For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের জনবিস্ফোরণ নিয়ে এই চমকপ্রদ তথ্যগুলি কি আপনার জানা আছে! না জানলে জেনে নিন

ভারতের জনবিস্ফোরণ নিয়ে এই চমকপ্রদ তথ্যগুলি কি আপনার জানা আছে! না জানলে জেনে নিন

Google Oneindia Bengali News

প্রায়া ৭ বিলিয়নেরও বেশি মানুষের বসবাস এই দুনিয়ায়। প্রতি নিয়ত বেড়ে চলেছে জনসংখ্যা। এরমধ্যে শুধুমাত্র এশিয়াতেই রয়েছে গোটা বিশ্বের ষাট শতাংশ জনতা। জনসংখ্যার বিচারে চিনের স্থান সবচেয়ে আগে থাকলেও, তার পরেই রয়েছে
ভারত। এদেশের জনবিস্ফোরণ নিয়ে বেশ কিছু অজানা তথ্যে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

 মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত নিয়ে কিছু তথ্য

মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত নিয়ে কিছু তথ্য

বিশ্বে জনসংখ্যার নিরিখে তৃতীয়স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তালিকায়
ভারতের ঠিক পিছনেই ডোনাল্ড ট্রাম্পের দেশ। তবে ভারতের জনসংখ্যার এক
চতুর্থাংশ রয়েছে মাত্র মার্কিন যুক্তারাষ্ট্রে। সেদেশ ভারতের চেয়ে আয়তনে
অনেক বড়। ফলে জনসংখ্যার ফারাকটা দেশের আয়তনের বিচারে চোখে পড়ার মতো।

ভারতের রেলওয়াতে কর্মী সংখ্যার নিরিখে কিছু তথ্য

ভারতের রেলওয়াতে কর্মী সংখ্যার নিরিখে কিছু তথ্য

ভারতীয় রেলে কর্মী সংখ্য়া ১.৪ মিলিয়ন। আইসল্যান্ড, ভ্যাটিকন সিটি,
মরিশাস,বাহারিন, সাইপ্রাস সহ একাধিক দেশ মিলিয়ে এই পরিমাণ নাগরিক রয়েছে। এই তথ্য নিঃসন্দেহে চমকপ্রদ।

ভারতের জন বিস্ফোরণ নিয়ে কিছু তথ্য

ভারতের জন বিস্ফোরণ নিয়ে কিছু তথ্য

উত্তর প্রদেশের জনসংখ্যা ১৬.৬ কোটি। যা রাশিয়ান ফ্রেডারেশনের থেকে বেশি। রাশিয়ান ফ্রেডারেশনের জনসংখ্যা ১৪.৬৯ কোটি। কানাডার চেয়ে ওড়িশার জনসংখ্যা বেশি। এদিকে, অস্ট্রেলিয়ার চেয়ে বেশি ছত্তিশগড়ের জন সংখ্যা।

আরও কিছু তথ্য

আরও কিছু তথ্য

প্রতিদিন ৩ কোটি মানুষ যাতায়াত করেন ভারতীয় রেলের মাধ্যমে। এই পরিমাণ মোট নাগরিক রয়েছে শ্রীলঙ্কায়।

কুম্ভ মেলা

কুম্ভ মেলা

এলাহাবাদে কুম্ভ মেলায় যত সংখ্য়ক মানুষ পূর্ণ্যার্থী হিসাবে যান, তত সংখ্যক মানু।ই শুধু বসবাস করেন দক্ষিণ কোরিয়া ও কলম্বিয়াতে।

 ইংরাজি-বলিয়ে ব্যক্তিত্বের সংখ্যা

ইংরাজি-বলিয়ে ব্যক্তিত্বের সংখ্যা

এদেশে প্রায় ১২.৫ কোটি মানুষ ইংরাজি বলতে পারেন। যা ইউনাইটেড কিংডমের জনসংখ্যার চেয়ে বেশি।

ছাত্র সংখ্যার বিচারে কিছু তথ্য

ছাত্র সংখ্যার বিচারে কিছু তথ্য

রাশিয়া, পাকিস্তান ইন্দোনেশিয়া মিলিয়ে যে জনসংখ্যা হয় ঠিক ততসংখ্যক পড়ুয়া
রয়েছে এদেশে। এমনই তথ্য উঠে এসেছে এক পরিসংখ্যানে। ভারতের ছাত্র-ছাত্রী
সংখ্যা ৪৪৫ মিলিয়ন।

মুম্বইয়ের লোক ট্রেনের যাত্রী সংখ্যা

মুম্বইয়ের লোক ট্রেনের যাত্রী সংখ্যা

মুম্বইয়ের ট্রেনে যে সংখ্যক যাত্রী যাতায়াত করেন, ,সেই সংখ্যক মানু। বাস
করেন পাপুয়া নিউ গিনিতে।

English summary
Unknown and interesting facts regarding India's population
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X