For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৮-তে ব্রা নিয়ে এই ভুলগুলির পুনরাবৃত্তি করবেন না

নতুন বছর থেকে ভ্রান্তি কাটিয়ে ব্রা সম্পর্কে কিছু সঠিক ধারণা তৈরি করে ফেলা ভালো মহিলাদের জন্য। এমনই মত বিশ্বের বহু অন্তর্বাস ডিজাইনারের। তাঁদের পরামর্শগুলি দেখে নেওয়া যাক।

  • |
Google Oneindia Bengali News

বয়ঃসন্ধিতে মেয়েদের জীবনের একটা বড় ঘটনা পোশাক পরার ধরন। সঠিক অন্তর্বাস না থাকলে সঠিক পোশাকও মানায় না। আর কোন ধরনের অন্তর্বাস সঠিক, তা জানা ভালো বয়ঃসন্ধি থেকেই । অন্তর্বাস নিয়ে মহিলাদের মধ্যে বেশ কিছু ভ্রান্তি কাজ করে। নতুন বছর থেকে এই ভ্রান্তি কাটিয়ে ব্রা সম্পর্কে কিছু সঠিক ধারণা তৈরি করে ফেলা ভালো মহিলাদের জন্য। এমনই মত বিশ্বের বহু অন্তর্বাস ডিজাইনারের। তাঁদের পরামর্শগুলি দেখে নেওয়া যাক।

অন্তর্বাস সম্পর্কে ধারণা

অন্তর্বাস সম্পর্কে ধারণা

প্রথমেই ব্যান্ড সাইজ মেপে নিতে হবে। এজন্য একটি টেপ দিয়ে পিঠ থেকে বুকের সামনের অংশ পর্যন্ত মাপ নিতে হবে। একবার আলগা করে একবার একবার একটু টাইট করে। এরপর দুটি মাপের মধ্যে পরিসংখ্যানের যে পার্থক্য থাকবে তা ধরেই কিনতে হবে ব্রা। দুটি মাপের মধ্যে সংখ্যাগত পার্থক্য ২ ইঞ্চি হলে , সেই সাইজের 'বি'মাপের ব্রা অপনার পক্ষে উপযুক্ত।

যে বিষয়গুলি দেখে কেনা উচিত

যে বিষয়গুলি দেখে কেনা উচিত

ব্রায়ের চারিদিকে উপয়ুক্ত টিস্যু আছে কিনা দেখে নেওয়া উচিত। টিস্যু বেশি থাকা ভালো না, তাতে অস্বস্তির পরিমাণ বাড়ে। সবসময়ে ব্রায়ের দুটি কাপ-এর মধ্যে যে সংযোগের জায়গা রয়েছে (গোর) সেটি যেন গায়ে না ফোটে তা দেখে নেওয়া উচিত।

কীভাবে গায়ে বসবে ব্রা

কীভাবে গায়ে বসবে ব্রা

ব্রা যখন পরিধান করা হবে তখন প্রথমেই খেয়াল রাখতে হবে, সেটি যেন আপনাকে অস্বস্তিতে না ফেলে দেয়। তাই আপনার রিবের উপর ব্রায়ের যে অংশটি লেগে থাকছে সেটি যেন মোলায়েম ও নরম বা ফ্ল্যাট থাকে। সেই জায়গাটিতে যদি অস্বস্তি হয়, তাহলে ব্রা-য়ের ব্যান্ড সাইজ পাল্টেনিন।

খারাপ মানের ব্রা কিনবেন না

খারাপ মানের ব্রা কিনবেন না

কোথাও ডিসকাউন্ট পাচ্ছেন, বা কোনও খারাপ মানের ব্রা পেয়ে যাচ্ছেন সাধ্য মত দামে , আর তাই লোভে পড়ে কিনে ফেললেন আপনি! এটা কখনওই করবেন না। তাতে ক্ষতি হবে আপনার শরীরেরই।

 পর পর দু'দিন একই ব্রা পরা উচিত নয়

পর পর দু'দিন একই ব্রা পরা উচিত নয়

যদি মনে হচ্ছে ব্রা-টি আলগা হয়ে গিয়েছে , তাহলে কখনওই ওই ব্রা না ধুয়ে-কেচে পরা উতি নয়। নিজের কাপ-এর সাইজ সম্পর্কে সঠিক ধারণার পরই একটি ব্রা কেন উচিত।

 কী ধরণের ব্রা কেন উচিত

কী ধরণের ব্রা কেন উচিত

একটা ভালো মানের ব্রা-তে সবসময়ে ব্যান্ড ভালো হওয়া জরুরি। ৯০ শতাংশ ভার এই ব্যান্ডই বহন করে, বাকি ১০ শতাংশ বহন করে স্ট্র্যাপ।

স্তনের মাপ অনুযায়ী ব্রা কেনার দিন পুরনো

স্তনের মাপ অনুযায়ী ব্রা কেনার দিন পুরনো

বর্তমানে যেভাবে পোশাক পরিধানের ধরণ ধারণ পরির্তন হয়েছে, তেমনই পরিবর্তিত হয়েছে ব্রা পরির ধরণ। কেবলমাত্র স্তনের মাপ অনুযায়ী ব্রা কেনা উচিত হনয়। স্তনের আকারও এক্ষেত্রে একটি বড় দিক। দুটি স্তনের পরিমাপ সমান না হলে , একটু বড় মাপটি অনুযায়ী ব্রা কেনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

English summary
Always get fitted. Your bra size changes dramatically with weight gain and loss, child-bearing and hormonal changes throughout life," says designer Nachiket Barve.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X