For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আসন্ন চন্দ্রগ্রহণে 'রক্তচাঁদ' নিয়ে কয়েকটি বিশেষ তথ্য

২৭ জুলাই শুক্রবার শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণটি সংগঠিত হতে চলেছে। সেদিন উজ্জ্বল সাদা চাঁদ রক্তের বর্ণ ধারণ করতে চলেছে।

  • |
Google Oneindia Bengali News

২৭ জুলাই শুক্রবার শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণটি সংগঠিত হতে চলেছে। সেদিন উজ্জ্বল সাদা চাঁদ রক্তের বর্ণ ধারণ করতে চলেছে। এই 'ব্লাড মুন' নিয়ে একাধিক মিথ যেমন রয়েছে, তেমনই এর বৈজ্ঞানিক ব্যাখ্যাও আকর্ষণীয়। দেখে নেওয়া যাক ব্লাড মুন বা লাল চাঁদ নিয়ে কয়েকটি তথ্য।

কেন লাল হয় চাঁদ

কেন লাল হয় চাঁদ

চন্দ্রগ্রহণের সময় চাঁদের শীতল সাতা উজ্জ্বলতা ঢেকে নেয় রক্তবর্ণ। কেন এমন হয় ? বিজ্ঞান বলছে, বাতাসের ধূলিকণার ওপরে নির্ভর করবে, চাঁদের লাল রঙ কতটা গাঢ় হবে।
বাতাসের ধূলিকণা ও আলোক বিচ্ছুরণকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটে। অর্থাৎ যতটা দূষিত আমাদের আবহাওয়া হবে, ততটাই গাঢ় হবে লাল চাঁদ। দূষণের মাত্রা অনেকাংশেই নির্ধারণ করে দেবে চাঁদের লাল হওয়ার বিষয়টিকে।

[আরও পড়ুন:শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণে দেখা মিলবে 'লাল চাঁদ'-এর, আসন্ন 'গ্রহণ' ঘিরে কিছু চমকপ্রদ তথ্য][আরও পড়ুন:শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণে দেখা মিলবে 'লাল চাঁদ'-এর, আসন্ন 'গ্রহণ' ঘিরে কিছু চমকপ্রদ তথ্য]

চন্দ্রগ্রহণ ও কিছু মিথ

চন্দ্রগ্রহণ ও কিছু মিথ

দক্ষিণ আমেরিকায় কথিত রয়েছে, চন্দ্রগ্রহণের সঙ্গে ভ্যাম্পায়ারের কিছু যোগ রয়েছে। আর ভ্যাম্পায়ারের মত চন্দ্রগ্রহণের রাতে রক্তবর্ম চাঁদ অভূতপূর্ব মহাজাগতিক শক্তির অধিকারী হয়ে থাকে বলে বিশ্বাস রয়েছে দক্ষিণ আমেরিকার বিভিন্ন জায়গায়।

[আরও পড়ুন:২০১৮ সালের সূর্য ও চন্দ্রগ্রহণ, জেনেনিন তিথি ও সময়][আরও পড়ুন:২০১৮ সালের সূর্য ও চন্দ্রগ্রহণ, জেনেনিন তিথি ও সময়]

চন্দ্রগ্রহণ নিয়ে রোমানিয়ার যা বিশ্বাস করা হয়

চন্দ্রগ্রহণ নিয়ে রোমানিয়ার যা বিশ্বাস করা হয়

রোমানিয়া থেকেই ভ্যাম্পায়ার সংক্রান্ত বিভিন্ন গল্প ছড়িয়ে পড়েছিল ইওরোপের বিভিন্ন দিকে। সে দেশে ভ্যাম্পায়ার সম্প্কে একাধিক কথিত গল্প রয়েছে। মনে করা হয়, ভ্যাম্পায়ার ভার্কোল্যাকের সঙ্গে চাঁদের শত্রুতার জন্যই চাঁদ রক্তবর্ণ হয়ে ওঠে চন্দ্রগ্রহণের সময়।

[আরও পড়ুন:সূর্যগ্রহণ ঘিরে বিশ্বের নানা প্রান্তের এই 'কথিত' কাহিনি অবাক করার মতো][আরও পড়ুন:সূর্যগ্রহণ ঘিরে বিশ্বের নানা প্রান্তের এই 'কথিত' কাহিনি অবাক করার মতো]

চাঁদ সাদা হয়ে উঠলে কী হতে পারে?

চাঁদ সাদা হয়ে উঠলে কী হতে পারে?

চাঁদের বর্ণ যখন সাদা হয় অর্থাৎ গ্রহণ কেটে গেল তা খুবই উজ্জ্বল আলোর অধিকারী হয়ে ওঠে। রোমোনিয়া কথিক কিছু গল্প অনুযায়ী, চাঁদ উজ্জ্বল ও সাদা হলে, এই ভ্যাম্পায়াররা ঘুমিয়ে পড়ে। ফলে সেই সময় থেকে কোনও অশুভ শক্তি জাগ্রত হয় না।

English summary
Why is the Moon Red During a Total Lunar Eclipse, know About Blood moon.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X