For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করওয়া চৌথ-এর দিন স্বামীর মুখ দেখতে চালনি কেন ব্যবহার করা হয়!

২৭ অক্টোবর করওয়া চৌথ ঘিরে দেশের বিভিনন অংশের মহিলারা আজ এই ব্রত রেখেছেন। চলছে পুজোপাঠ, উপবাস। স্বামীর মঙ্গলকামনার পাশাপাশি দাম্পত্য প্রেম জোরদার করতে চলছে এই ব্রতের উদযাপন।

  • |
Google Oneindia Bengali News

২৭ অক্টোবর করওয়া চৌথ ঘিরে দেশের বিভিনন অংশের মহিলারা আজ এই ব্রত রেখেছেন। চলছে পুজোপাঠ, উপবাস। স্বামীর মঙ্গলকামনার পাশাপাশি দাম্পত্য প্রেম জোরদার করতে চলছে এই ব্রতের উদযাপন। করবাচৌথের প্রথা ঘিরে দেখে নেওয়া যাক আরও বেশ কয়েকটি তথ্য।

কেন পালিত হয় এই ব্রত?

কেন পালিত হয় এই ব্রত?

হিন্দুশাস্ত্র অনুযায়ী , চাঁদকে ব্রহ্মাজ্ঞানে পুজো করা হয়। করওয়াচৌথের দিন চাঁদের সামনে স্বামীর দীর্ঘায়ুর কামনা করেন স্ত্রীরা। মনে করা হয়, চাঁদের সৌন্দর্য, প্রেম, শীতলতার গুণ একজন মহিলার মধ্যে এসে পড়ে এমন দিনে।

কেন ব্যবহার করা হয় চালনি?

কেন ব্যবহার করা হয় চালনি?

চালনিকে নিয়ে কথিত রয়েছে বিভিন্ন পৌরাণিক কথা। একবার এক মহিলা তাঁর স্বামীর জন্য করওয়া চৌথের ব্রত রাখছিলেন। রাতে যখন তাঁর সব ভাইরা একসঙ্গে খেতে বসছিলেন , তখন বোনকেও তাঁরা ডেকে নেন। কিন্তু বোন চাঁদ না দেখে খেতে রাজি হননি। সেই সময় এক ভাই গিয়ে চালনিকে প্রদীপের সামনে রাখেন, আর বলেন চালনি দিয়েই প্রদীপের প্রকাশ দেখে নিতে, যা চাঁদের উজ্জ্বলতার প্রতীক। সেই থেকে এই প্রথা প্রচলিত।

করওয়া চৌথের পুজোর তিথি

করওয়া চৌথের পুজোর তিথি

২৭ অক্টোবর বিকেল ৫:৪৮ মিনিট থেকে শুরু হচ্ছে এদিনের পুজোর সময় , চলবে সন্ধ্যে ৭ টা ০৪ পর্যন্ত। চাঁদ ওঠার সময় এদিন রাত ৮:০৫ মিনিট।

সরগির থালা

সরগির থালা

করওয়া চৌথের দিন শাশুড়ির থেকে তাঁর পুত্রবধূ পেয়ে থাকেন এই সরগির থালা। ছেলে পুত্রবধূর দাম্পত্য জীবনের দীর্ঘায়ু কামনায় এই থালা পাঠানো হয়। এতে মিষ্টি, শুকনো ফল, নারকেল সহ বহুবিধ জিনিস থাকে।

English summary
Why people See moon through chalni , here is the reason.here is the reason .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X