For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফ্লোরিডাই মার্কিন নির্বাচনের 'উত্তরপ্রদেশ': ট্রাম্প তাই মরিয়া চেষ্টা চালাচ্ছেন ওই রাজ্যে

ফ্লোরিডার ২৯টি ভোট জিততে পারলেই হিলারির হোয়াইট হাউসে প্রবেশ আর কেউ ঠেকাতে পারবে না আর তাই ট্রাম্প মরিয়া হয়ে লড়ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সুইং রাজ্যে।

  • By SHUBHAM GHOSH
  • |
Google Oneindia Bengali News

মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ-পূর্ব আমেরিকার উপকূলবর্তী রাজ্য ফ্লোরিডাতে গত সপ্তাহে জোর প্রচার চালিয়েছেন। মায়ামি, অর্ল্যান্ডো, পেন্সাকোলা, জ্যাকসনভিল - বাদ রাখেননি কোনও জায়গাই।

আর এর থেকেই প্রমাণিত প্রতিপক্ষ হিলারি ক্লিন্টনকেই হারাতে ট্রাম্পের কাছে ফ্লোরিডা, যাকে মার্কিন রাজনীতির বিশেষজ্ঞরা সবচেয়ে গুরুত্বপূর্ণ সুইং রাজ্য বলে বর্ণিত করেন, তার তাৎপর্য। নর্থ ক্যারোলাইনার মতো ফ্লোরিডা রাজ্যেও ট্রাম্পের জেতা চাই-ই চাই যদি তাঁর হোয়াইট হাউস দখলের স্বপ্ন সত্যি করতে হয়।

ফ্লোরিডাই মার্কিন নির্বাচনের 'উত্তরপ্রদেশ': ট্রাম্প তাই মরিয়া চেষ্টা চালাচ্ছেন ওই রাজ্যে

সমীক্ষা জানাচ্ছে হিলারি ১৮টি ডেমোক্র্যাট রাজ্যে জিততে চলেছেন এবং এই জয়গুলির ফলে তাঁর ইলেক্টোরাল ভোটের সংখ্যা দাঁড়াবে ২৩৯ এ, জানিয়েছে ইউএসএ টুডে-র একটি প্রতিবেদন। জয়ের জন্যে প্রয়োজন ২৭০ টি ইলেক্টোরাল ভোট। ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার তিনটি ভোট জুড়লে হিলারির সংখ্যা দাঁড়ায় ২৪২ এ।

অতএব, হিলারি যদি ফ্লোরিডার ২৯টি ভোট পকেটে পুরে ফেলতে পারেন, তাহলে ৮ নভেম্বর ইতিহাস গড়ার থেকে তাঁকে আর কেউ আটকাতে পারবে না।

আর সেইজন্যেই ট্রাম্প মরিয়া 'সানশাইন স্টেট' ফ্লোরিডাতে হিলারির জয় ঠেকাতে। বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্পের ফ্লোরিডাতে ম্যাজিক দেখানোর সম্ভাবনা খুব কম। ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী ল্যারি সাবাতোর মতে আধুনিক সময়ে রিপাবলিকানদের পক্ষে রাষ্ট্রপতি নির্বাচন জেতা বেশ কঠিন কাজ আর ট্রাম্পের পক্ষে অন্যথা হবে বলে মনে হচ্ছে না, জানিয়েছে ইউএসএ টুডে-র প্রতিবেদনটি।

একমাত্র যদি ট্রাম্প ২০১২ সালে রিপাবলিকানদের জেতা রাজ্যগুলির পাশাপাশি পেনসিলভানিয়া, ওহায়ো, মিশিগান এবং উইসকনসিন জিততে পারেন, তবেই তাঁর আর ফ্লোরিডা জয়ের দরকার পড়বে না, সাবাতো বলেন। কিনতু ট্রাম্প এএর বেশিরভাগ রাজ্যতেই পিছিয়ে রয়েছেন। খুব বড়োজোর তিনি ওহায়োতে জিতে দেখতে পারেন, বলেন সাবাতো।

হিলারির ক্ষেত্রে অবশ্য ফ্লোরিডাতে পরাজয় ঘটলেও রাষ্ট্রপতিত্ব জয়ের স্বপ্ন হাতছাড়া হবে না। আইওয়া, নিউ হ্যাম্পশায়ার, নিউ মেক্সিকো, নেভাদা ইত্যাদি নানা রাজ্যে জিতে তিনি সেই পরাজয়ের ধাক্কা কাটিয়ে উঠতেই পারেন।

English summary
Title:US election 2016: Trump desperate to win Florida to stop Hillary
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X