For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা প্রকল্পকে কেন সেরা বলা হচ্ছে জানেন কি

২৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে আসতে চলেছে প্রধানমন্ত্রী জন আরোগ্য অভিযান বা আয়ুষ্মান ভারত বা ন্যাশনাল হেলথ প্রোটেকশন মিশন।

  • |
Google Oneindia Bengali News

২৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে আসতে চলেছে প্রধানমন্ত্রী জন আরোগ্য অভিযান বা আয়ুষ্মান ভারত বা ন্যাশনাল হেলথ প্রোটেকশন মিশন। প্রতিটি পরিবারকে ৫ লক্ষ টাকা করে সুবিধা দেবে এই স্বাস্থ্য বীমা প্রকল্প। সারা ভারতের ১০.৭৪ কোটি পরিবার তথা ৫০ কোটি ভারতীয়কে এর আওতায় আনা হচ্ছে। অর্থাৎ অন্তত চল্লিশ শতাংশ ভারতবাসীর কাছে এই প্রকল্পের সুবিধা অনেক বড় আশীর্বাদ হয়ে দেখা দিতে পারে। কেন এই স্বাস্থ্য প্রকল্পকে সেরা বলা হচ্ছে তা জেনে নেওয়া যাক একনজরে।

পরিবার পিছু ৫ লক্ষ টাকা

পরিবার পিছু ৫ লক্ষ টাকা

একবার শুরু হলে গেলে আয়ুষ্মান ভারত প্রকল্প প্রতিটি পরিবারকে ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বীমার কভারেজ দেবে। সবমিলিয়ে এই কভারেজ পাওয়া যাবে।

সহজে সুবিধা

সহজে সুবিধা

স্বাস্থ্য বীমার অন্তর্গত হলে স্বাভাবিক ভাবেই আপনি এর সুবিধা পাবেন। আর্থ-সামাজিক সুমারির উপরে ভিত্তি করে এই প্রকল্পের সুবিধা প্রাপ্তদের তালিকা তৈরি হচ্ছে।

কোনও টাকা গুনতে হবে না

কোনও টাকা গুনতে হবে না

হাসপাতালে ভর্তি হলে প্রকল্প মোতাবেক আপনার বা পরিবারকে কোনও টাকা দিতে হবে না। আপনি সরকারি বা সরকার অনুমোদিত হাসপাতালে গেলেই বিনা পয়সায় চিকিৎসা করাতে পারবেন।

সব ধরনের চিকিৎসা

সব ধরনের চিকিৎসা

অন্য স্বাস্থ্য বীমায় যেমন ওয়েটিং পিরিয়ড থাকে। কিছু রোগের জন্য অপেক্ষা না করলে চিকিৎসা করানো যায় না। এখানে এমন কোনও শর্ত নেই। সব ধরনের রোগ এতে কভারেজ পাওয়া যাবে। হাসপাতালের আগের ও পরের খরচ এতে ধরা থাকবে।

আধার না থাকলেও হবে

আধার না থাকলেও হবে

আধার কার্ড না থাকলেও আয়ুষ্মান ভারতের সুবিধা পাওয়া যাবে। তবে ভোক্তাদের আইডি কার্ড থাকতে হবে। তাহলেই সেটা দেখিয়ে হাসপাতালে ফ্রিতে চিকিৎসা পাওয়া যাবে।

English summary
Why PM Modi’s Ayushman Bharat health insurance prove to be the best, know the reason
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X