For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নামেই 'মা', কৃতকর্মে যেন লীলাবতী এই রাধা

রাম রহিমের মতই রাধে মা-ও কম জনপ্রিয় নন। রাম রহিমের মত না হলেও তাঁরও ভক্তের সংখ্যা নেহাৎ কম নয়, সেই রাধে মার প্রাথমিক জীবন সম্পর্কে জেনে নিন

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

গুরমিত রাম রহিমের ২০ বছরের কারাদণ্ডের পর এবার উঠে আসছে একের পর এক এরকমই স্বঘোষিত ধর্মগুরুদের কেচ্ছা-কেলেঙ্কারি। রাম রহিমের মতই রাধে মা-ও কম জনপ্রিয় নন। রাম রহিমের মত না হলেও তাঁরও ভক্তের সংখ্যা নেহাৎ কম নয়। এর আগেও একাধিকবার নানা বিতর্কে জড়িয়েছেন রাধে মা। কে তিনি, কোথা থেকেই বা উদয় হলেন তিনি ? কীভাবে তিনি একজন সাধারণ নাগরিক থেকে একজন স্বঘোষিত ধর্মগুরুমা হয়ে উঠলেন, এই সব প্রশ্ন অনেকের মনে রয়েছে।

১

পঞ্জাবের গুরদাসপুর জেলার ডোরাঙ্গালা গ্রামে জন্ম। তাঁর আসল নাম সুখবিন্দর কওর। চতুর্থ শ্রেণির পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি। মাত্র ১৭ বছর বয়সে মোহন সিং নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় তাঁর।

২

মাত্র ২৩ বছর বয়সে সুখবিন্দর মহন্ত রাম দীনের শিষ্যা হন। হোশিয়ারপুর জেলায় ১০০৮ পরমহংস বাঘ ডেরা মুকেরিয়ার ধর্মগুরু ছিলেন মহন্ত রাম দীন।

৩

ধর্মগুরু রামদীনই সুখবিন্দরকে রাধে মা উপাধি দেন। রাধে মার বেশিরভাগ ভক্তদের দাবি, তিনি নাকি দেবী দুর্গার অবতার। সেই থেকে লাল বেশভূষা ও সোনার গয়না ছাড়া দেখা যায় না রাধে মাকে।

৪

পরবর্তী সময়ে পঞ্জাব ছেড়ে তিনি মুম্বই পাড়ি দেন। সেখানে তাঁর শিষ্য হন ব্যবসায়ী মনমোহন গুপ্তা ও এমএম মিঠাইওয়ালা। কবে থেকে তিনি মুম্বইতে থাকেন তা জানা যায়নি। কিন্তু ২০১৫ সালে গুপ্তা পরিবারের সঞ্জীব গুপ্তা জানান, রাধে মা গত ১২ বছর ধরে তাঁদের বাড়িতে থাকেন।

৫

গুপ্তা পরিবারের বউমা নিক্কি গুপ্তা ২০১৫ সালে অভিযোগ করেন, রাধে মা, তাঁর শ্বশুরবাড়ির লোকজনকে পণের দাবিতে তাঁর বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন। এই মামলায় ২০১৫ সালে রাধে মাকে ফেরার ঘোষণা করে মুম্বই পুলিশ। আরেক অভিনেত্রী ডলি বিন্দ্রাও তাঁর বিরুদ্ধে হুমকি ও যৌন হেনস্থার অভিযোগ তোলেন।

৬

২০১৫ সালেই সৎসঙ্গ চলাকালীনই তাঁর বিরুদ্ধে ভক্তদের কোলে উঠে অশালীন আচরণের অভিযোগ ওঠে। সেইসঙ্গে ধর্মের আড়ালে বেআইনি ব্য়বসা চালানোর অভিযোগ ওঠে ৫২ বছরের রাধে মা-র বিরুদ্ধে। অবশ্য় গুপ্তা পরিবার এই সমস্ত অভিযোগই সাজানো বলে উড়িয়ে দিয়েছে।

English summary
Radhe Maa, another self styled god woman went too far from her early days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X