For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী মন্ত্রিসভার কনিষ্ঠতম সদস্য, উত্তরবঙ্গের নিশীথ প্রামাণিকের রাজনৈতিক উত্থান একনজরে

  • |
Google Oneindia Bengali News

মোদী মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে টানটান উত্তেজনা সকাল থেকেই। এদিকে কে ঠাঁই পাবেন আর এক ঠাঁই পাবেন না সেই জল্পানার মাঝেই পুরনো মন্ত্রিসভা থেকে ইতিমধ্যেই পদত্যাগ করেছেন একঝাঁক বর্ষীয়ান বিজেপি নেতা। অন্যদিকে বাংলা থেকে শিঁকে ছিড়েছে জন বার্লা, সুভাষ সরকার, নিশীথ প্রামাণিক ও শান্তনু ঠাকুরের। যদিও সুভাষ সরকার ও জন বার্লার মন্ত্রীত্বে চমক থাকলেও শান্তনু ও নিশীথ যে মন্ত্রীত্ব পাচ্ছেন তা এক প্রকার নিশ্চিত হয়ে যায় কয়েকদিন আগেই।

মোদী মন্ত্রিসভার কনিষ্ঠতম সদস্য

মোদী মন্ত্রিসভার কনিষ্ঠতম সদস্য

প্রসঙ্গত উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে অনেক বেশি ভালো ফল করেছে বিজেপি। আর তার কারিগর বলে মনে করা হচ্ছে নিশীথ প্রামাণিক ও জন বার্লাকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারই উপহার হিসাবে তাঁদের হাতে উপহার স্বরূপ মন্ত্রীত্ব তুলে দিতে চাইছেন মোদী। যদিও দুজনকেই প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে বলে খবর। তবে নতুন মন্ত্রিসভায় নতুন দায়িত্ব প্রাপ্ত মন্ত্রীদের মধ্যে কনিষ্ঠতম সদস্য হিসাবে শপথ নিচ্ছেন ৩৫ বছরের এই নিশীথই।

কোচবিহারে গেরুয়া উত্থানের মূল কারিগর

কোচবিহারে গেরুয়া উত্থানের মূল কারিগর

এদিকে রাজ্যের শেষ বিধানসভা নির্বাচনের ফলাফল বলছে কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভার মধ্যে শুধুমাত্র সিতাইতেই জিতেছে তৃণমূল। বাকি কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, দিনহাটা, মাথাভাঙ্গা, শীতলকুচি এবং নাটাবাড়ি কেন্দ্রের দেখা গিয়েছে গেরুয়া ঝড়। আর এর পিছনে নিশীথের বড় অবদান রয়েছে বলে মত পদ্ম শিবিরের।

বরাবরই মোদীর গুড বুকে উত্তরবঙ্গের সাংসদ

বরাবরই মোদীর গুড বুকে উত্তরবঙ্গের সাংসদ

এদিকে এককালে তৃণমূলেই ছিলেন উত্তরবঙ্গের এই তরুণ রাজনীতিবিদ। পরবর্তীতে দলবদলের পর বিজেপিতে যোগ। শুধু যোগই নয়, লোকসভা নির্বাচনে বড় ব্যবধানে জিতে নিজের পায়ের তলার মাটি আরও শক্ত করেন নিশীথ। তারপর থেকেই মোদীর গুড বুকে ছিল তার নাম। অনেকের ধারণা নিশীথের সাংগঠিনক শক্তি দেখেই তাঁকে ফের বিধানসভা নির্বাচনে দাঁড় করানোর সিদ্ধান্ত নেয় দল।

 শেষ লোকসভা নির্বাচনে ৫৪ হাজারের বেশি ভোটে জেতেন নিশীথ

শেষ লোকসভা নির্বাচনে ৫৪ হাজারের বেশি ভোটে জেতেন নিশীথ

শেষ নির্বাচনে ওঠা তৃণমূল ঝড়ের মাঝেও দল কে হতাশ করেননি নিশীথ। বিধানসভা নির্বাচনে দিনহাটা কেন্দ্রে লড়াই করে ফের জিতেছেন তিনি। যদিও ৩০ হাজারের বেশি ব্যবধানে জেতার হুঙ্কার দিলেও নির্বাচনে ফলাফলে মাত্র ৫৭ ভোটের ব্যবধানে জেতেন তিনি। এমনকী তার লোকসভা কেন্দ্রেও মারকাটারি ফল করে তাঁর দল। আর তাতেই ভাগ্য ফেরে নিশীথের। যদিও শেষ লোকসভা নির্বাচনে ৫৪ হাজার ২৩১ ভোটের ব্যবধানে জয়ের ধ্বজা ওড়ান তিনি।

English summary
political rise of Nishith Pramanik, the main artisan of the Padma Brigade in North Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X