For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দুটি বিশেষ রেকর্ড গড়েছেন অটল বিহারী বাজপেয়ী

ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে দুটি রেকর্ড গড়েছেন অটল বিহারী বাজপেয়ী।

  • |
Google Oneindia Bengali News

জনতা দল সরকারের হয়ে ১৯৭৭ সালে ইন্দিরা গান্ধীর কংগ্রেসকে সরিয়ে মোরারজী দেশাই যখন ক্ষমতায় এলেন তখন অটল বিহারী বাজপেয়ী হয়েছিলেন বিদেশমন্ত্রী। জরুরি অবস্থার পর সেই সরকার অনেক আশা জাগিয়ে ক্ষমতায় এলেও ২ বছর পরই দেশাই পদ থেকে সরে দাঁড়ান। পরে যায় সরকার। ততদিনে বাজপেয়ী জাতীয় রাজনীতির অন্যতম চেনা মুখ হয়ে গিয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দুটি বিশেষ রেকর্ড গড়েছেন অটল বিহারী বাজপেয়ী

বিশেষ করে বিজেপির সবচেয়ে বড় নেতা তো বটেই। তাঁর নেতৃত্বে ১৯৮৪ সালে লোকসভা নির্বাচনে লড়ে বিজেপি মাত্র ২টি আসন পায়। তার ১২ বছরের মধ্যে কেন্দ্রে প্রধানমন্ত্রী হন বাজপেয়ী। যদিও সেই সরকার ১৩দিনের বেশি টেঁকেনি।

১৯৯৬ সালের লোকসভা নির্বাচনে প্রথমবার সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সবচেয়ে বেশি আসন জেতে ভারতীয় জনতা পার্টি। প্রথমবার সরকার গড়ার ডাক দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন অটল বিহারী বাজপেয়ী।

[আরও পড়ুন: বাজপেয়ীর প্রয়াণে কী বললেন পাকিস্তানের ভাবী প্রধানমন্ত্রী ইমরান খান][আরও পড়ুন: বাজপেয়ীর প্রয়াণে কী বললেন পাকিস্তানের ভাবী প্রধানমন্ত্রী ইমরান খান]

সেই প্রথম ভারতবর্ষের প্রধানমন্ত্রী হন কোনও বিজেপি নেতা। রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মা প্রথা মতো সরকার গড়ার ডাক দেন বাজপেয়ীকে। তিনি দেশের দশম প্রধানমন্ত্রী হিসাবে শপথও নেন। যদিও শপথগ্রহণের মাত্র ১৩দিনের মধ্যে বাজপেয়ীর সরকার পড়ে যায়। লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হন তিনি। ভোটে ১৬১টি আসন পেয়েছিল বিজেপি। কংগ্রেস পেয়েছিল ১৪০টি আসন। জনতা দলের ফ্রন্ট ৭৯টি ও বামেরা সেবার ৫২টি আসন পেয়েছিল।

[আরও পডুন: অটল বিহারী বাজপেয়ীর সবচেয়ে পছন্দের মিষ্টি কি ছিল জানেন ][আরও পডুন: অটল বিহারী বাজপেয়ীর সবচেয়ে পছন্দের মিষ্টি কি ছিল জানেন ]

সেই ঘটনার পরে ১৯৯৮ সালে ফের একবার ১৩ মাসের জন্য ক্ষমতায় আসে বাজপেয়ী সরকার। তারপরে ১৯৯৯ সালের লোকসভা নির্বাচনে জিতে পাকাপাকি ক্ষমতায় আসেন বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার। যা প্রথম অকংগ্রেসী সরকার হিসাবে প্রথমবার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করে। যা একটি রেকর্ড। পাশাপাশি ১৯৯৬ সালে বাজপেয়ীর ১৩ দিনের দায়িত্বগ্রহণও প্রধানমন্ত্রী হিসাবে সবচেয়ে কম সময়ের হিসাবে রেকর্ডবুকে লেখা রয়েছে।

[আরও পডুন:'বাজপেয়ী মহান নেতা', শোকবার্তা ভেসে এল ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা থেকেও ][আরও পডুন:'বাজপেয়ী মহান নেতা', শোকবার্তা ভেসে এল ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা থেকেও ]

English summary
Two records Atal Bihari Vajpayee has made being the PM of India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X