For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের এই জনপ্রিয় রাজনীতিকরা আসলে শিক্ষক হিসাবেও পরিচিত

এমন অনেক মানুষ রয়েছে যারা আসলে প্রকৃত অর্থেই শিক্ষক ছিলেন। পরে রাজনীতিতে এসে দেশসেবার কাজ করেছেন।

  • |
Google Oneindia Bengali News

শিক্ষক দিবসের উদ্দেশ্য শুধু এইদিনে শিক্ষাগুরুদের সম্মান জানানোই নয়, নিজেকে আরও ভালোভাবে যাতে গড়ে তোলা যায় তার শপথ নেওয়া। স্কুল-কলেজে অনেক শিক্ষকই থাকেন যারা ছাত্রদের মননে গভীর ছাপ ফেলেন। এর পাশাপাশি সামাজিক জীবনেও এমন অনেক শিক্ষকের অবদান অস্বীকার করা যায় না। সামনে থেকে না পেলেও দূর থেকে দেখে অনেকের থেকে নানা কিছু শেখা যায়। ভারতের রাজনীতিতে শত খারাপের মধ্যেও এমন অনেক মানুষ রয়েছে যারা আসলে প্রকৃত অর্থেই শিক্ষক ছিলেন। পরে রাজনীতিতে এসে দেশসেবার কাজ করেছেন। এমন কয়েকজনকে দেখে নেওয়া যাক একনজরে।

মনমোহন সিং

মনমোহন সিং

দেশের একমাত্র আরবিআই গভর্নর যিনি পরে প্রধানমন্ত্রীও হয়েছেন। মনমোহন সিংয়ের অর্থনীতির জ্ঞান প্রশ্নাতীত। তিনি যতটা রাজনীতিক হিসাবে পরিচিত, ততটাই অর্থনীতিবিদ হিসাবেও সমাদৃত। অর্থনীতির ডিগ্রিধারী মনমোহন সিং বহুদিন শিক্ষকতা করেছেন। দিল্লি স্কুল অব ইকোনমিক্স, পাঞ্জাব ইউনিভার্সিটি, জেএনইউ-তে পড়িয়েছেন তিনি।

যোগেন্দ্র যাদব

যোগেন্দ্র যাদব

আম আদমি পার্টি থেকে বহিঃষ্কৃত নেতা যোগেন্দ্র যাদব এখন স্বরাজ ইন্ডিয়ার নেতা। তবে তিনি আদতে একজন শিক্ষক, তারপরে রাজনীতিবিদ। দিল্লির সেন্টার অব ডেভেলপিং সোসাইটির সিনিয়র ফেলো হিসাবে ২০০৪ সাল থেকে কাজ করছেন তিনি। লোকনীতি নামে রিসার্চ প্রোগ্রামের তিনি প্রতিষ্ঠাতা। রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করার পরে জেএনইউ থেকে স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেন তিনি। পরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি নেন।

মুলায়ম সিং যাদব

মুলায়ম সিং যাদব

সমাজবাদী পার্টির সবচেয়ে বড় নেতা মুলায়ম সিং যাদব আদ্যন্ত রাজনীতিক হলেও একসময়ে তিনি লেকচারার হিসাবে জীবন শুরু করেন। উত্তরপ্রদেশের কারহাইলে তিনি শিক্ষকতা করতেন। শিক্ষকতার ট্রেনিংও নিয়েছিলেন তিনি। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হওয়ার পরে বিটি ডিগ্রি পাশ করেন তিনি। এরপরে আগ্রা বিশ্ববিদ্যালয়ের অধীনে এমএ পাশ করেন।

সুব্রহ্মণ্যম স্বামী

সুব্রহ্মণ্যম স্বামী

রাজনীতিবিদ হিসাবে নানা সময়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এলেও স্বামী অর্থনৈতিক বিশেষজ্ঞ ও আইনজীবীও বটে। ১৯৬৫ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি করেন তিনি। পরে সেখানেই পড়াতে শুরু করেন। এছাড়া আইনজীবী হিসাবেও যথেষ্ট পরিচিত তিনি।

মুরলী মনোহর জোশী

মুরলী মনোহর জোশী

মেরঠ কলেজ থেকে প্রথমে বিএসসি ও পরে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি, পিএইচডি ডিগ্রি পাওয়া মুরলী মনোহর জোশীকে সারা দুনিয়া চেনে রাজনীতিবিদ হিসাবেই। একসময়ের সর্বভারতীয় বিজেপি সভাপতি মুরলী মনোহর কেন্দ্রের মন্ত্রিত্বও সামলেছেন। তবে তার আগে এলাহাবাদে পড়িয়েছেন ও সেখানকার শিক্ষক অ্যাসোসিয়েশনের সভাপতিত্ব করেছে। হিন্দিতে পদার্থবিদ্যার গবেষণা লিখে তিনি খ্যাতি পান।

English summary
Teachers Day Special; Faces on Indian politics who are teachers first
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X