(ভিডিও) ক্যানসার রোগীদের মুখে হাসি ফোঁটানোই এঁদের কাজ
ক্যানসারের মতো মারণ রোগ আজ সারা বিশ্বে জাঁকিয়ে বসেছে। এই মারণ রোগের আক্রান্তের সংখ্য়া ক্রমেই বেড়ে চলেছে সারা বিশ্বে। বলা যায়, একপ্রকার মহামারির আকার নিয়েছে এই কর্কট রোগ।
প্রাথমিক অবস্থায় ধরা পড়লে বহু ক্যানসার রোগীই সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। তবে কিছু ক্ষেত্রে দেরি হয়ে গেলে মৃত্যুই ভবিতব্য হয় ক্যানসারে। এই মারণ রোগের করাল ছায়া গ্রাস করতে পারে আট থেকে আশি যেকাউকেই।

এই রোগ ছোঁয়াচে নয়, তবুও নানা ট্যাবু রয়েছে এই রোগকে নিয়ে। মারণ এই রোগে আক্রান্তদের চিকিৎসা ও পথ্যের পাশাপাশি স্নেহ-ভালোবাসা ও হাসিখুশি জীবনযাপন দরকার। আর সেই কাজটাই নিরলসভাবে করে চলেছে কিছু ছাত্রছাত্রী।
বেঙ্গালুরুর বাসিন্দা হরিশ ভুবন ও নিবেন্দ্রণ আজ থেকে দেড় বছর আগে হাসপাতালে হাসপাতালে ঘুরে নানা অদ্ভুত বেশভূষায় সেজে ক্যানসার আক্রান্তদের মুখে হাসি ফোঁটানোর কাজ শুরু করেন। তাঁদের সঙ্গে রয়েছে আরও কয়েকজন সদস্য। চিকিৎসকেরা বলেন, 'লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন', এই কথাটাকেই স্বার্থক করে তুলেছেন তাঁরা। নিচের ভিডিওতে দেখে নিন হরিশদের স্বার্থক প্রয়াসের কয়েকঝলক।