For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভাইরাল রাহুলের 'ঝাপ্পি'! ট্রোল-এর ঝাঁপি খুলল সোশ্যাল মিডিয়া, দেখুন পোস্টগুলি

যা কোনও দিনও ভাবা যায়নি সেই মুহূর্ত আজ দেখল দেশ ও দুনিয়া। লোকসভার অনাস্থা প্রস্তাবের তর্ক-বিতর্ক চলাকালীন নরেন্দ্র মোদীকে জড়িয়ে ধরেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

  • |
Google Oneindia Bengali News

যা কোনও দিনও ভাবা যায়নি সেই মুহূর্ত আজ দেখল দেশ ও দুনিয়া। লোকসভার অনাস্থা প্রস্তাবের তর্ক-বিতর্ক চলাকালীন নরেন্দ্র মোদীকে জড়িয়ে ধরেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সংসদে নিজের ভাষণ শেষ করতেই বিজেপির দুঁদে নেতা তথা দেশের প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরেন রাহুল গান্ধী। রাহুলের ভাষণের শেষ পর্যায়ে ছিল একটাই বার্তা, 'আপনারা আমাকে ঘৃণা করতে পারেন। আমাকে না ভালোবাসতে পারেন। কিন্তু আমি আপনাদের ভালোবাসব। সবাইকে সেই ভালোবাসা দিয়েই জয় করে নেব।' এরপরই সেই ঐতিহাসিক মুহূর্তে মোদীর কাছে গিয়ে তাঁকে জড়িয়ে ধরেন রাহুল গান্ধী। এই ঘটনা ঘিরে ক্রমেই প্রতিক্রিয়া উঠে আসছে নানা দিক থেকে। তবে সোশ্যাল মিডিয়া মেতে রয়েছে বিভিন্ন মজাদার পোস্ট-এ।

মুন্নাভাইয়ের প্রসঙ্গ

'মুন্নাভাই এমবিবিএস' এর প্রসঙ্গ তুলে অনেকেই হাস্য কৌতূক করেছেন রাহুল ও মোদীর এই আলিঙ্গনকে নিয়ে।

[আরও পড়ুন:রাহুলের এই চোখের চাউনিই এখন ভাইরাল! প্রিয়া প্রকাশের প্রসঙ্গ তুলে মজায় মশগুল সোশ্যাল মিডিয়া][আরও পড়ুন:রাহুলের এই চোখের চাউনিই এখন ভাইরাল! প্রিয়া প্রকাশের প্রসঙ্গ তুলে মজায় মশগুল সোশ্যাল মিডিয়া]

উঠে এল সঞ্জু ছবির প্রসঙ্গ

সঞ্জয় দত্তের বায়োপিক' সঞ্জু' -তে 'ঝাপ্পি' বিষয়টিকে বিভিন্ন ভাবে তুলে ধরা হয়। সেই প্রসঙ্গকে তুলে ধরে টুইটার এই ভাইরাল দৃশ্য ঘিরে মশকরা শুরু করে।

অনাস্থা প্রস্তাবের দিন এমন ঘটনায় টুইটার য়া বলছে!

অনাস্থা প্রস্তাবের প্রসঙ্গ তুলে টুইটারে উঠে এসেছে এই পোস্টটি। এখানে রাহুল গান্ধী ও নরেন্দ্র মোদীর আলিঙ্গনের দৃশ্যের ছবি ঘিরে মজার ছলে এই পোস্টটি করা হয়।

'থাপ্পড় সে ডর নহি লগতা'

'দাবাং' ছবির এক বিখ্য়াত সংলাপের প্রসঙ্গ তুলে এক নেটিজেন এই টুইটটি করেছেন।

এই দৃশ্য ভাইরাল ইন্টারনেটে

নিজের আসর ছেড়ে উঠে রাহুলের এই 'জাপ কি ঝাপ্পি' অনেককেই মনে করিয়ে গিয়েছে বলিউড ফিল্ম 'মুন্নাভাই' -এর কথা। এ প্রসঙ্গে অনেকেই রাহুলকে সমর্থন জানিয়েছেন।

হাস্য-কৌতূক !

মোদী রাহুল জড়িয়ে ধরছেন , এমন ঐতিহাসিক দৃশ্য ঘিরে অনেকেই মশকরা করতে ছাড়ছেন না টুইটারে।

উঠে এসেছে এই কটাক্ষ!

দুই বিরোধী শিবিরের প্রধানের গলা-জড়ানোর দৃশ্য স্বভাববতই অবাক করেছে অনেককে। তা নিয়ে উঠে এসেছে একাধিক সোশ্যাল মিডিয়া পোস্ট।

English summary
When Rahul hugged Modi in Parliament, The internet broke and the memes are here
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X