For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পছন্দের দ্রুত গতির গাড়িই কেড়ে নিল প্রাণ, একনজরে সনিকা সিং চৌহন (১৯৯০-২০১৮)

খাস কলকাতার রাস্তায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল তরুণ মডেল সনিকা সিং চৌহানের। দ্রুত গতি মুহূর্তে কেড়ে নিল প্রাণোচ্ছল একটি প্রাণ। মডেল দুনিয়ার জনপ্রিয় মুখ ছিলেন সনিকা।

Google Oneindia Bengali News

কলকাতা, ২৯ এপ্রিল : খাস কলকাতার রাস্তায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল তরুণ মডেল সনিকা সিং চৌহানের। দ্রুত গতি মুহূর্তে কেড়ে নিল প্রাণোচ্ছল একটি প্রাণ। মডেল দুনিয়ার জনপ্রিয় মুখ ছিলেন সনিকা।[গতির বলি মডেল সনিকা, জখম অভিনেতা বিক্রম, সিট বেল্ট না বাঁধায় খোলেনি এয়ারব্যাগ]

একঝলকে দেখে নিন সনিকার জীবনের গুরুত্বপূর্ণ কিছু তথ্য।[পলিট্রমায় আক্রান্ত অভিনেতা বিক্রম সংজ্ঞাহীন, মাথায় পাঁচটি সেলাই, ঘাড়ে ও পায়েও আঘাত]

১.

১.

কলকাতার বাসিন্দা সনিকা। ১৯৯০ সালে জন্ম। লা মার্টিনিয়া স্কুলের ছাত্রী ছিলেন। এরপরে মাউন্ট কারমেল কলেজে পড়াশোনা করেন।

২.

২.

অনেক অল্প বয়সেই মডেলিংয়ের জগতে পা রাথা। সুপার মডেল হিসাবে বেশ কিছু আন্তর্জাতিক ব্র্যান্ডের জন্য মডেলিং করেন সনিকা।

৩.

৩.

২০১৩ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগী ছিলেন সনিকা। কলকাতার মেয়ে সনিকা গোয়ার প্রতিনিধিত্ব করেছিলেন।

8.

8.

খেলার বিষয়ে ছোটবেলা থেকেই আগ্রহ ছিল সনিকার। স্টার, এনডিটিভির মতো বড় ব্র্যান্ডের সঞ্চালক ছিলেন। প্রো কাবাড্ডি লিগে পর পর ২ বছর সঞ্চালনা করেছিলেন।

৫.

৫.

জনপ্রিয় ফুটবলার সুব্রত ভট্টাচার্য়ের ছেলে সাহেব ভট্টাচার্যের বান্ধবী ছিলেন সনিকা।

৬

বিক্রম চট্টোপাধ্যায়, রুক্মিনী মৈত্রর অত্যন্ত ভাল বন্ধু ছিলেন সনিকা।

৭

একটা কথায় খুব বিশ্বাস করতেন সনিকা, "ভাগ্য আপনার জন্য যা লিখে রেখেছে তা কেউ বদলাতে পারবে না।"

৮

দ্রুত গতির গাড়ি পছন্দ ছিল সনিকার। মিস ডিভা ২০১৩ প্রতিযোগিতার আগে জানিয়েছিলেন জিতলে ব্যক্তিগত পছন্দের দ্রুত বেগের গাড়ি কিনব।

৯

মায়ের খুব ঘনিষ্ঠ ছিলেন সনিকা। মায়ের একেবারে আদুরে মেয়ে। মাকে অনুপ্রেরণা মনে করতেন।

১০

১০

প্রাণবন্ত, ব্যক্তিত্বসম্পন্ন এই মডেল-সঞ্চালক সনিকার প্যাশন ছিল মডেলিং।

English summary
Some important facts about Sonika Chauhan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X