Oneindia থেকে ব্রেকিং নিউজের আপডেট পেতে

সারাদিন ধরে চটজলটি নিউজ আপডেট পান

You can manage them any time in browser settings

পশ্চিমবঙ্গের নাম বদল নিয়ে কে কি বলছেন?

  • By: Oneindia Bengali Digital Desk
Subscribe to Oneindia News

কলকাতা, ২ আগস্ট: দেশের রাজ্যের তালিকায় বাংলাকে উপরের দিকে তুলে আনতে পশ্চিমবঙ্গের নাম বদলের সিদ্ধান্তে সায় মিলল রাজ্য ক্যাবিনেটের। আগামী বিধানসভার অধিবেশনে ২৯-৩০ আগস্ট এই নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে পাস হলে তা যাবে সংসদে। কিন্তু তার আগে এই নাম পরিবর্তনে সমাজের বিশিষ্ট মানুষজন কী বলছেন এই বিষয়ে আসুন একঝলকে দেখে নেওয়া যাক।! [বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গের নাম! নতুন নাম পাবে রাজ্য]

পশ্চিমবঙ্গের নাম বদল নিয়ে কে কি বলছেন?

সমরেশ মজুমদার (সাহিত্যিক)
পূর্ববঙ্গ যখন নেই পশ্চিমবঙ্গ থাকবে কেন। তবে বঙ্গ না বলে বাংলা বলাই ভাল।

শীর্ষেন্দু মুখোপাধ্যায় (সাহিত্যিক)
অনেকদিন ধরে চেয়েছিলাম নাম পরিবর্তন হোক। পুরনো নাম ফিরে পেলে ভাল লাগবে , পশ্চিমবঙ্গ নামটা অর্থহীন। এর আদিনাম বঙ্গভূমিই ছিল। বরং পরিবর্তন হয়েছিল পশ্চিমবঙ্গটাই। এই নামটা কেন রাখা হয়েছিল সেটাই আমার বোধগম্য ছিল না। এবার আবার বঙ্গ হবে শুনে ভাল লাগছে।

তিলোত্তমা মজুমদার (লেখিকা)
নাম পরিবর্তনে আমি মোটেই খুশি নই। নাম বদলে কী পাব? এর যুক্তিই বুঝতে পারছি না। এই নামের সঙ্গে একটা ইতিহাস জড়িয়ে রয়েছে। দেশভাগের ইতিহাস উঠে আসে। নামটার মধ্যে দিয়ে বোঝা যায় আমরা কী ছিলাম, কী হয়েছি. ভবিষ্যতটাও বোঝা যাবে। পশ্চিম শব্দটা বাদ দিলেও সেই ইতিহাসটাকে বদলে ফেলা যায় না।

বুদ্ধদেশ দাশগুপ্ত (চিত্র পরিচালক)
এসব বিষয় নিয়ে আমি চিন্তিত নই। নামে কিছু এসে যায় না। নাম বদলালে যদি উন্নতি হয় খারাপ কি। তবে নামটাতো আসল সমস্যা নয়। সামাজাকি আর্থিক অনেক সমস্যা রয়েছে। তবু নাম বদলে উন্নতি হলে ভালই।

নীরেন্দ্রনাথ চক্রবর্তী (কবি)
এটা পুরো বাংলা নয়, বঙ্গভূমির একটা অংশ। একটা অংশকে বোঝাতে পুরো নাম ব্যবহার করাটা আমার কাছে খুব একটা গ্রহণযোগ্য নয়। তবে এটাও ঠিক রাজ্য সরকারের যুক্তি ভুল নয়। কিন্তু এই ধরণের সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবেচিন্তে নেওয়া উচিত, হুটপাট কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের রাজ্যের সাংস্কৃতির ব্যক্তিদের সঙ্গে একটু পরামর্শ করে নিলে ভাল হয়।

বাবুল সুপ্রিয় (কেন্দ্রীয় মন্ত্রী এবং গায়ক)
বাংলা নামটা ভাল, বাংলা ভাষা বেশ ভাল নাম। ইংরাজিতে বেঙ্গল টাও ভাল। রয়্যাল বেঙ্গল টাইগার, বে অফ বেঙ্গল রয়েছে। কিন্তু অনুরোধ করব বঙ্গ নামটা না রাখার জন্যই। আমার মনে হয় না নাম বদলালে কোনও বিভ্রান্তি বা সমস্যা হবে।

প্রদীপ ভট্টাচার্য (কংগ্রেস নেতা)
নাম হঠাৎ পাল্টানোর কি প্রয়োজন। নাম পরে আসে বলে পাল্টাতে হবে এর কোনও যুক্তি দেখিনা। ক্যাবিনেট মেনে নিলেও আমরা মানব না।

বাণী বসু (সাহিত্যিক)
বাংলা নাম হলে প্রশাসনিক কাজে সুবিধা হবে। নাম আগে আসবে। সেটা ভালই তো খারাপ কী?

অনিন্দ্য চট্টোপাধ্যায় (গায়ক, অভিনেতা, পরিচালক)
নাম বদল হলেই অন্য রাজ্যদের তুলনায় এগিয়ে যাওয়া যাবে তা তো নয়। তবে হ্যাঁ, নাম বদল হলে প্রশাসনিক কিছু সুযোগ সুবিধা পাওয়া যাবে বটেই। সেদিক থেকে দেখতে গেল প্রস্তাবটা ভালই। তবে পশ্চিমবঙ্গ তো শুধু নাম নয় একটা আবেগ। তাই আমার মনে হয় একবার গণভোট করে নিলে ভাল হয়।

English summary
West Bengal to be renamed who said what about it
Please Wait while comments are loading...