For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হোয়াটসঅ্যাপে নিখরচায় গ্রুপ ভিডিও কলিং করবেন কীভাবে, জেনে নিন

স্যোশাল নেটওয়ার্কিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার একেবারে নতুন ভাবে ধরা দিতে চলেছে ব্যবহারকারীদের কাছে। হোয়াটসঅ্যাপে গ্রুপ কলিংয়ে অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য ভিডিও কলিংয়ের সুবিধা দেওয়া হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

স্যোশাল নেটওয়ার্কিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার একেবারে নতুন ভাবে ধরা দিতে চলেছে ব্যবহারকারীদের কাছে। হোয়াটসঅ্যাপে গ্রুপ কলিংয়ে অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য ভিডিও কলিংয়ের সুবিধা দেওয়া হয়েছে। যার ফলে এবার থেকে গ্রুপে ভিডিও কলিং করা যাবে হোয়াটসঅ্যাপে। স্যোশাল অ্যাপগুলির মধ্যে হোয়াটসঅ্যাপই সবচেয়ে জনপ্রিয় ও ব্যবহৃত। এই নতুন ফিচার নিঃসন্দেহে হোয়াটসঅ্যাপের গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে তুলবে।

মোট চারজন কথা বলা যাবে

মোট চারজন কথা বলা যাবে

জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের ভিডিও কলিং ফিচারে একসঙ্গে মোট চারজনকে যুক্ত করা যাবে। এতে ভয়েস ও ভিডিও একসঙ্গে করা যাবে।

[আরও পড়ুন:আসছে নতুন অ্যাপ! হোয়াটসঅ্যাপে 'ফেক নিউজ' চিনে নিন সহজ][আরও পড়ুন:আসছে নতুন অ্যাপ! হোয়াটসঅ্যাপে 'ফেক নিউজ' চিনে নিন সহজ]

প্রতিদিন কোটি কোটি মানুষের সুবিধা

প্রতিদিন কোটি কোটি মানুষের সুবিধা

গত কয়েকবছরে হোয়াটসঅ্যাপে ভয়েস ও ভিডিও কলিংয়ের সুবিধা কোটি কোটি গ্রাহক গ্রহণ করেছেন। তথ্য বলছে, প্রতিদিন হোয়াটসঅ্যাপে ২০০ কোটি মিনিট মানুষ ভয়েস ও ভিডিও কল করেন।

[আরও পড়ুন:এলাকার রাস্তার বেহাল দশা! সরকারকে হোয়াটসঅ্যাপ করুন, জানুন বিস্তারিত][আরও পড়ুন:এলাকার রাস্তার বেহাল দশা! সরকারকে হোয়াটসঅ্যাপ করুন, জানুন বিস্তারিত]

উচ্ছ্বসিত হোয়াটসঅ্যাপও

উচ্ছ্বসিত হোয়াটসঅ্যাপও

এবার গ্রুপে ভয়েস ও ভিডিও কলিংয়ের সুবিধা দিতে পেরে হোয়াটসঅ্যাপ সংস্থাও বেশি উল্লসিত বলে জানিয়েছে। এই গ্রুপ ভিডিও কলিংও ভবিষ্যতে নতুন রেকর্ড তৈরি করতে চলেছে বলে মনে করা হচ্ছে।

সংযুক্ত করার নতুন উপায়

সংযুক্ত করার নতুন উপায়

হোয়াটসঅ্যাপে ভয়েস বা ভিডিও কলের মতোই কোনও একজনকে কল করার পরে 'অ্যাড পার্টিসিপেন্ট' করে অন্য একজনকে সংযুক্ত করা যাবে। স্ক্রিনের ডানদিকে উপরে অন্য কাউকে যোগাযোগ করার তালিকা থাকবে।

আইফোন ও অ্যান্ড্রয়েডে সুবিধা

আইফোন ও অ্যান্ড্রয়েডে সুবিধা

এই মুহূর্তে আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনেই হোয়াটসঅ্যাপের এই সুবিধা পাওয়া যাচ্ছে। এর সঙ্গে চেষ্টা চলছে যাতে হোয়াটসঅ্যাপে কথা বলার সময় কোনও একজনকে চাইলে মিউট রাখা যায়। নোটিফিকেশন প্যানেল থেকে এটি করা যাবে। রিপ্লাই বোতামের পাশেই মিউট বোতাম থাকবে।

English summary
Facebook-owned WhatsApp has rolled out its much anticipated group calling feature for iOS and Android users
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X