For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেলের টিকিট কাটতে এবার আবশ্যক হতে চলেছে আধার কার্ড!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর : খুব শীঘ্রই রেলের টিকিট বুক করতে আধার কার্ড আবশ্যক হতে চলেছে বলে ভারতীয় রেল সূত্রে নির্দশিকা জারি হতে চলেছে বলে জানা গিয়েছে। এর ফলে একমাত্র আধার কার্ড থাকা ব্যক্তিরাই রেলের টিকিট কাটতে পারবেন। ফলে যাদের আধার কার্ড এখনও হয়নি তাঁরা যাতে এটি তাড়াতাড়ি অর্জন করেন, সেজন্যই এই ঘুরপথে চেষ্টা বলে মনে করা হচ্ছে। [রেলে চালু হচ্ছে 'ফ্লেক্সি ফেয়ার', ঘুরপথে ভাড়া বাড়ছে]

কেন্দ্রের পরিসংখ্যান বলছে, অন্তত ৯৬ শতাংশ ভারতীয়র আধার কার্ড রয়েছে। বাকী চার শতাংশকেও খুব তাড়াতাড়ি আধার কার্ড বিতরণ হয়ে যাবে। ফলে টিকিট বুক করতে সমস্যা হওয়ার কথা নয়। এই বছরের ডিসেম্বর মাস থেকে এই নিয়ম লাগু হতে পারে বলে ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে। [ট্রেনে কলকাতা থেকে দিল্লি পৌঁছনো যাবে ৫ ঘণ্টারও কম সময়ে!]

রেলের টিকিট কাটতে এবার আবশ্যক হতে চলেছে আধার কার্ড!

রেলের সূত্র জানাচ্ছে, সংরক্ষিত ও অসংরক্ষিত দুটি ক্ষেত্রেই টিকিট বুক করতে আধার কার্ড আবশ্যক হতে চলেছে। অনলাইনে হোক অথবা কাউন্টারে, টিকিট কাটতে গেলে আধার কার্ডের তথ্য জানাতেই হবে। অর্থাৎ যেকোনও শর্তেই আধার কার্ড বাঞ্ছনীয় করতে চলেছে কেন্দ্র। [আধার নম্বর না থাকলে এই সুবিধাগুলো হাতছাড়া হতে পারে আপনার!]

এই ব্যবস্থা চালু হলে রেলযাত্রীদেরই সুবিধা হবে বলে রেল আধিকারিকেরা জানিয়েছেন। তাঁরা বলছেন, যাত্রীদের সম্পর্কে সঠিক তথ্য রেলের হাতে থাকলে টিকিটে ছাড় সহ একাধিক সুবিধা কাঙ্খিত যাত্রীদের দেওয়া সম্ভব হবে। অনেক বেশি এবং সঠিক ব্যক্তি রেল থেকে উপকৃত হতে পারবে। [হারিয়ে যাওয়া আধার কার্ডের 'ডুপ্লিকেট কপি' পেতে কীভাবে জানাবেন আবেদন?]

এর পাশাপাশি এজেন্টদের জাল টিকিট বুকিং যেমন আটকানো সম্ভব হবে, তেমনই রেলের বিমারও সুবিধা পেতে পারবেন যাত্রীরা। আগে যিনি টিকিট বুকিং করতেন, তিনিই শুধুমাত্র বিমার সুবিধা পেতেন। এখন সকলের তথ্য থাকলে সকলেই সেই আওতায় আসবেন।

English summary
Soon, Aadhaar cards will be mandatory to book rail tickets
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X