For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাজারে গিয়ে কলা কিনছেন! সাবধান, দামের বহরে ঘটি-বাটি বেচার অবস্থা হতে পারে

কলা কে না কেনেন। তাই সকলেরই জানা কলার দাম কত। বাজারে সাধারণত বিভিন্ন জাতের কলা পাওয়া যায়। এক এক জাতের কলার দাম এক একেক রকম।

Google Oneindia Bengali News

কলা কে না কেনেন। তাই সকলেরই জানা কলার দাম কত। বাজারে সাধারণত বিভিন্ন জাতের কলা পাওয়া যায়। এক এক জাতের কলার দাম এক একেক রকম। সবচেয়ে দামি কলার নাম কাঁঠালি। কিন্তু, তা বলে কতটা দামি হতে পারে কলা! যে ১ টা কলা কিনতেই ঘটি-বাটি বেঁচে দিতে হতে পারে!

বাজারে গিয়ে কলা কিনছেন! সাবধান, দামের বহরে ঘটি-বাটি বেচার অবস্থা হতে পারে

গল্প মনে হলেও সত্যি। এমনই এক ঘটনা ঘটেছে ব্রিটেনে। শুধু ১টা কলার দাম শুনে প্রায় ভিড়মি খেয়ে পড়েছিলেন ববি গর্ডন। তিনি গিয়েছিলেন আসডা বলে একটি সুপার মার্কেটের স্টোরে। জিনিস-পত্র কেনার পর মোটামুটি হিসেব করে ববি দেখেছিলেন তিনি ১০০ পাউন্ডের সামান্য কম কিছু বাজার করেছেন। ১০০ পাউন্ড মানে ভারতীয় মুদ্রায় আনুমানিক ৯০০০ টাকা।

ববির হিসেব অবশ্য কিছুক্ষণের মধ্যেই উল্টে যায়। যখন তিনি দেখেন সুপারমার্কেট স্টোর থেকে তাঁকে যে বিল দেওয়া হয়েছে তাতে একটা কলার দামই লেখা হয়েছে ৯৩০.১১ পাউন্ড। ভারতীয় মুদ্রায় যা আনুমানিক ৮৭০০০ টাকা।

ক্ষিপ্ত ববি সঙ্গে সঙ্গে কলার ছবি দিয়ে টুইট করেন। আসদা পরে ক্ষমা চেয়ে নিলেও গোটা ঘটনাকে মজার ছলে সামাল দেওয়ার চেষ্টা করে. আসদা জানায়, 'আমরা জানি আমাদের বিক্রিত কলা খুবই অসাধারণ, কিন্তু তা বলে তার মূল্য অতটা নয়। আসলে সিস্টেমে কিছু সমস্যা থাকায় এটা হয়েছে।'

কলার দাম নিয়ে ববির টুইট সোশ্যাল মিডিয়া সাড়া ফেলে দেয়। টুইটারে শুরু হয়ে যায় হাসাহাসি। সকলে আসদা সুপারমার্কেট কর্তৃপক্ষকে নিয়ে একের পর এক টুইট করতে থাকে।

English summary
The price of single banana has made a huge cry in social media some days before. A woman of UK was surprised when she had gone to pay the amount of a banana.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X