For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের এই শহরে গাড়ির সংখ্যা ছাপিয়ে গিয়েছে মানুষকে, বলছে সরকারি তথ্যই

ভারতে পুনেই একমাত্র শহর যেখানে মানুষের চেয়ে গাড়ির সংখ্যা বেশি হয়ে গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্রের অন্যতম বড় শহর পুনে তথ্যপ্রযুক্তির অন্যতম বড় হাব। তবে গাড়ির সংখ্যাতেও যে সারা ভারতে রেকর্ড গড়বে তা কে জানত। সরকারি তথ্য বলছে, ভারতে এই পুনেই একমাত্র শহর যেখানে মানুষের চেয়ে গাড়ির সংখ্যা বেশি হয়ে গিয়েছে। গাড়ির সংখ্যা যেখানে ৩৬.২ লক্ষ, সেখানে মানুষের সংখ্যা ৩৫ লক্ষ। ফলে বলাই যায়, পুনেয় মানুষের চেয়ে গাড়ির সংখ্যা বেশি।

রাজস্ব বেড়েছে অনেক

রাজস্ব বেড়েছে অনেক

স্থানীয় আরটিও এমএইচ-১২-র হিসাব বলছে, এবছর তো বটেই, তার আগের বছরও রাজস্ব আদায়ে পরিকল্পিত টার্গেট ছাপিয়ে টাকা এসেছে। ২০১৭-১৮ সালে রাজস্ব এসেছে ১০২১.৬ কোটি টাকা। যা আগের বারের চেয়ে ১৮ শতাংশ বেশি।

লাভ অনেক বেশি

লাভ অনেক বেশি

আগের বারে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৮৬২.৩ কোটি টাকা। যা আগের বারের ৭৮৩.৯৩ কোটি টাকা থেকে ১৩০.৩১ শতাংশ বেশি। ২০১৬-১৭ সালে রাজস্ব বেড়েছিল ২৩৭.৬৩ কোটি টাকা।

বেড়েছে গাড়ির রেজিস্ট্রেশন

বেড়েছে গাড়ির রেজিস্ট্রেশন

আরটিও প্রধান বাবাসাহেন আজরি জানিয়েছেন, ২০১৭-১৮ সালে চার টাকা গাড়ির রেজিস্ট্রেশন বেড়েছে ৯.৫৭ শতাংশ হারে। দুই চাকা স্কুটার ও বাইকের রেজিস্ট্রেশন বেড়েছে ৮.২৪ শতাংশ হারে।

বেড়েছে ট্যাক্সি-ক্যাব

বেড়েছে ট্যাক্সি-ক্যাব

ট্যাক্সি-ক্যাবের রেজিস্ট্রেশন বেড়েছে ২৮, ৩৪৪টি। যা আগে ছিল ২২, ৬৯৬টি ২০১৬-১৭ সালে। পুনেয় দুই চাকা গাড়ির সংখ্যা বেড়ে হয়েছে ২৭.০৩ লক্ষটি। ও গাড়ির সংখ্যা বেড়ে হয়েছে ৬.৪৫ লক্ষটি।

মেট্রো নামিয়ে রাশ টানার ভাবনা

মেট্রো নামিয়ে রাশ টানার ভাবনা

পুনেয় এত বেশি গাড়ি বেড়ে যাওয়ায় দারুণ ট্রাফিক বেড়েছে। একইসঙ্গে ট্রাফিক নিয়ম ভাঙার সংখ্যাও বেড়েছে। শহর জুড়ে মেট্রো ও অন্য গণপরিবহণের সংখ্যা বাড়িয়ে এই বাড়তে থাকা গাড়ির সংখ্যায় রাশ টানার কথা ভাবছে প্রশাসন।

English summary
Pune now has more vehicles than humans, says cities RTO office
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X