গোপনীয়তা রক্ষার অধিকার নিয়ে রায় দেওয়া ৯ বিচারপতির বেঞ্চ নিয়ে জেনে নিন একনজরে
গোপনীয়তা রক্ষার অধিকার মৌলিক অধিকার কিনা তা নিয়ে আজ রায় জানাল দেশের শীর্ষ আদালত। এদিনের রায়ে এটিকে মৌলিক অধিকার বলে সুনিশ্চিত করা হয়েছে। গোপনীয়তা রক্ষার অধিকার সংক্রান্ত মামলার রায় শুনিয়েছে নয় বিচারপতির বেঞ্চ। সেই বেঞ্চে রয়েছেন বিদায়ী প্রধান বিচারপতি জেএস খেহর, জে চেলামেশ্বর, এসএ বোবদে, আরকে আগরওয়াল, আরএফ নরিম্যান, এএম সাপরে, ডিওয়াই চন্দ্রচূড়, এসকে কউল ও এস আবদুল নাজির। একনজরে জেনে নেওয়া যাক এঁদের সম্পর্কে।

বিচারপতি জেএস খেহর
সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি জেএস খেহর দেশের ৪৪তম মুখ্য বিচারপতি। দুদিন আগে তিল তালাক বিলুপ্ত হোক, এই ভাবনার বিপক্ষে তিনি রায় দেন। তবে এদিন গোপনীয়তা রক্ষার অধিকার মৌলিক অধিকার বলে তিনি রায় দিয়েছেন। এর আগে তাঁর নেতৃত্বাধীন বেঞ্চ রাজ্যপালের সিদ্ধান্তকে দূরে সরিয়ে অরুণাচলপ্রদেশে কংগ্রেসের সরকারকে ফিরিয়ে এনেছে। এছাড়া তাঁর নেতৃত্বেই সাহারার মালিক সুব্রত রায়ের মামলা চলছে। তিনি ২৮ অগাস্ট ২০১৭-য় অবসর নেবেন।

বিচারপতি জে চেলামেশ্বর
২০১১ সালের অক্টোবর মাসে বিচারপতি চেলামেশ্বর সুপ্রিম কোর্টে বিচারপতি হিসাবে নিয়োগ পান। তার আগে ২০০৭ সালের মে থেকে ২০১০ সালের মার্চ মাস পর্যন্ত তিনি গুয়াহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি ছিলেন। তারপরে ২০১০ সালের মার্চ থেকে ২০১১ সালের অক্টোবরে সুপ্রিম কোর্টে যোগদানের আগে তিনি কেরল হাইকোর্টের মুখ্য বিচারপতি ছিলেন।

বিচারপতি এসএ ববডে
বিচারপতি ববডে সুপ্রিম কোর্টে নিযুক্ত হন ২০১৩ সালের ১২ এপ্রিল। তার আগে তিনি বম্বে হাইকোর্টের বিচারপতি ছিলেন। এছাড়াও তিনি মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব সামলেছেন।

বিচারপতি আরকে আগরওয়াল
বিচারপতি আরকে আগরওয়াল ২০১৪ সালের ১৭ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে বিচারপতি নিযুক্ত হন। তার আগে ২০১৩ সালের অক্টোবর মাসে তিনি মাদ্রাজ হাইকোর্টের মুখ্য বিচারপতি নিযুক্ত হয়েছিলেন।

বিচারপতি রোহিংটন ফলি নরিম্যান
আরএফ নরিম্যান বিখ্যাত জুরি ফলি স্যাম নরিম্যানের পুত্র। বার থেকে সরাসরি তিনি ২০১৪ সালের জুলাই মাসে সুপ্রিম কোর্টের বিচারপতির পদে উত্তীর্ণ হন। নরিম্যান দেওয়ানী মামলা বিষয়ে বিশেষজ্ঞ। এই মামলা ছাড়াও বিতর্কিত ব্যবসায়ী বিজয় মালিয়ার মামলাতেও বিচারের দায়িত্বে তিনি রয়েছেন। ২০২২ সালের অগাস্ট মাস পর্যন্ত তিনি বিচারপতির দায়িত্ব সামলাবেন।

বিচারপতি অভয় মনোহর সাপরে
বিচারপতি অভয় মনোহর সাপরে ২০১৪ সালের ১৩ অগাস্ট সুপ্রিম কোর্টের বিচারপতি পদে উত্তীর্ণ হন। এর ঈগে তিনি গুয়াহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতির দায়িত্ব সামলেছেন। এছাড়া মণিপুর হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতিও ছিলেন তিনি।

ডিওয়াই চন্দ্রচূড়
বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে ২০১৬ সালের ১৩ মে নিযুক্ত হন। তার আগে তিনি এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। এছাড়া বম্বে হাইকোর্টের বিচারপতির দায়িত্বও সামলেছেন। মানবাধিকার বিষয়ে তিনি বিশেষজ্ঞ।

বিচারপতি সঞ্জয় কিষণ কউল
গত ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের বিচারপতির পদে নিযুক্ত হন সঞ্জয় কিষণ কউল। তার আগে তিনি পাঞ্জাব, হরিয়ানা ও মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব সামলেছেন। এছাড়া তিনি একসময়ে দিল্লি হাইকোর্টের বিচারপতিও ছিলেন।

বিচারপতি আবদুল নাজির
এইবছরের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে কাজ শুরু করেন আবদুল নাজির। তিন তালাক ইস্যুতে বিচারপতিদের বেঞ্চে তিনিই একমাত্র মুসলমান সম্প্রদায়ের প্রতিনিধি ছিলেন। বিচারপতি নাজির বাবরি মসজিদ বনাম রাম জন্মভূমি মামলাতেও বিচারের দায়িত্বে রয়েছেন। এদিন গোপনীয়তা রক্ষা মৌলিক অধিকার কিনা সেই বিষয়েও বাকী বিচারপতিদের সঙ্গে তিনি সহমত পোষণ করেছেন।