For Quick Alerts
For Daily Alerts
(ছবি) সারদা-রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে গ্রেফতার তৃণমূলের যে বড় মাথারা!
সারদা হুজ্জুতি শেষ। এবার শুরু হয়েছে রোজভ্যালি চিটফান্ডে ধরপাকড়। চারদিন আগেই গ্রেফতার হয়েছেন তৃণমূল সাংসদ তাপস পাল। এদিন লম্বা জেরার পর সিবিআই গ্রেফতার করল তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে।
সারদা চিট ফান্ড হোক বা রোজভ্যালি কাণ্ড কম তৃণমূল নেতানেত্রীদের নাম জড়ায়নি। নাম জড়ানোই বা শুধু কেন, তৃণমূলের রাঘব বোয়ালদের গ্রেফতারও হতে হয়েছে। ২০১৩ সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত তৃণমূলের কোন নেতা নেত্রীরা চিটফান্ড দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হয়েছেন আসুন একঝলকে দেখে নেওয়া যাক।
{photo-feature}