For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে এবারও কি মাত্র ২ দিনের ইয়েদুরাপ্পা সরকার কর্ণাটকে

শনিবার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারলে সরে যেতে হবে ইয়েদুরাপ্পাকে।

  • |
Google Oneindia Bengali News

কর্ণাটকে যে মুখ্যমন্ত্রীই সরকারে আসুন না কেন, পুরো পাঁচ বছরের মেয়াদ পূরণ করতে পারেন না। তার আগেই বিদায় নিতে হয় কোনও না কোনও কারণে। ১৯৭২ সালে মহীশূর থেকে কর্ণাটক রাজ্য গঠন হওয়ার পরে কংগ্রেসের ডি দেবরাজ এউআরএস প্রথম মুখ্যমন্ত্রী হন। তিনি পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করেন। তারপরে চার দশক পরে এবার দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসাবে কংগ্রেসের সিদ্দারামাইয়া পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করেছেন।

তার মাঝে যতজন মুখ্যমন্ত্রী এসেছেন, গিয়েছেন, কেউই পুরো মেয়াদ পূর্ণ করতে পারেননি। তার মধ্যে রয়েছেন দুবারের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পাও। যিনি এবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন। তবে শনিবার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারলে সরে যেতে হবে ইয়েদুরাপ্পাকে।

কঠিন চ্যালেঞ্জ ইয়েদুরাপ্পার সামনে

কঠিন চ্যালেঞ্জ ইয়েদুরাপ্পার সামনে

ইয়েদুরাপ্পা মাত্র ১০৪জন দলীয় বিধায়কের সমর্থন সঙ্গে নিয়ে কীভাবে সেটাকে ১১২টি ভোটে নিয়ে যেতে পারেন সেটাই এখন দেখার। তা না করতে পারলে ২০০৭ সালের মতো অবস্থা হবে ইয়েদুরাপ্পার। সেবার মাত্র ৭দিনের সরকার ছিল তাঁর। ১২ নভেম্বর ২০০৭ থেকে ১৯ নভেম্বর ২০০৭ পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে ছিলে ইয়েদুরাপ্পা।

২০০৪ ভোট

২০০৪ ভোট

ঘটনা হল, দ্বাদশ বিধানসভায় ২০০৪ সালে কংগ্রেসের সঙ্গে জোট সরকার গড়ে এইচডি কুমারস্বামীর জেডিএস। ১ বছর ৮ মাস যেতে না যেতেই সেই সরকার থেকে বেরিয়ে আসেন জেডিএস। ফলে কংগ্রেসের সরকার থেকে সরে যেতে হয় তৎকালীন মুখ্যমন্ত্রী ধরম সিংকে।

জেডিএস-বিজেপি জোট

জেডিএস-বিজেপি জোট

সেইসময়ে বিজেপির নেতৃত্বে সরকার তৈরি করেন কুমারস্বামী। তিনি হন মুখ্যমন্ত্রী। বিজেপির সঙ্গে সমঝোতায় স্থির হয়েছিল, কুমারস্বামী সরকারের প্রথম ২০ মাস মুখ্যমন্ত্রী থাকবেন। পরের ২০ মাস বিজেপির তরফে বিএস ইয়েদুরাপ্পা মুখ্যমন্ত্রী হবেন।

চুক্তি ভাঙেন কুমারস্বামী

চুক্তি ভাঙেন কুমারস্বামী

সেইমতে ২০০৬ সালের ৩ ফেব্রুয়ারি থেকে ২০০৭ সালের ৮ অক্টোবর পর্যন্ত কুমারস্বামী মুখ্যমন্ত্রী ছিলেন। তবে ২০ মাস হওয়ার পরে তিনি চুক্তিমতো ক্ষমতা হস্তান্তর করতে চাননি ইয়েদুরাপ্পাকে। ফলে সরকার ভেঙে দেন। ৩৩দিনের জন্য কর্ণাটকে জারি হয় রাষ্ট্রপতি শাসন।

সাতদিনের ইয়েদুরাপ্পা সরকার

সাতদিনের ইয়েদুরাপ্পা সরকার

এরপরে ফের বিএস ইয়েদুরাপ্পা ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন। তবে সাতদিনের মধ্যে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারায় তাঁকে সরে যেতে হয়। ফের ছয় মাসের জন্য রাষ্ট্রপতি শাসন জারি হয় কর্ণাটকে।

মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা

মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা

ত্রয়োদশ বিধানসভা ভোটে জিতে ইয়েদুরাপ্পা মুখ্যমন্ত্রী হন। মোট ৩ বছর ৬২ দিন তিনি সরকারে ছিলেন। তবে খনি দুর্নীতি রিপোট সামনে আসায় ইয়েদুরাপ্পাকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যেতে হয়। নতুন মুখ্যমন্ত্রী হন সদানন্দ গৌড়া ও পরে তিনিও সরে গেলে কর্ণাটক মুখ্যমন্ত্রী হিসাবে পায় জগদীশ শেট্টরকে।

English summary
Will it again be a short-lived Yeddyurappa govt likely in Karnataka after Saturday floor test?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X