For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন বছরের শুরুতেই ছুটি! সারা বছরের আর কোন কোন দিনে ছুটি চোখ বুলিয়ে নিন

আরও একটি বছরের বিদায়। এই মুহূর্তে সাধারণ চাকুরিজীবীদের মনে সবসময়ই যে বিষয়টি জানার জন্য উন্মুখ হয় তা হল নতুন বছরে ছুটির তালিকা।

Google Oneindia Bengali News

নতুন বছরের শুরু মানেই সবার আগে সাধারণ মানুষ যেটি জানতে চান তাহল ছুটির হিসাব। কারণ, এর উপরই নির্ভর করে বছর ভরের নানা পরিকল্পনা। কেউ এই ছুটির দিনগুলিতে কাজে লাগিয়ে সেরে ফেলতে চান গুরুত্বপূর্ণ সব কাজ। আবার কেউ পরিকল্পনা করেন ছোটখাটো উইকএন্ড ট্যুরের। কারও-র ডায়েরিতে আবার থাকে গেট-টুগেদারের মতো বিষয়।

বাঙালির সঙ্গে সম্পর্কৃত বেশকিছু দিনকে কেন্দ্রীয় সরকার ছুটির দিন বলে স্বীকৃতি দেয় না। পশ্চিমবঙ্গ সরকার তার সরকারি কর্মীদের কথা মাথায় রেখে সেই দিনগুলিকে ছুটির দিন হিসাবে ঘোষণা করেছে। চোখ বুলিয়ে দেখে নিন ২০১৮-র রাজ্য সরকারের ছুটির দিনগুলি।

বিবেকানন্দ-র জন্মদিন

বিবেকানন্দ-র জন্মদিন

১২ জানুয়ারি বিবেকানন্দর জন্মদিন। এই দিনটি পশ্চিমবঙ্গ সরকার ছুটি ঘোষণা করেছে

সরস্বতী পুজো

সরস্বতী পুজো

২২ জানুয়ারি দিনটি এবার বাগেদবীর আরাধনা হিসাবে চিহ্নিত হয়েছে। এই দিনটিকে পশ্চিমবঙ্গ সরকার ছুটি হিসাবে ঘোষণা করেছে।

নেতাজির জন্মদিন

নেতাজির জন্মদিন

২৩ জানুয়ারি প্রতিবছরের ন্যায় এবারও পশ্চিমবঙ্গ সরকার এই দিনটিকে ছুটি বলে ঘোষণা করেছে।

প্রজাতন্ত্র দিবস

প্রজাতন্ত্র দিবস

২৬ জানুয়ারি দিনটি জাতীয় ছুটি।

দোল উৎসব

দোল উৎসব

এবারের দোলযাত্রা ২ মার্চ। পশ্চিমবঙ্গ সরকারের ছুটির তালিকায় রয়েছে এই দিনটি

গুড ফাইড্রে

গুড ফাইড্রে

৩০ মার্চ এই ছুটির দিন।

বি আর অম্বেদকর-এর জন্মদিন

বি আর অম্বেদকর-এর জন্মদিন

১৪ এপ্রিল দিনটি বাবাসাহেব অম্বেদকরের জন্মদিবস। এই দিনটি জাতীয় ছুটির দিন হিসাবেই ঘোষিত। এই দিনটিতে সংক্রান্তিও। এই দিনটির পরের দিনই বাংলা নববর্ষ। কিন্তু, দিনটি রবিবার পড়েছে। তবে, ১৪ ও ১৫ এপ্রিল এই দু'টি দিন-কে একসঙ্গে করে একটা উইকএন্ড প্ল্যান বানিয়েই ফেলতে পারেন।

বুদ্ধ পূর্ণিমা

বুদ্ধ পূর্ণিমা

৩০ এপ্রিল এই বিশেষ দিন। পশ্চিমবঙ্গ সরকারে এই দিনটিকে ছুটি বলে ঘোষণা করেছে।

মে দিবস

মে দিবস

পয়লা মে এই দিনটি জাতীয় ছুটি।

২৫ বৈশাখ

২৫ বৈশাখ

ইংরাজি তারিখে দিনটি ৯ মে। পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত ছুটির তালিকায় রয়েছে দিনটি।

ইদ

ইদ

১৬ জুন এই দিন। তবে চাঁদ দেখতে পাওয়ার উপরে এই ছুটিটি এদিক-ওদিক হতে পারে।

স্বাধীনতা দিবস

স্বাধীনতা দিবস

১৫ অগাস্ট এই দিনটি জাতীয় ছুটি।

বকরি ইদ

বকরি ইদ

২২ অগাস্ট দিনটি বকরি ইদ। পশ্চিমবঙ্গ সরকার দিনটিকে ছুটি বলে ঘোষণা করেছে।

মহরম

মহরম

২১ সেপ্টেম্বর এই ছুটির দিন।

গান্ধী জয়ন্তী

গান্ধী জয়ন্তী

২ অক্টোবর এই দিন। এই দিনে জাতীয় ছুটি।

মহালয়া

মহালয়া

৮ অক্টোবর মহালয়া। এই দিনটিতে পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত ছুটি।

মহাসপ্তমী

মহাসপ্তমী

বাঙালির পুজোর দিন। এই দিনটিকে ছুটি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

মহাঅষ্টমী

মহাঅষ্টমী

১৭ অক্টোবর এই দিন। এই দিনেও ছুটি পাবেন পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা।

মহানবী

মহানবী

১৮ অক্টোবরও ছুটি পাবেন পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা।

মহাদশমী

মহাদশমী

১৯ অক্টোবর এবার বিজয়া দশমী। এদিন পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা ছুটি পাবেন।

লক্ষ্মীপুজা

লক্ষ্মীপুজা

২৪ অক্টোবর দিনটিতে লক্ষ্মীদেবীর আরাধনা। এই দিনেও রয়েছে সরকারি ছুটি।

কালীপুজো

কালীপুজো

৬ নভেম্বর কালীপুজো। দিনটিতে রয়েছে সরকারি ছুটি।

গুরুনানক-এর জন্মদিবস

গুরুনানক-এর জন্মদিবস

২৩ নভেম্বর শুক্রবার এই দিনটি পড়েছে।

ক্রিসমাস

ক্রিসমাস

২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিনকে সরকারি ছুটি বলেই ঘোষণা করে দিয়েছে।

English summary
West Bengal Government has already published the list of Holidays in 2018. These list has been given here. Kindly Check the list.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X