For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতাকে ছেড়ে বিজেপিতে যাচ্ছেন শিশির, শুভেন্দু? জল্পনা জোরদার

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২১ জানুয়ারি: মঞ্জুলকৃষ্ণ ঠাকুর কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছেন। শোনা যাচ্ছে, দীনেশ ত্রিবেদীও একই পথে হাঁটবেন। আর এ বার গুঞ্জনে নবতম সংযোজন শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী ও অনুপম হাজরা। মমতার দলের এই তিন হেভিওয়েট সাংসদ তলে-তলে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জল্পনা তৈরি হয়েছে।

আরও পড়ুন: দীনেশ কি ভিড়ছেন বিজেপিতে, মন্তব্য ঘিরে জল্পনা তুঙ্গে
আরও পড়ুন: তৃণমূলে ভাঙন, মমতার মন্ত্রী মঞ্জুলকৃষ্ণ এলেন বিজেপিতে

এক সপ্তাহ আগেই তৃণমূল কংগ্রেসের বিধায়ক পদ তথা মন্ত্রিত্ব ছেড়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন মঞ্জুলকৃষ্ণ ঠাকুর। তাঁর ছেলে সুব্রত ঠাকুরও ভিড়েছেন বিজেপিতে। বনগাঁ লোকসভার উপনির্বাচনে সুব্রতবাবুকে প্রার্থীও করেছে বিজেপি। এদিকে, শোনা যাচ্ছে যে, ব্যারাকপুরের তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদীও বিজেপিতে যাচ্ছেন।

কক

সম্প্রতি শাসক দলের আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে শিশির অধিকারী ও শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা। পূর্ব মেদিনীপুরের এই দুই ওজনদার সাংসদ বিজেপির সঙ্গে আলোচনা চালাচ্ছেন বলে দাবি করেছে ওয়াকিবহাল মহল।

পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে একটা সময় শেষ কথা বলতেন সিপিএমের লক্ষ্মণ শেঠ। তাঁকে বলা হত 'হলদিয়ার মুকুটহীন রাজা'। কিন্তু ২০০৮ সালে নন্দীগ্রাম আন্দোলনের পরপরই মাটি আলগা হয় সিপিএমের। শূন্যস্থান পূরণ করেন শিশির অধিকারী ও শুভেন্দু অধিকারী। বাবা-ছেলে মিলে সিপিএমের কোমর ভেঙে দিয়েছিলেন পূর্ব মেদিনীপুরে। মূলত এই দু'জনের কাঁধে ভর করে আজ ওই জেলায় এত দাপট তৃণমূলের। কাঁথির সাংসদ শিশির অধিকারী ও তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী তাই 'সম্পদ' বলেই বিবেচিত হন রাজনীতিক মহলে।

প্রশ্ন হল, অধিকারীরা কেন ক্ষুব্ধ? সহজ উত্তর, মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণে। কারণ পূর্ব মেদিনীপুরে অধিকারীদের ঘোর দুশমন তৃণমূল কংগ্রেসেরই অখিল গিরি। মমতার সমর্থন থাকায় এখন ইনিই সর্বেসর্বা। যদিও অধিকারীদের মতো জনসমর্থন বা সাংগঠনিক ক্ষমতা এঁর নেই। পাশাপাশি, শুভেন্দু অধিকারীর ঘোর বিরোধী বলে পরিচিত শিউলি সাহাও ছড়ি ঘোরাচ্ছেন বিস্তর। ফলে পূর্ব মেদিনীপুরে দলকে গড়ে তোলার সেনানী অধিকারীরা এখন কোণঠাসা। ছেলের পক্ষ নিয়ে বলতে গেলেও দল পাত্তা দেয়নি শিশিরবাবুকে। তাই দু'জনের ধিকিধিকি ক্ষোভ ক্রমশ বাড়ছে। ফলে বিজেপিতে গিয়ে তৃণমূলকে পাল্টা জব্দ করতে চাইছেন বলে জল্পনা শুরু হয়েছে।

অন্যদিকে, বোলপুরের তরুণ তৃণমূল সাংসদ অনুপম হাজরা দলের একাংশের দুর্নীতি, স্বজনপোষণ নিয়ে বিরক্ত। তিনি তাই দল ছাড়তে মরিয়া বলে খবর। যদিও প্রকাশ্যে এ কথা অস্বীকার করেছেন অনুপমবাবু।

যদি জল্পনা সত্যি হয়, তা হলে বলতেই হবে, তৃণমূলের পক্ষে দুর্দিন ঘনিয়ে আসছে।

English summary
Sisir and Subhendu Adhikari may join BJP also, speculation begins
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X