For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আসন্ন বিধানসভা ভোটে কী চান! ১০টি প্রশ্নে কী উত্তর দিয়েছে কর্ণাটকবাসী, দেখুন সমীক্ষা রিপোর্ট

আগামী মাসে কর্ণাটকে বিধানসভা ভোট হবে এক দফায়। এই বিধানসভা ভোট নিয়ে জনমত সমীক্ষা ফলাফল প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে ও কারভি।

  • |
Google Oneindia Bengali News

আগামী মাসে কর্ণাটকে বিধানসভা ভোট হবে এক দফায়। এই বিধানসভা ভোট নিয়ে জনমত সমীক্ষা ফলাফল প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে ও কারভি। সেই জনমত সমীক্ষা অনুযায়ী আসন্ন বিধানসভা ভোটে কংগ্রেস ৩৭ শতাংশ ভোট পাবে। বিজেপি পেতে পারে মোট ভোট শেয়ারের ৩৫ শতাংশ। অন্যদিকে জেডিএস পেতে পারে ১৯ শতাংশ ভোট। এছাড়া অন্যান্যরা ৯ শতাংশ ভোট পাবে।

সিদ্দারামাইয়া কেমন কাজ করেছেন

সিদ্দারামাইয়া কেমন কাজ করেছেন

সিদ্দারামাইয়ার সরকার খুব ভালো কাজ করেছেন বলে মনে করছেন ১০ শতাংশ মানুষ। ২৮ শতাংশের মতে কাজ ভালো হয়েছে। একেবারে গড়পড়তা কাজ হয়েছে বলছেন ৩১ শতাংশ মানুষ। এছাড়া ২০ শতাংশ বাজে ও ৯ শতাংশ খুব বাজে বলেছেন। অর্থাৎ ৩৮ শতাংশের বিচারে সিদ্দারামাইয়া ভালো নম্বর পেয়েছেন।

মুখ্যমন্ত্রী হিসাবে কে সবচেয়ে এগিয়ে

মুখ্যমন্ত্রী হিসাবে কে সবচেয়ে এগিয়ে

কংগ্রেসের সিদ্দারামাইয়াকে এগিয়ে রেখেছেন কর্ণাটকের মানুষ। সিদ্দারামাইয়া ৩৩ শতাংশ, বিএস ইয়েদুরাপ্পা ২৬ শতাংশ ও এইচডি কুমারস্বামী ২১ শতাংশ ভোট পেয়েছেন।

লিঙ্গায়েতরা কাকে মুখ্যমন্ত্রী হিসাবে চাইছে

লিঙ্গায়েতরা কাকে মুখ্যমন্ত্রী হিসাবে চাইছে

লিঙ্গায়েতদের ভোটের আগে নানা সুবিধা কংগ্রেস সরকার দিলেও তাদের ভোটে ইয়েদুরাপ্পা এগিয়ে রয়েছেন। ৩৯ শতাংশ লিঙ্গায়েতরা ইয়েদুরাপ্পাকে মুখ্যমন্ত্রী চাইছেন। সিদ্দারামাইয়া সেখানে ২৩ শতাংশ ও কুমারস্বামী ১৭ শতাংশ ভোট পেয়েছেন।

ভোক্কালিগাদের সমর্থন কার দিকে

ভোক্কালিগাদের সমর্থন কার দিকে

ভোক্কালিগাদের ২৬ শতাংশ সিদ্দারামাইয়াকে সমর্থন করেছে। ইয়েদুরাপ্পাকে সমর্থন করেছে ২৬ শতাংশ। অন্যদিকে জেডিএসের কুমারস্বামী ৩৩ শতাংশ ভোক্কালিগার সমর্থন পেয়েছেন।

কাবেরী ইস্যু নিয়ে রায় কি কংগ্রেসের সুবিধা করেছে

কাবেরী ইস্যু নিয়ে রায় কি কংগ্রেসের সুবিধা করেছে

কাবেরী নদীর জল নিয়ে কর্ণাটককে সুবিধা করে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তা আগামী ভোটে কংগ্রেসের সুবিধা করবে বলে মনে করছেন ৪৯ শতাংশ মানুষ। সুবিধা হবে না বলে মনে করছেন ৩৪ শতাংশ মানুষ।

লিঙ্গায়েতদের দাবি বড় ইস্যু বলে মনে করছেন

লিঙ্গায়েতদের দাবি বড় ইস্যু বলে মনে করছেন

লিঙ্গায়েতদের নানা দাবি দাওয়া ঘিরে উত্তপ্ত হয়েছে কর্ণাটকের রাজ্য রাজনীতি। সেই ইস্যু এবারের ভোটে বড় হতে পারে বলে মনে করছেন ৫২ শতাংশ মানুষ। ২৮ শতাংশ মনে করছেন তা বড় ইস্যু নয়। এছাড়া ২০ শতাংশ জানি না বলে উত্তর দিয়েছেন।

ব্রাহ্মণরা কাকে মুখ্যমন্ত্রী দেখতে চান

ব্রাহ্মণরা কাকে মুখ্যমন্ত্রী দেখতে চান

কর্ণাটকের ব্রাহ্মণদের একটা বড় অংশ ইয়েদুরাপ্পাকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান। ৩৪ শতাংশ ব্রাহ্মণের সমর্থন ইয়েদুরাপ্পা পেয়েছেন।

দলিতরা কাকে মুখ্যমন্ত্রী পদে চান

দলিতরা কাকে মুখ্যমন্ত্রী পদে চান

দলিতদের সমর্থনে আবার এগিয়ে রয়েছেন সিদ্দারামাইয়া। ৪১ শতাংশ দলিত শুধুমাত্র সিদ্দারামাইয়াকে সমর্থন করেছেন। এক্ষেত্রে ইয়েদুরাপ্পা ও কুমারস্বামী অনেক পিছিয়ে রয়েছেন।

হিন্দুরা কাকে মুখ্যমন্ত্রী পদে চান

হিন্দুরা কাকে মুখ্যমন্ত্রী পদে চান

সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রী পদে দেখতে চান ৩১ শতাংশ মানুষ। ইয়েদুরাপ্পাকে চান ২৯ শতাংশ হিন্দু। কুমারস্বামী ভোট পেয়েছেন ২২ শতাংশ হিন্দুর।

মুসলমানরা কাকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী চান

মুসলমানরা কাকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী চান

মুসলমানদের প্রায় দুই তৃতীয়াংশ অংশ সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রী পদে চান। বিএস ইয়েদুরাপ্পাকে চান মুসলমানদের মাত্র ১৩ শতাংশ। কুমারস্বামীর ঝুলিতেও পড়েছে মাত্র ১২ শতাংশ ভোট।

English summary
What Karnataka people are saying about Assembly poll, Here are the 10 points question answer
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X