For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্যারাডাইস পেপার্স কী, কারা ফাঁসল বিশ্বজুড়ে, ভারতে কাদের নিয়ে হইচই, জানুন বিস্তারিত

পানামা পেপার্স কেলেঙ্কারি সামনে আসার মাত্র দেড় বছরের মধ্যে আরও একটি সংস্থা বিশ্বজুড়ে বিভিন্ন সংস্থা ও ব্যক্তিদের গোপনে রাখা বিপুল সম্পদের হদিশ দিয়েছে। সেই সংস্থার নাম প্যারাডাইস পেপার্স।

  • |
Google Oneindia Bengali News

পানামা পেপার্স কেলেঙ্কারি সামনে আসার মাত্র দেড় বছরের মধ্যে আরও একটি সংস্থা বিশ্বজুড়ে বিভিন্ন সংস্থা ও ব্যক্তিদের গোপনে রাখা বিপুল সম্পদের হদিশ দিয়েছে। সেই সংস্থার নাম প্যারাডাইস পেপার্স। অ্যাপলবাই নামে একটি সংস্থার অধীনে থাকা প্যারাডাইস পেপার্স অফশোর বিনিয়োগের সক্ষ সক্ষ নথি ফাঁস করেছে। সেই আর্থিক কেলেঙ্কারির ঘটনাই এখন প্যারাডাইস পেপার্স নামে খ্যাত হয়েছে।

[আরও পড়ুন:পানামা-র পর এবার প্যারাডাইস পেপার্স ফাঁস করল ৭১৪জন ভারতীয়র লুকোনো সম্পদের তথ্য, রয়েছেন তাবড় সেলেবসরা][আরও পড়ুন:পানামা-র পর এবার প্যারাডাইস পেপার্স ফাঁস করল ৭১৪জন ভারতীয়র লুকোনো সম্পদের তথ্য, রয়েছেন তাবড় সেলেবসরা]

কোটি কোটি নথি ফাঁস

কোটি কোটি নথি ফাঁস

এতে মোট ১ কোটি ৩৪ লক্ষ গোপন নথি রয়েছে। গোপন বিনিয়োগের সমস্ত নথি সেখানে রয়েছে। সারা বিশ্বজুড়ে মোট ১ লক্ষ ২০ হাজার সংস্থা ও ব্যক্তির নাম এতে রয়েছে।

রয়েছে ইংল্যান্ডের রানির নাম

রয়েছে ইংল্যান্ডের রানির নাম

এর মধ্য উল্লেখযোগ্য ইংল্যান্ডের রানি ইলিজাবেথ দ্বিতীয়, কলম্বিয়ার প্রিন্স খুয়ান ম্যানুয়েল স্যান্তোস, মার্কিন অর্থসচিব উইলবার রসের নাম।

বড় সংস্থাও জড়িত

বড় সংস্থাও জড়িত

যে সংস্থার নাম এতে রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল ফেসবুক, অ্যাপল, মাইক্রোসফট, ইবে, গ্লেনকোর, উবার, নাইকি, ওয়ালমার্ট, সিমেন্স, ম্যাকডোনাল্ডস, ইয়াহু-র নাম।

ভারতীয়দের মধ্যে কাদের নাম রয়েছে

ভারতীয়দের মধ্যে কাদের নাম রয়েছে

ভারতের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জয়ন্ত সিনহা, রাজ্যসভা সাংসদ রবীন্দ্র কিশোর সিনহা, বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন, অন্ধ্রপ্রদেশের বিরোধী দলনেতা ওয়াইএস জগনমোহন রেড্ডি, লিকার ব্যারন বিজয় মালিয়া, সঞ্জয় দত্তর স্ত্রী নম্রতা দত্তের নাম রয়েছে প্যারাডাইস পেপার্সে।

বিভিন্ন দেশের নাম

বিভিন্ন দেশের নাম

এর পাশাপাশি স্পেন, যুক্তরাজ্য ইংল্যান্ড, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, আর্জেন্তিনা, কলম্বিয়া, লাইবেরিয়া, ইন্দোনেশিয়া, জাপান, পাকিস্তান, তুরস্কের মতো দেশের তাবড় শিল্পপতি, সংস্থা ও বিত্তবানদের গোপন সম্পদের খোঁজ ফাঁস করেছে প্যারাডাইস পেপার্স।

English summary
What are the Paradise Papers, Whose name leaked, Who are the Indians have links, know the details
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X