For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিরে দেখা ২০২২: ইউক্রেন সঙ্কট থেকে কেকে-র মৃত্যু, সারাবছর কোন খবরগুলো ইন্টারনেট মাতিয়ে রাখল

ফিরে দেখা ২০২২: ইউক্রেন সঙ্কট থেকে কেকে-র মৃত্যু, সারাবছর কোন খবরগুলো ইন্টারনেট মাতিয়ে রাখল

Google Oneindia Bengali News

দেখতে দেখতে আরও একটা বছর শেষের পথে। ঘটনার ঘটনা কম ছিল না ২০২২-এ। প্রাপ্তি থেকে বিয়োগ দুইয়ের পাল্লাই সমান। করোনা মুক্তি থেকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। শেষ বেলায় ওয়ার্ল্ডকাপ ফুটবল একের পর এক যোগ-বিয়োগের পালা কাটিয়ে নতুন বছরের দিকে পা রাখতে চলেছি আমরা। ২০২২ সালে যে ঘটনাগুলি গুগল সার্চে বেশি ছিল তার কয়েকটি একবার ঝালিয়ে নেওয়া যাক।

লতা মঙ্গেশকরের মৃত্যু

লতা মঙ্গেশকরের মৃত্যু

বছরের শুরুটা যেমন তেমন হলেও ফেব্রুয়ারি মাস থেকে যেন মৃত্যু মিছিল শুরু হয়েছিল দেশে। ভারতের সুরসম্রাজ্ঞী লতামঙ্গেশকরকে বছরের শুরুতেই হারাতে হয়েছে আমাদের। বার্ধক্য জনিত কারণে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। শীত পার হতে না হতেই হাসপাতালে ভর্তি হন তিনি। করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই শরীর ভাল যাচ্ছিল না তাঁর। হাসপাতাল থেকে বাড়িও ফিরেছিলেন তিনি। কিন্তু তারপরে আবার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শেষে ৬ ফেব্রুয়ারি পরোলোক গমন করেন তিনি। সুর সম্রাজ্ঞীর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। শিল্পী মহলেও শোকের ছায়া। তাঁর গাওয়া গানের চানে গুগল সার্চের রেকর্ড ভেেঙ দিয়েছিল।

বাপ্পি লাহিড়ির মৃত্যু

বাপ্পি লাহিড়ির মৃত্যু

লতা মঙ্গেশকরের শোক কাটিয়ে ওঠার আগেই আরেক ছন্দোপতন বলিউডে। মারা গেলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী, সুরকার গীতিকার বাপ্পি লাহিড়ি। সেই মৃত্যুও সুখের ছিল না। করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই অসুস্থ ছিলেন তিনি। এমনকী হাঁটতে পর্যন্ত পারছিলেন না। তার মধ্যেই গান তৈরির কাজ করছিলেন বাপ্পি লাহিড়ি। শেষ পর্যন্ত জীবন যুদ্ধে তাঁকে হার মানিয়ে ছাড়ল কোভিড। পোস্ট কোভিড উপসর্গে মারা গেলেন বলিউডের আরেক তারকা সঙ্গীতশিল্পী। ১৫ ফেব্রুয়ারি ২০২২ মুম্বইয়ের হাসপাতালেই মারা যান বাপ্পি লাহিড়ি। তাঁর গান আজও গুগলে সার্চ দিয়ে চলেছে সঙ্গীত প্রেমীরা।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ

মৃত্যু শোক কাটিয়ে উঠতে না উঠতেই হুলুস্থূল কাণ্ড। গোটা বিশ্বে যুদ্ধের দামামা বাজিয়ে দিল ইউক্রেন-রাশিয়া। ন্যাটো অন্তর্ভুক্তি নিয়ে ইউক্রেনের সঙ্গে দীর্ঘ বিবাদ হঠাৎ করেই রাতারাতি যুদ্ধে পরিণত করল রাশিয়া। এক রাতের মধ্যেই ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান ঘোষণা করে রাশিয়া। রুখে দাঁড়ায় জেলোনোস্কিও। ২০২২-র ২৪ মে আজও ভুলতে পারেন না বিশ্ববাসী। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সঙ্গে সঙ্গেই যেন বদলে গেল গোটা বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি। তাই নিয়ে তোলপাড় গুগলে। সোশ্যাল মিডিয়া জুড়ে তারপ পর প্রায় ৬ মাস ধরে মানুষ সার্চ দিয়েছেন সেই একই টপিকে।

শ্যেন ওয়ার্নের মৃত্যু

শ্যেন ওয়ার্নের মৃত্যু

অল্প বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মত্যুর ঘটনা হঠাৎ করে বড় বেশি বেড়ে গিয়েছে। অস্বাভাবিক হলেও সাধারণ মানুষের ক্ষেত্রে অনেক কারণ থেকে থাকতে পারে এই ধরনের ঘটনার ক্ষেত্রে। কিন্তু একজন স্পোর্টম্যানের সঙ্গেও যে সেটা ঘটতে পারে সেটা অনেকেই বিশ্বাস করতে পারেননি। অস্ট্রেলীয় ক্রিকেট তারকা শ্যেন ওয়ার্নের গোটা বিশ্বকে চমকে দিয়েছিল। ২০২২ সালের ৪ মার্চ হঠাৎই মারা যান অস্ট্রেলীয় ক্রিকেট তারকা শ্যেন ওয়ার্ন। যাঁর ক্ষিপ্র গতির বোলিংয়ে স্কিল ভয় ধরাত প্রতিপক্ষকে। শ্যেন ওয়ার্ন বল করতে সামলেই বাড়তি সতর্ক হতেন দুঁদে ক্রিকেটাররা। সকলে চমকে দিয়েই থাইল্যান্ডে মারা যান শ্যেন ওয়ার্ন। বয়স হয়েছিল ৫২ বছর।

