For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই হোয়াটসঅ্যাপ 'ট্রিক'গুলি অবশ্যই জেনে রাখা প্রয়োজন

হোয়াটসঅ্যাপের সমস্ত খুঁটিনাটি আপনার জেনে রাখা প্রয়োজন। কিছু গুরুত্বপূর্ণ ট্রিক জেনে নিন একনজরে।

  • |
Google Oneindia Bengali News

বর্তমান সময়ে সারা দুনিয়া স্যোশাল নেওয়ার্কিংয়ে মেতে রয়েছে। সেলেবস থেকে আমজনতা সকলেই স্যোশাল দুনিয়ার নাগপাশে আটকে রয়েছেন। ফেসবুক টুইটার তো রয়েইছে, ব্যক্তিগত শেয়ারিংয়ের জন্য হোয়াটসঅ্যাপের কোনও জুড়ি নেই। ফলে হোয়াটসঅ্যাপের সমস্ত খুঁটিনাটি আপনার জেনে রাখা প্রয়োজন। এমন কিছু গুরুত্বপূর্ণ ট্রিক জেনে নিন একনজরে।

পিন চ্যাট

পিন চ্যাট

পিন চ্যাট করতে হলে যাকে করতে চাইছেন সেই চ্যাটে আঙুলের চাপ দিয়ে ধরে রাখলেই 'পিন আইকন' দেখতে পাবেন। সেটাতে ক্লিক করলেই তা উপরে চলে আসবে।

জিআইএফ তৈরি

জিআইএফ তৈরি

এখন হোয়াটসঅ্যাপে জিআইএফ বানানো যায়। যাকে জিআইএফ পাঠাতে চান সখানে অ্যাটাচ আইকনে ক্লিক করে>সিলেক্ট গ্যালারি>ভিডিওয় যেতে হবে। যে ভিডিও জিআইএফ বানাতে চান তা বেছে নিন। এটা করার সময়ে হোয়াটসঅ্যাপে ভিডিও এডিটিং অপশন খুলে যাবে। সেখানে জিআইএফ বানাতে পারবেন ৬ সেকেন্ড বা তার কম সময়ের। এর বেশি বড় হলে তা হোয়াটসঅ্যাপ সাপোর্ট করবে না।

ছবি এডিটিং

ছবি এডিটিং

ছবি এডিট করা যায় হোয়াটসঅ্যাপে। অ্যাটাচমেন্ট সিলেক্ট করে গ্যালারিতে গিয়ে সেখান থেকে ছবি বাছতে হবে। সিলেক্ট করার পরই তা ফটো এডিটরে খুলে যাবে। সেখানেই অপশন পাবেন ছবি বা লেখা যোগ করার। ইমোটিকনও যোগ ও রঙ বদলে ফেলা যাবে।

ফরম্যাট টেক্সট

ফরম্যাট টেক্সট

এটা এখন সকলেই জানেন। লেখা বোল্ড করতে চাইলে লেখার আগে ও পরে * এই চিহ্ন দিতে হবে। আর যদি লেখা ইটালিক্স করতে চান তাহলে _ দিয়ে লেখা শুরু ও শেষ করতে হবে।

অন্য ভাষায় লেখা

অন্য ভাষায় লেখা

হোয়াটসঅ্যাপে প্রায় সব বড় ভারতীয় ভাষাতেই মেসেজ লেখা যায়। হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে সিলেক্ট চ্যাট করে অ্যাপ ল্যাঙ্গোয়েজে ক্লিক করতে হবে। সেখানেই নিজের পছন্দের ছবি বেছে নিতে পারবেন।

কনভারশন শর্টকাট

কনভারশন শর্টকাট

যে হোয়াটসঅ্যাপ নম্বরে সবসময় চ্যাট করেন বা প্রয়োজন হয় সেটিকে হোয়াটসঅ্যাপে না ঢুকেও হোম স্ক্রিনে সেভ করে নেওয়া যায়। অ্যাড চ্যাট শর্টকাট করলেই এই সুবিধা পাবেন আপনি।

সুইসাইড হটলাইন নম্বর

সুইসাইড হটলাইন নম্বর

অনেকেই জানেন না হোয়াটসঅ্যাপে সুইসাইড হটলাইন নম্বর রয়েছে। সেটিংস থেকে হেল্প > FAQ > সিকিউরিটি ও প্রাইভেসি। সেখানেই 'গ্লোবাল সুইসাইড হটলাইন রিসোর্সেস' অপশন পাবেন।

মেসেজের সময় দেখা তা বন্ধ করা

মেসেজের সময় দেখা তা বন্ধ করা

যদি চান কখন আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ পড়েছেন তা কেউ না জানুক তাহলে অ্যাকাউন্টে সিলেক্ট করে প্রাইভেসিতে ক্লিক করে ডিসিলেক্ট করলেই তা অন্য কেউ দেখতে পাবে না।

English summary
WhatsApp tricks you should know while on social networking
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X