For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ খুললেই 'কেলোর কীর্তি'! এযাবৎকালে বিপ্লব দেবের 'বৈপ্লবিক বাণী' একনজরে

ত্রিপুরায় নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব যবে থেকে ক্ষমতায় এসেছেন, তবে থেকে বিতর্কই তাঁর নিত্যসঙ্গী।

  • |
Google Oneindia Bengali News

মুখ খুললেই কেলোর কীর্তি। ত্রিপুরায় নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব যবে থেকে ক্ষমতায় এসেছেন, তবে থেকে বিতর্কই তাঁর নিত্যসঙ্গী। রাজ্যে কী উন্নয়নমূলক প্রকল্প করছেন তা নিয়ে যত না আলোচনা হচ্ছে, তার কয়েক হাজার গুণ বেশি আলোচনা হচ্ছে, বিপ্লব দেব কী কী বিতর্কিত মন্তব্য করেছেন তা নিয়ে। ছোট রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী হয়েও জাতীয় সংবাদমাধ্যমের শিরোনামে তিনি আসছেন বারবার তাঁর বিতর্কিত মন্তব্যের জন্যই।

মহাভারতের যুগে ইন্টারনেট

মহাভারতের যুগে ইন্টারনেট

মহাভারতের যুগেও ইন্টারনেট ছিল। ইন্টারনেট ছিল বলেই সঞ্জয় অন্ধ ধৃতরাষ্ট্রকে রাজমহলে বসেই কুরুক্ষেত্র যুদ্ধের বর্ণনা দিতে পেরেছিলেন। মহাভারতের যুগে স্যাটেলাইট ব্যবস্থাও ছিল। তবে কূপমণ্ডুকেরা তা বিশ্বাস করেন না।

মমতাকে আক্রমণ

মমতাকে আক্রমণ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে তির্যক আক্রমণ। উত্তর-পূর্বে বিজেপির জয় নিয়ে মমতা ততটা চিন্তিতও নন। ভোটের ফলে পর স্পষ্ট জানিয়েছিলেন তিনি। মাত্র ২৫ লক্ষ জনসংখ্যার একটি রাজ্যের জনগণকে ভোট মেশিনারি দিয়ে জিতে বিজেপির আনন্দ করার কিছু নেই। এমনভাবেই বিজেপির ত্রিপুরা জয়কে ব্যাখ্যা করেছিলেন মমতা। তার প্রেক্ষিতে বিপ্লব বলেন, মমতা দিদির মাথা খারাপ হয়ে গিয়েছে। হাসপাতালে গিয়ে মাথা পরীক্ষা করান। ওঁনার উচিত মানসিক শান্তির জন্য মন্দিরে যাওয়া।

ডায়না হেডেনকে তির্যক মন্তব্য

ডায়না হেডেনকে তির্যক মন্তব্য

বিশ্বের দরবারে ভারতীয় নারী বলতে অভিনেত্রী তথা প্রাক্তন মিস ওয়ার্ল্ড ঐশ্বর্য রাইকে বোঝায়। প্রাক্তন মিস ওয়ার্ল্ড ডায়না হেডেন ভারতীয় নারীর প্রতিনিধি হতে পারেন না। ঐশ্বর্য রাই সুন্দরী। আমি ডায়না হেডেনের সৌন্দর্য বুঝি না। আগেকার যুগে ভারতীয় মহিলারা প্রসাধন ব্যবহার করতেন না। তাঁরা শ্যাম্পু ব্যবহার করতেন না, মেছির জল আর কাদা মাটি দিয়ে মাথা ধুয়ে নিতেন। এই বিউটি পেজেন্ট আয়োজকরা হল আন্তর্জাতিক মার্কেটিং মাফিয়া।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের পরামর্শ

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের পরামর্শ

সিভিল ইঞ্জিনিয়াররা সিভিল সার্ভিসের জন্য উপযুক্ত। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের সিভিল সার্ভিসে যাওয়া উচিত নয়। কারণ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের চেয়ে সিভিল ইঞ্জিনিয়ারদের জ্ঞান অনেক বেশি।

দুধ দোয়ানোর পরামর্শ

দুধ দোয়ানোর পরামর্শ

শিক্ষিত যুবকরা চাকরির জন্য নেতার পিছনে না ঘুরে দুধ বেচুন। দুধ বেচলে ১০ বছরে ১০ লক্ষ টাকা আয় করতে পারবেন। দুধ ৫০ টাকা কিলো। রাজনৈতিক দলের পিছনে না ঘুরে এটা করাই সবচেয়ে ভালো উপায়।

নখ উপড়ে নেওয়ার হুমকি

নখ উপড়ে নেওয়ার হুমকি

ত্রিপুরার বিজেপি সরকারের পিছনে লাগলে ভালো হবে না। নখ উপড়ে নেওয়া হবে। কারও মনে যেন কোনও সন্দেহ না থাকে যে এটা বিপ্লব দেবের সরকার। এক সরকারি অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে বিপ্লব একথা বলেন।

রবীন্দ্রনাথের নোবেল প্রত্যাখ্যান

রবীন্দ্রনাথের নোবেল প্রত্যাখ্যান

ব্রিটিশদের বিরুদ্ধে লড়তে গিয়ে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ত্রিপুরার উদয়পুরে রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন বিপ্লব। যদিও ঘটনা হল, জালিয়াল ওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর নাইট উপাধি রবিঠাকুর ত্যাগ করেন।

English summary
List of controversial statements made by Tripura CM Biplab Deb after reigning in office
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X