For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের সঙ্গে অন্য উন্নত দেশগুলির আয়ের ফারাক জানলে ভিরমি খাবেন

বিভিন্ন পেশায় বেতনের কথা যদি ধরা যায় তাহলে উন্নত দেশের সঙ্গে ভারতের ফারাক আকাশ-পাতালের। কেমন সেই ফারাক আসুন জেনে নেওয়া যাক।

  • |
Google Oneindia Bengali News

ভারত একবিংশ শতকে এসে ঝড়ের গতিতে আধুনিকতা সঙ্গে তাল মিলিয়ে ছুটে চলেছে। দেশের সব দিক থেকে অগ্রগতি হচ্ছে। অন্তত দুই দশক আগে আমরা যে অবস্থায় ছিলাম তার থেকে তো বটেই। তবে ঘটনা হল, এসব সত্ত্বেও এখনও কিন্তু আমরা উন্নয়নশীল দেশ হিসাবে বিশ্বের উন্নত দেশগুলির চেয়ে পিছিয়ে রয়েছি। আর বিভিন্ন পেশায় বেতনের কথা যদি ধরা যায় তাহলে উন্নত দেশের সঙ্গে আমাদের ফারাক আকাশ-পাতালের। কেমন সেই ফারাক আসুন জেনে নেওয়া যাক।

আইনজীবী

আইনজীবী

ভারতে আইনজীবী হিসাবে পেশা শুরু করলে বার্ষিক শূন্য থেকে ১ লক্ষ টাকা রোজগার করা যেতে পারে। আর কর্পোরেট ক্ষেত্রে আইনের পেশায় যুক্ত হলে ২-৩ লক্ষ টাকা বছরে রোজগার হতে পারে। অভিজ্ঞতা বাড়লে বছরে ৬-১০ লক্ষ টাকা হতে পারে আপনার রোজগার। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে আইনজীবীরা পেশা শুরু করেন ৩০-৬০ লক্ষ টাকা বার্ষিক মাইনে দিয়ে। অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে তা বছরে ৬০ লক্ষ থেকে ১ কোটি টাকার পৌঁছয়। সুইজারল্যান্ড ও জার্মানি এমনকী নরওয়েতেও বছরে ৮০ লক্ষ টাকা আইনজীবী হিসাবে গড়ে রোজগার করা যায়।

চিকিৎসক

চিকিৎসক

ভারতে এমবিবিএস পাশ করে সরকারি হাসপাতালে কাজ করতে গেলে বার্ষিক আড়াই লক্ষ টাকা রোজগার করা যায়। বেসরকারি হাসপাতালে গেলে বছরে ৪ লক্ষ টাকা রোজগার হতে পারে। অভিজ্ঞতা বাড়লে মাসে লক্ষাধিক টাকা গড়ে রোজগার করতে পারেন এদেশের চিকিৎসকেরা। তবে মার্কিন মুলুকে জুনিয়র চিকিৎসকেরা কাজ শুরুই করেন ৫০ লক্ষ টাকা বছর দিয়ে। পরে তা বছরে ৮০ লক্ষ টাকার বেশিতে পৌঁছে যায়। জার্মানি ও অস্ট্রেলিয়াতে অভিজ্ঞ চিকিৎসকেরা বছরে গড়ে ১ কোটি টাকা রোজগার করেন।

ইঞ্জিনিয়ার

ইঞ্জিনিয়ার

ভারতে ইঞ্জিনিয়ারদের পেশার জৌলুসই যেন হারিয়ে গিয়েছে। এদেশে পাশ করা ইঞ্জিনিয়াররা কাজ শুরু করেন বার্ষিক ১.২ লক্ষ টাকা দিয়ে। অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে তা ৩-৬ লক্ষ টাকা বা তার বেশিও হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে ইঞ্জিনিয়ারদের কদর কিন্তু আলাদা। সেদেশে ইঞ্জিনিয়াররা শুরুতেই পান ৩০ লক্ষ টাকা বার্ষিক। পরে তা বেড়ে ৫০-৬০ লক্ষ টাকা হয়ে যায়। নরওয়ে ও জার্মানিতে এই পদে বছরে ৪৫ লক্ষ টাকা ও সুইজারল্যান্ডে ৫৬ লক্ষ টাকা বেতন পাওয়া যাবে।

সিভিল সার্ভিস

সিভিল সার্ভিস

সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করে এই পেশায় প্রবেশ করা ভারতীয়রা গড়ে বছরে ২.৫ লক্ষ টাকা বেতন দিয়ে চাকরিজীবন শুরু করেন। পরে তা বেড়ে গড়ে ৮ লক্ষ টাকা হয়। এদিকে যুক্তরাষ্ট্রে একজন সিভিল সার্ভিসের কাজ শুরুই করেন ১১ লক্ষ টাকা বেতন দিয়ে। অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে তা বেড়ে ৮৬ লক্ষ টাকা পর্যন্ত হয়ে যায়। কানাডাতে অভিজ্ঞতা থাকলে বছরে ৬৫ লক্ষ টাকা ও সুইজারল্যান্ডে ৭০ লক্ষ টাকা রোজগার করা যায়।

সাংবাদিকতা

সাংবাদিকতা

সাংবাদিকতা নিয়ে জীবন শুরু করলে ভারতে গড়ে ১ লক্ষ টাকা পর্যন্ত মাইনে পাওয়া যায়। অভিজ্ঞতা বাড়লে তা বেড়ে গড়ে ৯ লক্ষ টাকা হতে পারে। এই একই পেশায় মার্কিনিদের জীবন শুরু হয় ১৯ লক্ষ টাকা বার্ষিক বেতন দিয়ে। পরে তা বেড়ে গড়ে ৩৬ লক্ষ টাকা হয়। জার্মানিতে এই বেতন বেড়ে হবে গড়ে ৪৫ লক্ষ টাকা ও ইংল্যান্ডে হবে ৪০ লক্ষ টাকা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞাপনী জগতে প্রবেশ করলে প্রথমে গড়ে বার্ষিক ২ লক্ষ টাকা বেতন পাবেন। অভিজ্ঞতা বাড়লে তা বেড়ে ৮ লক্ষ টাকা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে এই পেশায় এলে বেতন শুরু হবে বার্ষিক ২৩ লক্ষ টাকা থেকে। যা পরে বেড়ে ৪৫ লক্ষ টাকা গড় বার্ষিক বেতনে পৌঁছবে। জার্মানিতে তা হবে ৩৪ লক্ষ ও সুইজারল্যান্ডে হবে বার্ষিক ৬০ লক্ষ টাকা।

English summary
Salary comparison between India and other countries like USA, Germany, Switzerland will leave you shocked
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X