For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) গণেশ চতুর্থী ২০১৫: থিমের বাজারে গণপতি কখনও স্পাইডারম্যান, কখনও 'বাহুবলী'

Google Oneindia Bengali News

হাতে মাত্র শুধু আজকের দিনটা। আগামীকাল বৃহস্পতিবার গণেশ চতুর্থ। প্রত্যেক বছরের মতো এবছরও গণেশ পুজোর প্রস্তুতি চলছে জোরকদমে। দুর্গাপুজোতে তো থিমের রমরমা রয়েছেই। পুত্র গণেশও কিন্তু পিছিয়ে নেই।[গণেশ চতুর্থীতে গণপতিকে নিয়ে টুইটারে উপহাস রাম গোপাল বর্মার, ক্ষুব্ধ ভক্তেরা]

নিজের চিরাচরিত নাদুসনুদুস চেহারা বর্জন করে কখনও তিনি সুপারহিরোর পোশাকে। কখনও আবার সিক্স প্যাক অ্যাব, বাইসেপ, ট্রাইসেপ নিয়ে একেবারে নায়কসুলভ ভঙ্গিতে। দেবতা যখন নায়ক তো মেনে নেওয়াই যায়, কিন্তু তা বলে ভিলেন হতেও ছাড়েননি গণপতি বাপ্পা। [গণেশ চতুর্থী পালন করুন চকোলেট মোদকে]

এবারের পুজোতে যে ৬ গণপতি মূর্তি আপনার চক্ষু ছানাবড়া করতে পারে তার ছবি দেখে নিন নিচের স্লাইডে।

স্পাইডারম্যান গণেশ

স্পাইডারম্যান গণেশ

একবার ভাবুন তো দেখি গণেশ বাবাজি স্পাইডারম্যান। ধুতি ছেড়ে বডি হাগিং স্পাইডারম্যান কস্টিউমে। হাত থেকে ফিস্ ফিস্ করে জাল বের করে এছাদ ওছাদের মাথায় ঘুরে বেড়াচ্ছেন। সঙ্গে আবার মাথায় মুকুট।

গব্বর গণেশ

গব্বর গণেশ

কথায় আছে গোবর গণেশ, কিন্তু এ যে গব্বর গণেশ। নায়কোচিত হাবভাব ছেড়ে একেবারে কিনা ভিলেন। ভাবুন গণপতি বাপ্পা বলছেন, "কিতনে আদমি থে..."।

আন্না হাজারে গণেশ

আন্না হাজারে গণেশ

শুধু দুর্নীতি মুক্ত দেশের লড়াইতে নয়, আন্না হাজারের প্রভাব পড়েছে গণপতি বাপ্পার উপরেও।

ক্রিকেটার গণেশ

ক্রিকেটার গণেশ

পায়ে প্যাড, স্পোর্টস শু, হাতে ব্যাট নিয়ে একেবারে প্রস্তুত গজানন। বিশ্বকাপের পর থেকেই ক্রিকেট ম্যানিয়ার রংয়ে মজেছেন সিদ্ধিদাতাও।

বাহুবলী গণেশ

বাহুবলী গণেশ

এবছর মুক্তি পেয়েই ঝড় বক্স অফিসে ঝড় তুলেছিল বাহুবলী সিনেমাটি। আর এই বাহুবলীর প্রভাব পড়েতে গণেশ মূর্তিতেও। নাদা পেট উধাও হয়ে গণেশের এখন সিক্স প্যাক অ্যাব., হাতের পেশীও সুডল।

সেলফি গণেশ

সেলফি গণেশ

সেলফির মাতামাতিতে কীভাবে বাদ যাবেন গণপতি? তাই তো মা-বাবা ও ভাইযএ সঙ্গে সেলফি স্টিকের সাহায্যে সেলফি তুলছেন গণপতি বাপ্পা।

English summary
6 Types Of Ganesha Idols To Rule This Ganesh Chaturthi 2015
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X