For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী সরকারের চার বছরে প্রতিশ্রুতি ও বাস্তবতার মধ্যে ফারাক কতটা

চার বছরের সরকারে মোদী সরকারের প্রতিশ্রুতি ও বাস্তবতার মধ্যে কোথাও কোনও ফারাক রয়েছে কি, আসুন দেখে নেওয়া যাক।

  • |
Google Oneindia Bengali News

নরেন্দ্র মোদী সরকারের কেন্দ্রে ক্ষমতায় আসার চার বছর পেরিয়ে গিয়েছে। আর একবছরের মধ্যেই ফের একবার লোকসভায় অগ্নিপরীক্ষার মুখে পড়তে হবে মোদী ও তাঁর দলকে। ২০১৪ সালে সরকারে আসার পরে দুটি সবচেয়ে বড় পদক্ষেপ তাঁর সরকার নিয়েছে। তা হল নোট বাতিল ও জিএসটি বলবৎ। দুটি নিয়েই বিপুল আলোচনা ও সমালোচনা হয়েছে। তবে কোনওকিছুর তোয়াক্কা না করে মোদী সরকার এগুলি বলবৎ করেছে এবং নিজেদের সিদ্ধান্তে অটল থেকেছে। চার বছরের সরকারে মোদী সরকারের প্রতিশ্রুতি ও বাস্তবতার মধ্যে কোথাও কোনও ফারাক রয়েছে কি, আসুন দেখে নেওয়া যাক।

প্রতিশ্রুতি

প্রতিশ্রুতি

নোট বাতিলের ফলে জাল নোটের কারবার ও কালো টাকার অবসান হবে। যার ফলে অসাধু কাজকর্ম আগের চেয়ে অনেক কমে যাবে। এবং ২ হাজার টাকার নোটে বিশেষ বৈশিষ্ট্য থাকবে যার ফলে তা সহজে জাল করা যাবে না।

বাস্তবতা

বাস্তবতা

জাল নোটের সংখ্যা ২০ শতাংশ হারে বেড়েছে। যার মধ্যে সবচেয়ে উপরে রয়েছে পশ্চিমবঙ্গ। সীমান্ত এলাকার করিডোর ধরে বাংলাদেশ থেকে এদেশে জাল নোট ক্রমাগত সাপ্লাই হয়ে চলেছে।

প্রতিশ্রুতি

প্রতিশ্রুতি

নোট বাতিলের ফলে আয়করের জমা করায় বৃদ্ধি হবে। অনেক বেশি লোককে আয়করের আওতায় আনা সম্ভব হবে। যার ফলে দেশের অর্থনৈতিক বৃদ্ধি তরান্বিত হবে।

বাস্তবতা

বাস্তবতা

২০১৭-১৮ অর্থবর্ষে বিভিন্ন সেক্টরে আর্থিক বৃদ্ধি থমকে গিয়েছে। যার ফলে আরবিআইকে অনেক বেশি টাকা বাজারে ঢালতে হয়েছে। যা অর্থনৈতিক উন্নতির সূচক নয়।

প্রতিশ্রুতি

প্রতিশ্রুতি

নোট বাতিলের ফলে নগদ টাকা ব্যাঙ্কিং সিস্টেমে ফিরে আসবে। যার ফলে আয়কর দাতাদের সংখ্যা আগের চেয়ে অনেক বাড়বে। অন্য নানা খাত থেকে আয়কর আদায় সহজ হবে।

বাস্তবতা

বাস্তবতা

বাস্তবে চিত্রটা কিছুই বদলায়নি। ২০১৭ সালে আয়কর কালেকশন হয়েছে ২০ শতাংশ হারে। সেখানে তার আগের বছরের হার ছিল ১৬ শতাংশ। ফলে বৃদ্ধি মাত্র ৪ শতাংশই হয়েছে।

English summary
Promises and Reality of PM Narendra Modi govt in four years in centre
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X