• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

দীর্ঘক্ষণ টিভি দেখলে কমবে আয়ু, চাঞ্চল্যকর তথ্য উঠে এল নয়া গবেষণায়

নিয়মিত ৩-৪ ঘণ্টা করে টিভি দেখলে কমতে পারে আয়ু। নয়া গবেষণায় উঠে এসেছে এমনই হাড় হিম করা তথ্য। একইসঙ্গে জানা গিয়েছে, ক্যানসার, হৃদরোগের মতো জটিল অসুখ মৃত্যুমুখে ঠেলে দেয়, আর তা হয় বেশিক্ষণ টিভি দেখার জন্যই। [টিভি দেখায় আসক্তি? জেনে নিন কী ক্ষতি করছেন নিজের]

দীর্ঘক্ষণ টিভি দেখতে হলে অলসভাবে বসে থাকতে হয়। শারীরিক নড়াচড়া এতে খুব বেশি হয় না। আর এই দীর্ঘক্ষণ বসে থাকাই শরীরে নানা সমস্যার সৃষ্টি করে। ['বিশ্ব অ্যালজেইমার দিবস'-এ জানুন এই ভয়াবহ রোগ সম্পর্কে]

দীর্ঘক্ষণ টিভি দেখলে কমবে আয়ু, ভয়াবহ তথ্য উঠে এল নয়া গবেষণায়

এই গবেষণায় প্রথমে ৫০ থেকে ৭১ বছর বয়সী ২ লক্ষ ২১ হাজার জনের উপরে সমীক্ষা চালানো হয়। এই মানুষদের আগে কোনও ক্রনিক রোগ ছিল না। দেখা যায়, বহুক্ষণ টিভি দেখলে ক্য়ানসার ও হৃদরোগের মতো সমস্য়ায় প্রাণ যাওয়ার মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। [ঘনঘন হাই তোলার পিছনে লুকিয়ে গভীর বিপদ!]

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শুধু ক্যানসার বা হৃদরোগই নয়, দীর্ঘক্ষণ টিভি দেখার অভ্যাস ডায়বেটিস, নিউমোনিয়া, পার্কিনসনের মতো ভয়াবহ রোগের অন্যতম অনুঘটক। [জেনে নিন স্মৃতিভ্রম ও হার্টের অসুখ সারাবেন কী খাবার খেয়ে]

টিভি দেখার সঙ্গে সঙ্গে আর যে যে বিষয়গুলিকে বিবেচনায় রাখা হয়েছে সেগুলি হল, মদ্যপান, ধূমপান ইত্যাদি। সম্প্রতি সমীক্ষাটি 'আমেরিকান জার্নাল অব প্রিভেন্টিভ মেডিসিন'-এ প্রকাশিত হয়েছে। [ঘুমের মধ্যে অবচেতনে আপনি কি করেন জানেন? জেনে নিন]

English summary
Watching TV for long may shorten your life
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X