For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শচীন না কোহলি, কে সেরা? সারাদিন তর্ক অব্যাহত স্যোশাল মিডিয়ায়

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

তর্কটা বেশ কিছুদিন ধরেই জমাট বাঁধছিল। বিশেষত অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে টি২০-তে হোয়াইটওয়াশ ও পরে এশিয়া কাপ ঘরে তোলার পরে বহু বিশেষজ্ঞই ম্যাচ জেতানোর ক্ষমতার জন্য কোহলিকে এগিয়ে রাখতে শুরু করেছিলেন।

তবে রবিবাসরীয় রাতে অস্ট্রেলিয়াকে মোহালিতে ধরাশায়ী করার পরে সেই তর্কের বাঁধ ভেঙেছে। বিরাট কোহলি না শচীন, কে সেরা তা নিয়ে এবার দ্বিধাভক্ত আমজনতাও।

শচীন না কোহলি, কে সেরা? সারাদিন তর্ক অব্যাহত স্যোশাল মিডিয়ায়

ভারতীয় ক্রিকেটে শচীন তেন্ডুলকরের যা অবদান তা আর কারও এখনও পর্যন্ত নেই। ২৪ বছরের কেরিয়ারে ক্রিকেট বিশ্বের সমস্ত শৃঙ্গই তিনি জয় করে ফেলেছেন। আর অবসর নিয়েছেন একেবারে সাফল্যের চূড়ায় থেকে।

সুনীল গাভাসকরের বোলার শাসন

ঠিক তার অব্যবহিত পর থেকেই ভারতীয় ক্রিকেটে শুরু হয়েছে বিরাট যুগ। ঠিক যেভাবে সুনীল গাভাসকরের পরে ʼশুধু হয়েছিল লিটল মাস্টার শচীনের যুগ। ঠিক সেভাবেই।

সুনীল গাভাসকর

সত্তর ও আশির দশকের দুর্ধর্ষ সব ক্যারিবিয়ান ফাস্ট বোলার অ্যান্ডি রবার্টস, জোয়েল গার্নার, মাইকেল হোল্ডিং, ম্যালকম মার্শালদের সামনে হেলমেট ছাড়া একেরপর এক টেস্ট সেঞ্চুরি করে গিয়েছেন সুনীল গাভাসকর। ভারতীদের ব্যাটসম্যান সত্ত্বাকে সারা বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করেছেন তিনিই।

শচীন তেন্ডুলকরের লেগাসি

এরপরে এসেছেন ক্রিকেটের বিস্ময় শচীন। গাভাসকরোত্তর ভারতীয় ব্যাটিংকে দুই দশক আগলে রেখেছেন। ওয়াসিম আক্রম, শ্যেন ওয়াজ্ঞন, মুথাইয়া মুরলীধরন, ওয়াকার ইউনিস, শোয়েব আখতার, ব্রেট লি, গ্লেন ম্যাকগ্রার মতো সর্বকালের বোলারদের সামলে তিনি অবসর নিয়েছেন।

শচীন তেন্ডুলকর

আর এখন চলছে কোহলি যুগ। আর তা নিয়েই সারা ক্রিকেটবিশ্ব উচ্ছ্বসিত। পরিসংখ্যান বলছে, সংক্ষিপ্ত কেরিয়ারে রান তাড়া করতে নেমে যত ম্যাচ কোহলি ইতিমধ্যেই জিতিয়েছেন, তা ভারত কেন ক্রিকেটবিশ্বে আর কেউ সম্ভবত পারেননি।

বিরাট না শচীন, কে সেরা তা নিয়ে বিশেষজ্ঞদের পর এবার দ্বিধাভক্ত আমজনতাও।

বিরাট যুগ

তাই কারও মতে কোহলি ইজ দ্য বেস্ট। আবার কারও মতে কোহলি এই সময়ের গ্রেট। সর্বকালের সেরা অবশ্যই শচীন। কোহলিকে সেরার সেরা হতে গেলে এখনও বহুবছর খেলতে হবে। অনেকে বলছেন, কোহলি হতে পারেন সেরা ম্যাচ উইনার। তবে সেরা ব্যাটসম্যান অবশ্যই শচীন।

বিরাট কোহলি

কেউ কেউ আবার বলছেন, খুব উচ্চমানের বোলার এখনকার ক্রিকেটে কোহলিকে সামলাতে না হলেও টেস্ট, একদিনের ম্যাচ ও টি২০ ক্রিকেট মিলিয়ে যে সামগ্রিকভাবে সফল হওয়ার প্রেসার গেম কোহলিকে নিতে হয় তা এখনকার ক্রিকেটে বিরল। আর সেজন্যই কোহলি সেরার সেরা।

এইসব নানা মতামত ও তর্ক নিয়েই জমে উঠেছে স্যোশাল নেটওয়ার্কিং সাইটগুলির ওয়াল। ভারতের জেতার সেলিব্রেশন তো রয়েইছে, পাশাপাশি রবিবাসরীয় রাত ভারতীয় ক্রিকেট সমর্থকদের এই প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। কে সেরা, শচীন নাকি কোহলি?

English summary
Sachin or Kohli, who is the greatest, debate continues on social networking
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X