For Quick Alerts
For Daily Alerts
(ছবি) জনপ্রিয় কার্টুন 'টম অ্যান্ড জেরি' নিয়ে এই ১০টি তথ্য সম্ভভত আপনি জানেন না
ছোটবেলায় টম অ্যান্ড জেরি কার্টুন দেখি এমন মানুষ আর কজন আছেন বলুন দেখি। আট থেকে আশি সবাই এই ইঁদুর বিড়ালের খুনসুঁটিতে গোটা বিশ্ব মজে রয়েছে।
আজও টিভির চ্যানেল ঘোরাতে ঘোরাতে কোনও চ্যানেলে টম ও জেরির সাক্ষাৎ পেয়ে গেলে হাত যেন রিমোটের পরের চ্যানেলে যাওয়ার জন্য সায় দেয় না।
টম আর জেরির দুষ্টুমিষ্টি সম্পর্ক সবার মুখে হাসি ফোটায়। তবে টম অ্যান্ড জেরির কত বড়ই ভক্ত হোন না কেন সবার পক্ষে তো সব জানা সম্ভব নয়। আমাদের ধারণা এমন কিছু তথ্য রয়েছে এই কার্টুন নিয়ে যা অনেকেই সম্ভবত জানেন না। তাহলে আসুন গুগলকে ছবি সৌজন্যর জন্য ধন্যবাদ জানিয়ে তথ্যগুলি একঝলকে দেখে নেওয়া যাক।
{photo-feature}