্গালুরু ইত্যাদি রুটেও বিমান চালানোর পরিকল্পনা রয়েছে তাদের। এটা বাস্তবায়িত হলে ইন্ডিগো, স্পাইস জেট ইত্যাদি কম দামের বিমান সংস্থাগুলি তীব্র প্রতিযোগিতার মুখে পড়ে যাবে। কারণ, এয়ার এশিয়ার ভাড়া তাদের নিয়মিত ভাড়ার থেকেও কম হতে চলেছে।

তবে এই সস্তার উড়ানে একটিই শ্রেণী থাকবে, আলাদা করে বিজনেস ক্লাস কিছু থাকবে না। ক্রমশ দেশের বিভিন্ন শহরের মধ্যে এয়ার এশিয়ার বিমান চলতে শুরু করলে স্বল্পবিত্ত মানুষ সাধ্যের মধ্যেই সাধ্যপূরণ করতে পারবেন। চলতি অর্থবর্ষেই দেশের ১০টি মহানগরকে যুক্ত করবে এয়ার এশিয়ার উড়ান।

এয়ার এশিয়ার উড়ান বেঙ্গালুরু থেকে ছাড়বে বিকেল তিনটেয়। আবার গোয়া থেকে ফিরতে উড়ান ছাড়বে সন্ধে ছ'টায়।

English summary
Fly from Bangalore to Goa in just Rs 990
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X