For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সম-সাময়িক প্রায় সব অভিনেতার সঙ্গেই অভিনয় শ্রীদেবীর, একনজরে কয়েকজন

অমিতাভ, মিঠুন থেকে শুরু করে সলমন, শাহরুখ। সবার সঙ্গেই অভিনয় করেছেন শ্রীদেবী। বাদ যাননি ঋষি কাপুর, অনিল কাপুর থেকে বিনোদ খান্না কেউই। অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গেও।

  • |
Google Oneindia Bengali News

অমিতাভ, মিঠুন থেকে শুরু করে সলমন, শাহরুখ। সবার সঙ্গেই অভিনয় করেছেন শ্রীদেবী। বাদ যাননি ঋষি কাপুর, অনিল কাপুর থেকে বিনোদ খান্না কেউই। অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গেও। এর মধ্যে কোনও ছবি হিট হয়েছে, কোনওটি আবার মেগা হিট।

অমিতাভ বচ্চনের সঙ্গে

অমিতাভ বচ্চনের সঙ্গে

অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনীত শ্রীদেবীর ছবিগুলির মধ্যে রয়েছে ইনকিলাব(১৯৮৪), আখরি রিস্তা(১৯৮৬), খুদা গাওয়া(১৯৯২), ইংলিশ বিংলিশ(২০১২), বম্বে টকিজ(২০১৩)।

মিঠুন চক্রবর্তীর সঙ্গে

মিঠুন চক্রবর্তীর সঙ্গে

রিয়েল লাইফ কাপলের মতোই চারটি ছবিতে অভিনয় করেছিলেন শ্রীদেবী এবং মিঠুন। ছবিগুলি হল জং উঠা ইনসান(১৯৮৪), ওয়াতন কে রাখওয়ালে(১৯৮৭), ওয়াক্ত কি আওয়াজ(১৯৮৮) এবং গুরু(১৯৮৯)। তাঁরা দুজনে গোপনে বিয়ে করলেও, পরবর্তী সময়ে সেই সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন শ্রীদেবী।

সলমন খানের সঙ্গে

সলমন খানের সঙ্গে

চাঁদ কা টুকড়া(১৯৯৪) ছবিতে সলমন খানের বিপরীতে অভিনয় করেছিলেন শ্রীদেবী। এছাড়াই দুজনের অভিনীত ছবিগুলির মধ্যে রয়েছে চন্দ্রমুখি(১৯৯৩), ঝোমা চুম্মা ইন লন্ডন( ১৯৯১), মিস্টার ইন্ডিয়া(২০১৩), মম।

শাহরুখ খানের সঙ্গে

শাহরুখ খানের সঙ্গে

বেশ কয়েকটি ছবিতে শাহরুখ খানে সঙ্গে অভিনয় করেছেন শ্রীদেবী। ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য আর্মি(১৯৯৬)। শাহরুখের বিপরীতে জিরো ছবিতেও অভিনয় করেছেন শ্রীদেবী। ছবিটি সম্ভবত চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাবে।

নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে

নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে

নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে মম(২০১৭), বম্বে টকিজ(২০১৩) ছবিতে অভিনয় করেছিলেন শ্রীদেবী।

জিতেন্দ্রর সঙ্গে

জিতেন্দ্রর সঙ্গে

অভিনেতা জিতেন্দ্রের সঙ্গে সারফরোস(১৯৮৫), জাস্টিস চৌধুরী( ১৯৮৩), বলিদান(১৯৮৫), তোফা(১৯৮৪), মজাল(১৯৮৭)-এর মতো ছবিতে অভিনয় করেছিলেন শ্রীদেবী।

অনিল কাপুরের সঙ্গে

অনিল কাপুরের সঙ্গে

অনিল কাপুরের সঙ্গে অভিনীত ছবিগুলির মধ্যে রয়েছে কর্মা(১৯৮৬), জানবাজ(১৯৮৬), লামহে(১৯৯১), মিস্টার ইন্ডিয়া(১৯৮৭), মিস্টার বেচারা(১৯৯৬), ল্যাডলা(১৯৯৪)।

রজনীকান্তের সঙ্গে

রজনীকান্তের সঙ্গে

ধর্ম যুদ্ধম, আয়িরাম জেনমঙ্গল মতো একাধিক তামিল ছবিতে রজনীকান্তের সঙ্গে অভিনয় করা ছাড়াও জুলম কি জঞ্জির, ফারিস্তার মতো ছবিতে তামিল সুপারস্টারের বিপরীতে অভিনয় করেছিলেন শ্রীদেবী।

 রাজেশ খান্নার সঙ্গে

রাজেশ খান্নার সঙ্গে

অভিনেতা রাজেশ খান্নার সঙ্গেও একাধিক ছবি করেছেন শ্রীদেবী। ছবিগুলির মধ্যে নয়া কদম(১৯৮৪), মকসদ(১৯৮৪), মাস্টারজি(১৯৮৫), নজরানা( ১৯৮৬) উল্লেখযোগ্য।

সঞ্জয় দত্তের সঙ্গে

সঞ্জয় দত্তের সঙ্গে

সঞ্জয় দত্তের সঙ্গে শ্রীদেবী অভিনয় করেছেন গুমরা(১৯৯৩), আতিস(১৯৯৪), খুন কা কর্জ(১৯৯১), সাদক(১৯৯১), হাতিয়ার(২০০২)-সহ অগণিত ছবিতে।

জ্যাকি শ্রফের সঙ্গে

জ্যাকি শ্রফের সঙ্গে

জ্যাকি শ্রফের সঙ্গেও বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন শ্রীদেবী। ছবিগুলির মধ্যে রয়েছে পাথর কা ইনসান(১৯৯০), মেই তেরা দুষ্মণ(১৯৮৯), রূপ কা রানি চোর কা রাজা(১৯৯৩)।

আদিল হোসেনের সঙ্গে

আদিল হোসেনের সঙ্গে

আদিল হোসেনের সঙ্গে অভিনীত ছবির মধ্যে উল্লেখযোগ্য ইংলিশ বাংলিশ।

English summary
Sridevi performs her role against all the actors acting at the same time
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X