উত্তর প্রদেশের বিধানসভা ভোট

উত্তর প্রদেশের বিধানসভা ভোট

উত্তর প্রদেশ। ভারতের রাজনৈতিক মানচিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। উত্তর প্রদেশের রাজনৈতিক পরিস্থিতির উপরে নির্ভর করে দিল্লির সিংহাসন কার দখলে থাকবে সেটা। সেকারণেই উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন ছিল এই বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সেই উত্তর প্রদেশে ক্ষমতা ধরে রাখতে মরিয়া প্রচেষ্টা চালিয়েছে বিজেপি। তাতে সাফল্যও এসেছে। ১০ মার্চ প্রকাশিত হয় উত্তর প্রদেশের বিধানসভা ভোটের ফলাফল। তাতে বিপুল ভোটে জয়ী হয় বিজেপি। গতবারের চেয়েও আসন সংখ্যা বেড়েছে।

সিধু মুসেওয়ালার মৃত্যু

সিধু মুসেওয়ালার মৃত্যু

পাঞ্জাবের বিধানসভা নির্বাচনের ঠিক পরেই পাঞ্চাবে নারকীয় হত্যাকাণ্ড। কংগ্রেস নেতা তথা পাঞ্জাবের জনপ্রিয় পপ তারকাকে দিনের আলোয় গুলি করে খুন করে আততায়ীরা। আপ সরকার ক্ষমতায় আসার পরেই সিধু মুসেওয়ালার নিরাপত্তা কমিয়ে দিয়েছিল। তার পরেই তাঁর উপরে হামলা হয়। ২০২২-র ২৯ মে পাঞ্জাবে সিধু মুসেওয়ালার গাড়ি থামিয়ে তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল আততায়ীরা। এই হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল দীর্ঘ দিনের গ্যাংওয়ার।

কেকে-র মৃত্যু

কেকে-র মৃত্যু

২০২২ সালেই বলিউডের আরেক তারকা সঙ্গীতশিল্পীর মহাপতন। দাপুটে গায়ক কেকের আকস্মিক মৃত্যু। কলকাতায় একটি কলেজের অনুষ্ঠানে গান করতে এসেছিলেন তিনি। সেখানে গান করতে এসে মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সঙ্গীত শিল্পী। সঙ্গে সঙ্গে তাঁকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় গ্রেট ইস্টার্ন হোটেলে। সেখানে অচৈতন্য হয়ে পড়েন শিল্পী। সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে যানান। খবরটা প্রকাশ্যে আসতেই যেন থমকে গিয়েছিল সঙ্গীত প্রেমীদের জগৎ। ৩১ মে িদনটি এখনও ভুলতে পারেননি তাঁরা।

হর ঘর তেরঙ্গা

হর ঘর তেরঙ্গা

স্বাধীনতারক ৭৫ বছর পূর্তি। সেটা বিশেষ করে তুলতে মোদী সরকার নতুন কর্মসূচির ডাক দিয়েছিল। হর ঘর তেরঙ্গা। গোটা দেশে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন করতে বলেছিল মোদী সরকার। তাই নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে প্রচার চালিয়েছিল বিজেপি। বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালিয়েছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। হর ঘর তেরঙ্গা কর্মসূচির জেরে রেকর্ড ব্যবসা হয়েছিল দেশে।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু

২০২২ সালে বিশ্বের ইতিহাসে আরেকটি গুরুত্ব পূর্ণ ঘটনা রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণ। একটা অধ্যায় যেন শেষ হল তাঁর প্রয়াণের সঙ্গে সঙ্গে। বয়সের কারণে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। কিন্তু সেপ্চেম্বর মাসের প্রথম থেকে অবস্থার অবনতি হতে শুরু করে। রানির করোনাও হয়েছিল। তারপর থেকেই আর শরীর ভাল যাচ্ছিল না। শেষে ৮ সেপ্টেম্বর নিজের প্রাসাদেই মারা যান তিনি। রীতি মেনেই শেষ কৃত্য সম্পন্ন করে ব্রিটেনের রাজ পরিবার।

করোনা মুক্তি

করোনা মুক্তি

শেষ পর্যন্ত করোনা মুক্তির পথে গোটা দেশ। গোটা দেশে করোনা সংক্রমণ নেই বললেই চলে। ১৯ ডিসেম্বর ২০২২ গোটা দেশে একজন ব্যক্তিও করোনা আক্রান্ত হননি। তাতেই আশার আলো দেখছেন বিজ্ঞানীরা। চিকিৎসকরা বলছেন করোনা থাকলেও সেই ভয়াবহ রূপ আর থাকবে না। সেটা সাধারন ফ্লু হয়েই রয়ে যাবে বলে জানিেয়ছেন তাঁরা।

English summary
Year Ender 2022: Russia-Ukraine War to Singer KK death those incident most searched in Internet
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X